• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মহাখালী ও কুড়িল ফ্লাইওভার থেকে নামতে গেলেই যানজট (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি

  ০৫ জানুয়ারি ২০২০, ১০:৫২

যানজটের কারণে স্থবির হয়ে পড়ছে রাজধানীর মহাখালী বা কুড়িল ফ্লাইওভারে নামার পথ। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না যাত্রীরা। অন্যদিকে বিকেলে ধীর গতিতে হলেও খিলগাঁও ফ্লাইওভারে চলাচল করা সম্ভব হয়।

মিরপুর, কুড়িল, বিমানবন্দর ও বনানীসহ, আশপাশের এলাকার যোগাযোগ সহজ করার লক্ষ্যে তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ ‘কুড়িল ফ্লাইওভার’ নির্মাণ করে ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’। ৩০৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষ হয় নির্ধারিত সময়ের পর ২০১৩ সালে।

রাজউক বুঝিয়ে দিচ্ছে না এমন কারণ দেখিয়ে এর ব্যবস্থাপনার দায় নিতে নারাজ উত্তর সিটি করপোরেশন।

মহাখালীর যানজট নিরসনে ২০০৪ সালে খুলে দেয়া হয় মহাখালী ফ্লাইওভার। শুরুতে গতি ঠিক থাকলেও দেড় যুগ পর প্রতিনিয়ত ফ্লাইওভারে থেমে থাকছে গাড়ির চাকা।