logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

গত ৩ বছরেই ঢাকার বাতাসে দূষণ বেড়েছে দ্বিগুণেরও বেশি (ভিডিও)

মারুফ রেজা, আরটিভি
|  ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮ | আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৫
গেলো তিন বছরে ঢাকার বাতাসে দূষণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এজন্য, নগরীতে অতিরিক্ত জনসংখ্যা, গাড়ির ধীরগতি, নাগরিক উন্নয়নের খোঁড়াখুঁড়ি ও ইটভাটার ধোঁয়াকে দায়ী করছেন, পরিবেশ গবেষকরা।

প্রায় পৌণে দু’কোটি মানুষের শহর ঢাকা। যদিও পরিসংখ্যানটা কেবল স্থায়ীভাবে বসবাসকারীদের জন্য। এর বাইরেও কাজের দরকারে প্রতিদিন অন্তত তিন লাখের বেশি মানুষের আসা-যাওয়া, শহরটিতে। তাই বাড়ছে মানুষ, বাড়ছে প্রয়োজনীয়তা। সেসঙ্গে বাড়ছে দূষণও।

পরিবেশ অধিদপ্তরের গবেষণায় দেখা যায়, ২০১৭ সালে প্রতি ঘনমিটার বাতাসে যেখানে বিষাক্ত সালফার ডাই অক্সাইড ছিলো ৩৪১ মাইক্রোগ্রাম, তিন বছরে তা বেড়ে দাঁড়িয়েছে, ৬২৮ মাইক্রোগ্রামে।

‘পরিবেশ বাঁচাও আন্দোলন’-পবা’র গবেষণা বলছে, রাজধানীর বায়ুদূষণের অন্যতম কারণ, এর আশপাশে থাকা ইটের ভাটাগুলো। শতাংশের হিসেবে যার পরিমাণ ৫৮ ভাগ।

অন্যদিকে, ইউএনডিপি’র তথ্য বলছে, ঢাকার আশপাশের  ইটভাটাগুলো থেকে প্রতি বছর ২ হাজার ৫০০ টন পার্টিকুলেটেড মেটার, ১ হাজার ৫৫০ টন সালফার ডাই অক্সাইড, ২৫ হাজার টন কার্বন মনোক্সাইড, ৬০০ টন ব্ল্যাক কার্বনসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে মিশছে। 

এদিকে, গেলো ২৬ নভেম্বর, উচ্চ আদালত রাজধানীর আশপাশের অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দিলেও সরেজমিনে এখনো তেমন কোনও প্রভাব নেই।

এমন অবস্থায়, ঢাকার বাতাস দূষণমুক্ত রাখতে, সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন পরিবেশবাদীরা।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়