• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নেইরে লাঙ্গল নেইরে জোয়াল

শিপলু জামান

  ০২ ডিসেম্বর ২০২০, ১৮:২৭
Neire plow, Neire yoke, rtv news, rtv news
ছবি আরটিভি নিউজ

ভোরের শিশির জমা ঘাস মাড়িয়ে কাঁধে লাঙল নিয়ে কৃষক একজোড়া গরু নিয়ে ছুটেছে তার জমির উদ্দেশে। গ্রাম-বাংলার কথা মনে হলে এই একটা কল্পনা ভেসে আসে আমাদের মস্তিষ্কে।

কিন্তু প্রযুক্তির উৎকর্ষতা বাপ-দাদাদের আমলের জমি চাষের সেই গরু লাঙলের জায়গায় আমাদের দিয়েছে ট্রাক্টর আর পাওয়ার ট্রিলার।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রাচীনকাল থেকেই চাষাবাদ ও ফসল উৎপাদনের এক অপার সম্ভাবনার স্থান। উপজেলার বারোবাজারের সবজি, বালিয়াডাঙ্গার ফুল চাষ, দুলাল মুন্দিয়ার পান, কোলা-কালা এলাকার ধানের আবাদ সবসময় কালীগঞ্জের কৃষিতে দারুণ ভূমিকা রেখে চলেছে।

আর এই চাষাবাদ করতে প্রয়োজন হয় চাষ জমি কর্ষণের। আর সেই কাজটি করা হতো লাঙল গরু দিয়ে। আজ থেকে পনেরো বা বিশ বছর পেছনে ফিরে দেখলে দেখা যেতো এলাকার প্রতিটি চাষির ঘরে লাঙল গরু ছিল। যা চাষিরা তাদের সন্তানের মত ভালোবাসতো ও যত্ন নিতো। বর্তমানে সেই লাঙল গরুর জায়গাটি দখল করে নিয়েছে ট্রাক্টর।

অল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা যায় বলে আজ ট্রাক্টরের কদর অনেক বেশি। কালীগঞ্জ উপজেলায় ইরি মৌসুমকে সামনে রেখে শুরু হয়েছে জমি চাষ। দিন-রাত এক করে যন্ত্রগুলো চষে বেড়াচ্ছে মাঠের পর মাঠ কৃষি জমি। তারপরও এখনও দেখা মিলছে গ্রাম বাংলার সেই আইকনিক লাঙল গরু দিয়ে জমি চাষ। হয়ত আর পাঁচ থেকে দশ বছর পরে পরবর্তী প্রজন্ম হয়তো লাঙল চিনবে শুধু বইয়ের পাতায় কিংবা জাদুঘরের ছবিতে।

এখন আর চোখে পড়ে না গরুর লাঙল দিয়ে চাষাবাদ। জমি চাষের প্রয়োজন হলেই অল্প সময়ের মধ্যেই পাওয়ার টিলারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে জমি চাষাবাদ।তাই যারা লাঙল গরুর খাটিয়া জমি চাষকে পেশা হিসেবে নিয়েছিলো তারাও এখন পেশা বদলি করে অন্য পেশায় ঝুঁকছেন। ফলে দিন দিন কমে যাচ্ছে গরু, লাঙল ও জোয়াল দিয়ে জমিতে হাল-চাষ।

কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের কৃষক আইয়ুব হোসেন জানান, আধুনিক যন্ত্রপাতি থেকে গরুর লাঙলের চাষ বেশ ভালো হয়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধি ও ফসলের চাষাবাদ করতে সার ও কিটনাশক সাশ্রয় পায়। কষ্ট হলেও গরু দিয়ে হাল চাষ করতে খুব ভালো লাগত। এখন মনে পড়লেই কষ্ট হচ্ছে।

প্রযুক্তির এই যুগে লাঙল দিয়ে চাষাবাদ গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। ফিরে পাব না আর সেই পুরানো দিনগুলো। এভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামবাংলার ঐতিহ্য।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে সদর উদ্দিন মিয়ার স্মরণে দোয়া মাহফিল 
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
X
Fresh