• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভেজাল খাবার : শাস্তির তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)

জাহিদ রহমান, আরটিভি

  ১৪ অক্টোবর ২০১৯, ২৩:১৪

কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ভেজাল খাবার। ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানেও অপরাধটি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। একই অপরাধে পরেরবার শাস্তি দ্বিগুণ হলেও তোয়াক্কা করছেন না অসাধু ব্যবসায়ীরা। চিকিৎসকরা বলছেন, ভেজাল খাবার মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, নিয়মিত খেলে, মৃত্যুও হতে পারে। আর বিশেষজ্ঞরা বলছেন, শাস্তি কঠোর করা না হলে ভেজাল খাবার বন্ধ হবে না।

গেল রমজানে রাজধানীর শেওড়াপাড়ার ‘মুর্শিদ বেকারি’তে অভিযান চালায়, বিএসটিআই। অনিয়ম ও আইন ভাঙার কারণে সিলগালা করা হয়, কারখানাটি। পরে কারখানাটির এখনকার অবস্থা দেখতে, আরটিভির সংবাদদল সম্প্রতি সেখান গেলে, কর্মচারীরা সটকে পড়েন।

পরে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ফের তৈরি হচ্ছে খাবার। গোপন এক কক্ষে পাওয়া গেল, কেক-বিস্কুটের সঙ্গে মেশানোর রংয়ের কৌটা ও স্যাকারিনসহ অন্যান্য উপাদান।

গেল ৮-১০ বছর ধরে ঠিকানা বদল বদলে চলছে এই ব্যবসা। বিএসটিআইয়ে’র লোগো ব্যবহার করা হলেও কাগজপত্র নেই। এমনকি, কারখানার সীলগালা খোলার অনুমতিপত্রও দেখা গেল না।

এই যখন অবস্থা তখন বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন, চিকিৎসকরা।

বিএসটিআই বলছে, অনিয়মের অভিযোগে জরিমানা করা কারখানাগুলোতে তাদের নজরদারিতে আছে। প্রয়োজনে আবারও অভিযান চলবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
X
Fresh