• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ঈদের দিনও নেতাকর্মীদের ঘরে কান্নার রোল : রিজভী
পবিত্র ঈদুল ফিতরের দিনেও বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে কান্নার রোল আর ক্ষমতাসীনদের ঘরে লুটপাটের অট্টহাসি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু ও ‘পুলিশ হেফাজতে নিহত’ খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনির পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আজ ঈদের দিন, আমি গুম হওয়া ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত নুরু ও পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত জনির বাসায় গিয়ে দেখি সেখানে শোকের মাতম চলছে। তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ নেই। তাদের স্ত্রী ও সন্তানরা এখনও শোকে কাতর।’ তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের গুম, খুন, জুলুম নির্যাতনে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঈদ-আনন্দ আজ বিবর্ণ। বিএনপি নেতাকর্মীরাসহ দেশের বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে নির্যাতিত। তাই সবাই কোনো না কোনো দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে। এই ঈদেও মানুষের মধ্যে কোনো শান্তি নেই, সুখ নেই। এভাবে আর চলতে পারে না। এ সরকারের বিদায় ছাড়া দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে না।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি হত্যা ও গুমের বিচার একদিন হবে। গুম করে, হত্যা করে, নিপীড়ন করে, ডামি নির্বাচন করে সরকার পার পাবে না।’ ঈদের দিন প্রথমে গুম হওয়া ইলিয়াস আলীর বনানীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন রুহুল কবির রিজভী। পরে তিনি নারায়ণগঞ্জে নুরুল আলম নুরুর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতেও ঈদ উপহার তুলে দেন। এরপর বিএনপির এ নেতা যান ‘পুলিশ হেফাজতে’ নিহত জনির খিলগাঁওয়ের বাসায়। সেখানে তিনি তার পরিবারের সদস্যদের হাতে তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন। পরে তিনি নিহত জনির কবর জিয়ারত করেন।
১১ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারি / জামিন পেলেন ব্যারিস্টার কাজল 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২০ মার্চ) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে অবস্থিত নিজ চেম্বার থেকে সিআইডির হাতে আটক হন ব্যারিস্টার কাজল। এরপর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে সিআইডি। এরপর চার দিনের রিমান্ড শেষে ১৪ মার্চ ব্যারিস্টার কাজলকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন— অ্যাডভোকেট মো. জাকির হোসেন ওরফে মাসুদ (৫৫), অ্যাডভোকেট শাকিলা রৌশন, অ্যাডভোকেট কাজী বশির আহম্মেদ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট আরিফ, অ্যাডভোকেট সুমন, অ্যাডভোকেট তুষার, রবিউল, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা), সাইদুর রহমান জুয়েল (৪০), অলিউর, যুবলীগ নেতা জয়দেব নন্দী, মাইন উদ্দিন রানা, মশিউর রহমান সুমন, কামাল হোসেন, আসলাম রাইয়ান, অ্যাডভোকেট তরিকুল ও অ্যাডভোকেট সোহাগ। এ ছাড়া মামলায় ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।  
২০ মার্চ ২০২৪, ১৫:৩৯

আওয়ামী লীগ ভারতীয় পণ্যে পরিণত হয়েছে : রিজভী
আওয়ামী লীগ সরকার ভারতীয় পণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগকে জোরপূর্বক ক্ষমতায় বসে থাকতে সহযোগিতাকারী ভারতীয় পণ্য বর্জন হোক মানুষের প্রতিবাদের হাতিয়ার। বুধবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত কয়েক দিন ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বিনাভোটে অবৈধ ক্ষমতার অমরত্ব লাভের অপচেষ্টায় প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহযোগিতার কথা জোর গলায় বক্তৃতা দিচ্ছেন। কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত্ত হচ্ছেন। তাদের কথাবার্তায় মনে হচ্ছে- বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি বলেন, ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের বক্তব্য প্রমাণ করে জাতিসংঘ সনদের ২ (৪) ধারা সরাসরি লঙ্ঘন করে ভারত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার সবকিছুর উপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ করে চলেছে। রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দেখা গেছে তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। তাই বিএনপিসহ ৬৩টি দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করছে।
২০ মার্চ ২০২৪, ১৫:২০

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় বিএনপির সমর্থিত প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি সদরদপ্তরের পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো।  এর আগে, ভোটগ্রহণ শেষে ৭ মার্চ বিকেলে গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। পরে শুক্রবার (৮ মার্চ) রাতে হত্যাচেষ্টার অভিযোগে ২০ জনকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ। এ ছাড়া মামলায় ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের (পরশ) স্ত্রী আইনজীবী নাহিদ সুলতানাকে (যুথী)। দুই নম্বর আসামি ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রধান আসামি নাহিদ সুলতানাকে খুঁজছে পুলিশ।  এদিকে, গ্রেপ্তার পাঁচ আইনজীবীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল, অ্যাডভোকেট এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী।
০৯ মার্চ ২০২৪, ২১:১০

