• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘চট্টগ্রামের নামও উঠতে পারে শীর্ষ দূষিত শহরের তালিকায়’ (ভিডিও)

কাজী মনঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৩২

বন্দরনগরী চট্টগ্রামে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বায়ু দূষণের হার। সড়কে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর নিয়ন্ত্রণহীন ধুলাবালি আর শহরের ভিতর বিভিন্ন শিল্প-কারখানার ধোঁয়ার কারণে দূষিত হচ্ছে বাতাস। ফলে বাড়ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তবে ওয়াসা বলছে, রাস্তায় পানি ছিটানোসহ বায়ু দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা।

পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি ঘনমিটার বাতাসে ধুলোর পরিমাণ দেড়শ মাইক্রোগ্রাম পর্যন্ত সহনীয় হলেও নভেম্বর চট্টগ্রাম নগরীতে গড় ছিলো ৩০৯ মাইক্রোগ্রাম। এর মধ্যে ৩০ নভেম্বর ছিলো ৮৭৭ মাইক্রোগ্রাম আর ২০ নভেম্বর ছিলো ৬৬৬ মাইক্রোগ্রাম।

বর্তমানে বন্দর নগরী চট্টগ্রামের চেরাগি পাহাড়, চট্টগ্রাম কলেজ রোডে এক্সেস রোড ও পোর্ট কানেক্টিং রোড, বহদ্দার হাট থেকে কালুরঘাট সড়কে যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারণে বাতাসের সঙ্গে উড়ছে অনিয়ন্ত্রিত ধুলাবালি। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে আছে মানুষ।

বায়ু দূষণের কারণে সব বয়সী মানুষের শ্বাসকষ্টসহ এলার্জিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এদিকে, পরিবেশের অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যারা পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নগরবাসী বলছে, দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে চট্টগ্রামের নামও উঠতে পারে শীর্ষ দূষিত শহরের তালিকায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
বিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা
‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা
‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা
X
Fresh