• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনের টিকিট কালোবাজারি, ভাগ যায় ওপর মহলেও (ভিডিও) 

আশিকুল আলম

  ২২ ডিসেম্বর ২০২১, ১৩:২৮

টিকিট কালোবাজারিদের হাতে রেলের নিয়ন্ত্রণ। প্রায় সব স্টেশন থেকেই ওঠে টিকিট ছাড়া যাত্রী। কালেকশনে থাকেন চালক, গার্ড, টিটি থেকে শুরু করে রেলের পরিচালকও। রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, অবৈধ টাকার ভাগ যাচ্ছে ওপর মহলেও।

আখাউড়া স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে 'মহানগর গোধূলি'। বগির দায়িত্বে সোহেল রানা। টিকিট ছাড়া তিন যাত্রীকে ট্রেনে উঠিয়ে টাকা নিয়েছেন সাতশ’। নামাজের জায়গাও যাত্রীতে ঠাসা। আরটিভি টিমের কাছে অনিয়মের নানা চিত্র তুলে ধরেন যাত্রীরা।

এক যাত্রী বলেন, টিটির ও প্রশাসনের ভয় দেখায়, যাকে যেভাবে পারছে, সেভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে।

অপর যাত্রী জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন টিকিট ছাড়াই। তার কাছ থেকে চারশ' টাকা নিয়েছে।

আরেক যাত্রী বলেন, লোকাল বাসের মতো যাত্রী তোলে। সিট না থাকলে ব্যবস্থা করে দেওয়া হবে বলে যাত্রী ওঠায়।

সব কর্মীর একই রকম ড্রেস আর মুখে মাস্ক থাকায় সোহেল রানাকে খুঁজে পেতে বেগ পেতে হয়। একপর্যায়ে তার সন্ধান পেলে অনিয়মের বিষয়ে জানতে চাওয়া মাত্রই শুরু হয় বাগ-বিতণ্ডা।

প্রথমে সোহেল রানা জানান, টাকা নেননি। আলামিন নামে একজন টাকা নিয়েছেন।

পরে তিনি জানান, অবৈধ আয়ের টাকা ট্রেনেই ভাগবাটোয়ারা হয়। অঙ্কটাও খুব সহজে মিলিয়ে দেন এই কর্মী।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ জানান, রেলের নীতি নির্ধারকরা তাদের অভিযোগগুলো আমলে নিলে অনিয়ম অনেকাংশে কমে যেত।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ বলেন, টিকিটের অর্থ লুটপাট হয়। একটি মধ্যসত্ত্বভোগী আমাদের কাছ থেকে অর্থ নিয়ে যাচ্ছে।

মিডিয়ার সামনে সত্য বললে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়তে হয় বলেও জানান রেলের দায়িত্বরত কর্মীরা।

এনএইচ

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
X
Fresh