• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে : মঈন খান
খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজখবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, দেশকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, কোনো মধ্যবর্তী নয়, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিগত তিনটি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।  বিএনপির এই নেতা বলেন, সরকার স্বাধীনতার পক্ষের হয়ে থাকলে অবশ্যই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১২ মার্চ ২০২৪, ১৫:৩২

শিগগির কাটবে ডলার সংকট : সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে। সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এ ছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগে দাম কিছুটা কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায় অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়