• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
দেড় বছরে কোরআনের হাফেজ দুই ছাত্রকে রাজকীয় বিদায়
লালমনিরহাটের হাতীবান্ধায় দেড় বছরে কোরআনের হাফেজ দুই ছাত্রকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মাদরাসা কমিটি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিঘিরহাট নুরুল উলুম নুরানি হাফিজিয়া মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে হাফেজ দুজন ছাত্রকে ফুলেল শুভেচ্ছা জানান মুসুল্লি ও এলাকাবাসী।  হাফেজ দুজন হলেন পাটগ্রমা উপজেলার কুচলিবাড়ী গ্রামের শামসুল হকের ছেলে মো. রমজান আলী ও সফিকার রহমানের ছেলে মো. আবদুর রহমান। মাদরাসা কমিটি ও শিক্ষক হাফেজ ছাত্র দুজনকে ফুলের মালা পরিয়ে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। আয়োজকরা তাদেরকে সুসজ্জিত মাইক্রোবাসে বসিয়ে রাজকীয় সম্মানে পৌঁছে দেন বাড়িতে।  এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মাদরাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, কমিটির সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, সম্পাদক শামসুল হক বাবু, শিক্ষক হাফেজ ইমানুর রহমান।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০২

পঞ্চগড়ে ইমামের রাজকীয় বিদায়
রং-বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে প্রাইভেট কার। প্রস্তুত রাখা হয়েছে ফুলের মালা। তৈরি হয়ে এসেছেন মুসল্লিরাও। আর বিশেষ এ আয়োজনটি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারি শাহার উদ্দীনের জন্য। দীর্ঘ ৫৫ বছর ইমামতি শেষে জমকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন মুসল্লিরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর ত্রিশ হাজার টাকার চেকসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেটকারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়। ক্বারি শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে। জানা যায়, শাহার উদ্দীন এলাকার তিনটি মসজিদে ২৮ বছর এরপর চাকলাহাট বাজার জামে মসজিদে ২৭ বছর ইমামতি করেন। একটানা ৫৫ বছর ইমামতি করে এখন তার বয়স ৭৫ বছর। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নিলেন। এজন্য বিশেষ সম্মানে তাকে বিদায় জানান মুসল্লিরা। এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারি শাহার উদ্দীন। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান। স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। বাড়ির মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হুজুরকে এক নজর দেখার জন্য। এ বিষয়ে মসজিদটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৫৫ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৫

এক মসজিদেই ৩৬ বছর, রাজকীয় সংবর্ধনা পেলেন মুয়াজ্জিন
সরকারি চাকরি শেষে ফেয়ারওয়েল আছে। আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশনসহ নানা ধরনের সুযোগ-সুবিধা। কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন, দীর্ঘ দিন কাজ করার পরও তাদের ভাগ্য জোটে না কোনো বিদায় সংবর্ধনা। তবে এবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগে একই মসজিদে ৩৬ বছর খেদমত শেষে নোয়াখালীর বেগমগঞ্জে একজন মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর গ্রামের গুড়াগাজী বেপারী বাড়ি মসজিদে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জানা গেছে, গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি একই মসজিদে একটানা ৩৬ বছর, তিন যুগেরও অধিক সময় মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়স এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীর্ঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত জীবনকে স্মরণীয় করে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা এক্সপ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকাসহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে। এই সময় হাজারো মুসল্লি কয়েকটি পিকআপভ্যান এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে মুয়াজ্জিন মোহাম্মদ হেলালকে ফুলেল শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন। এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকার অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ। একজন সাধারণ মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভুঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান, সমাজসেবক শরীফ উল্লাহ, মানবতা এক্সপেসের মনির হোসেন এবং মনসাদ আলম প্রমুখ।   এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরি জীবন শেষে এককালীন আর্থিক সুবিধা ও পেনশনসহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা নেই। কিন্তু গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৩

রাজকীয় আয়োজনে আমিরকন্যার বিয়ের আসর বসছে আজ
মেয়ে ইরার বিয়েতে কোনো খামতি রাখতে চান না ‘মিস্টার পারফেকশনিস্ট’—খ্যাত বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমিরকন্যা। এবার বিয়ের আনুষ্ঠানিকতায় রাজকীয় আয়োজন করছেন এই অভিনেতা। সোমবার (৮ জানুয়ারি) উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে ইরার বিয়ের আসর। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজনে বসতে যাচ্ছে ইরা-নূপুরের বিয়ের আসর। বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসোর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। যেখান থেকে পুরো উদয়পুরের ভিউ পাওয়া যায়। জানা গেছে, ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। ইতোমধ্যে মেয়ের বিয়ে উপলক্ষে নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুটও বুক করেছেন এই অভিনেতা রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত রয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। মেয়ের বিয়েতে কোনো খামতি রাখছেন না আমির।      সূত্র : সংবাদ প্রতিদিন
০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৬

আখাউড়ায় পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
অবসরের বিষন্নতা কাটিয়ে ৪০ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন আখাউড়া থানার পুলিশ সদস্য মো. মুজিবুল আলম ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন আখাউড়া থানার ওসি নূরে আলম। বুধবার (৩ জানুয়ারি) সকালে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মুজিবুল আলম ভূইয়া'র জন্য এই বিদায় সংবধর্নার আয়োজন করেন। পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় আখাউড়া থানার অফিসার ইনচার্জ এর গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে কর্মস্থল থেকে তার নিজ বাস ভবন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে পৌঁছে দেওয়া হয়। এর আগে সহকর্মীরা ভালবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এ সময় এক আবেগঘন মূহুর্তের সৃষ্টি হয়। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ওসির এমন আয়োজনে খুশিতে আত্মহারা পুলিশ কনস্টেবল মুজিবুল আলম ভূইয়া। এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।  আখাউড়া থানার ওসি নূরে আলম বলেন, ‘একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙ্গিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকী জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা।’ বিদায় সংবর্ধনায় আখাউড়া থানার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

পুলিশ কনস্টেবল শুরুজয়ের রাজকীয় বিদায়
অবসরের বিষন্নতা কাটিয়ে ২৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ কনস্টেবল শুরুজয় চাকমা। মঙ্গলবার (২ জানুয়ারি) এই পুলিশ কনস্টেবলের বিদায় সংবধর্নার আয়োজন করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।  এ সময় থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে করে কর্মস্থল থেকে নিজবাড়ি ভাইবোনছড়ার মনিগ্রাম এলাকায় পৌঁছে দেওয়া হয় শুরুজয় চাকমাকে। এ বিষয়ে ওসি শফিউল আজম বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকি জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাঁচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা। আগামীতেও সবার বিদায় বেলায় সুখময় স্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
০২ জানুয়ারি ২০২৪, ২১:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়