নতুন কর্মসূচি আসছে, অ্যাকশন দেখাবে বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।  রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। একদফা আন্দোলন চলমান থাকবে জানিয়ে রিজভী বলেন, শুধু স্লোগানে আন্দোলন করলে হবে না, অ্যাকশন দেখাতে হবে। গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপি মহাসচিব, অর্ধশত কেন্দ্রীয় নেতা ও তৃণমূলের কয়েক হাজার কর্মী গ্রেপ্তার হন। আদালতে বেশ কয়েকবার জামিন আবেদন করেও মুক্ত হতে পারেননি বিএনপির শীর্ষ নেতারা। এ অবস্থায় বিএনপির দাবি গত ৩ মাসে কারাহেফাজতে নির্যাতনে মৃত্যু হয়েছে অন্তত ১৩ নেতার।   এর প্রেক্ষিতে রিজভী অভিযোগ করেন, কারাগারে নিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। কারাবন্দি নেতারা অসুস্থ হলে তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। অসুস্থ হলেও মির্জা ফখরুলসহ কারাগারে সিনিয়র নেতাদের মুক্তি নিয়ে সরকার টালবাহানা করছে।  প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইশারায় বিএনপিকে নির্মূল করতে প্রশাসন মাঠে নেমেছে। এ ছাড়া সারাদেশে নতুন করে নেতাকর্মীদের রাজনৈতিক মামলায় জড়ানোর পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন নিশ্চিত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। তবে তা চিরস্থায়ী হবে না। আন্দোলনের অনেক বাঁক রয়েছে। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আর এ আন্দোলনের মাধ্যমেই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। তিনি বলেন, বিএনপি ফিনিক্স পাখি, যতবার মারবে ততোবার জীবিত হবে।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৯

এই সংসদ আমি আর মামুদের: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডামি নির্বাচনের মাধ্যমে জন্ম নেওয়া এই তথাকথিত দ্বাদশ সংসদ জনগণের নয়, আমি আর মামুদের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে জন্ম নেওয়া এই তথাকথিত দ্বাদশ সংসদকে দেশের ১৮ কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই সংসদ জনগণের নয়, আমি আর মামুদের। তিনি বলেন, সংসদে সবাই নামে-বেনামে ছদ্মনামে আওয়ামী লীগের লোক। তারা এককভাবেই লুটেছে ২২৩ আসন। ৬২ জন স্বতন্ত্র ডামি এমপির ৫৮ জনই আওয়ামী লীগের নেতা। সেই হিসেবে ২৯৯ জনের মধ্যে ২৮০ জনই মূলত আওয়ামী লীগ নেতা। তিনি আরও বলেন, জাতীয় পার্টি শেখ হাসিনার আশীর্বাদের বিরোধী দল। এদেরও লালন-পালন করেন শেখ হাসিনা। শেখ হাসিনা দয়া করে ১১ আসন ছেড়ে দিয়েছেন তাদের জন্য।  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বাকশালীয় সংসদের কলংকিত যাত্রা শুরু হচ্ছে আজ। বিরোধী দল কারা হবে, তারা কে কী বলবে করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কী হবে, সবকিছুই পুতুল খেলার মতো সুতার গোড়া ধরে রাখবেন একজন।  তিনি বলেন, ফ্যাসিবাদ, নাৎসিবাদ ও মধ্যযুগের ভাবধারায় পুষ্ট একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। তারা বরাবরই গণতন্ত্রের শত্রু, সেটির কুৎসিত স্বরূপ এবারও উন্মোচিত হয়েছে।  রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধপ্রবণ একটি রাজনৈতিক দল। জনগণের ইচ্ছা-অনিচ্ছা এদের কাছে মূল্যহীন।  তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের টিকে থাকার প্রধান ভিত্তি জনসমর্থন। আওয়ামী লীগের জনভিত্তি ধসে গেছে, সে কারণে তাদের নেতাদের আবোল-তাবোল কথা বলা। হিটলার-মুসোলিনির অনুসারীরা যেভাবে কথা বলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ একই রকমের কথাবার্তা বলে। জনগণের কাছে যার কোনো মূল্য নেই।
৩০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩

চাবির জন্য চিঠি দেয়াকে রিজভীর অস্বাভাবিকতা বললেন হারুন
দারোয়ানের কাছে চাবি রেখে পুলিশকে চিঠি দেওয়ার ঘটনাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অস্বাভাবিকতা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, রিজভী সাহেব কী বলেন, ঠিক নেই। তিনি হয়তো ভুলে গেছেন তার অফিসের দারোয়ানের কাছে চাবি ছিল। আবার পুলিশকে চিঠি দেন, এটা তার অস্বাভাবিকতা। তিনি আরও বলেন, পুলিশ রাজনীতির অংশ না। তার অসংলগ্ন কথাবার্তা নাটক, পুলিশকে নিয়ে মনগড়া কথা বলা ঠিক না। গত ১১ জানুয়ারি সবুজবাগের বাসাবো এলাকায় নাদিম নামের এক বাক প্রতিবন্ধীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে ডিবির মতিঝিল বিভাগ। এ বিষয়ে হারুন অর রশীদ জানান, সবুজবাগের বেশকিছু জায়গা মাদকের হটস্পট হয়ে উঠেছে। অনেক মাদক ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। কোনো ভবন মাদক ব্যবসা ও সেবনের জন্য ব্যবহার করা হলে মালিককেও আইনের আওতায় আনা হবে, যোগ করেন তিনি।
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:১৫

১৪ জানুয়ারি বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ
বিএনপিপন্থি ও সমমনা দলের আইনজীবীরা আগামী ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে তারেদ এই কর্মসূচি।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। এদিকে, টানা ৭৫ দিন বন্ধ থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে প্রবেশ করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দলটির কার্যালয়। এই সময়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে আসছিল তারা। এর আগে, বুধবার দলীয় কার্যালয় খোলার বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে প্রহসনের এক নির্বাচন। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
১১ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯

পটুয়াখালী-১ : জাপার রুহুল আমিন বিজয়ী
পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।   পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) ১৫৯টি কেন্দ্রে থেকে আসা ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন  জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)। লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৫০৮ ভোট পড়েছে। রুহুল আমিন হাওলাদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব) ২৬ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সে হিসেবে। বেসরকারিভাবে পটুয়াখালী-১ আসনে নির্বাচিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)। পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী ১-আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়