• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo
ভূঞাপুরে বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচ ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি ১৯৮১ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) ইবরাহীম খাঁ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।  কর্মসূচির মধ্যে ছিলো উপহার প্রদান, র‌্যালি, দোয়া, পরিচিতি ও আলোচনা সভা। এসএসসি ১৯৭৯ ব্যাচের ছাত্র সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সমন্বয়ে এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজির হোসেন, অধ্যাপক আনোয়ার ইমাম, অধ্যাপক লুৎফুল হক। এ ছাড়াও এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার আনিসুল হক, ডেপুটি সেক্রেটারি খোকন, লেফন্ট্যান্ট কর্ণেল হাবিুর রহমান হাবিব, ড. আনিসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।  শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫১

বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন
বিয়ে করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিলন। তার স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।  বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিজের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিলন। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ। প্রসঙ্গত, ‘সখী ভালোবাসা কারে কয়’ দিয়ে শুরু করে এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতো যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪

শব্দাবলী প্রবর্তিত 'গিয়াস মিলন নাট্যপদক ২০২৩' প্রদান
বরিশালের অন্যতম নাট্য সংগঠন শব্দাবলী প্রবর্তিত ‘গিয়াস মিলন নাট্যপদক ২০২৩’ প্রদান করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডস্থ লুকাস বিল্ডিং এ শব্দাবলী স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত নাট্যজন হলেন চট্টগ্রামের অন্যতম নাট্যসংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বাবু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সোহেল মারুফ ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত ছড়াকার, লেখক তপংকর চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শব্দাবলীর অন্যতম সংগঠক নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি অধ্যাপক ইমানুল হাকিম বাচ্চা, বরিশালের অন্যতম সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম চুন্নু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ ও বরিশাল নাটকের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস প্রমুখ। নাট্যকার অনিমেশ সাহা লিটুর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শব্দাবলীর সাধারণ সম্পাদক মেহেদী সজল। সভায় বক্তারা বরিশাল নাট্যাঙ্গনের অন্যতম দুই নাট্যযোদ্ধা প্রয়াত গিয়াস উদ্দিন ও এনায়েত হোসেন মিলনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সেইসাথে পদকপ্রাপ্ত নাট্যজন মো. সাইফুল আলম বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ২০১৫ সাল থেকে প্রতিবছর একজনকে মঞ্চ নাটকে বিশেষ অবদানের জন্য পদক প্রদান করে শব্দাবলী। পদক প্রদান শেষে জহির রায়হানের বিখ্যাত উপন্যাস ‘আরেক ফাল্গুন' অবলম্বনে অনিমেশ সাহা লিটুর রচনা ও শহীদুল ইসলাম শিশিরের নির্দেশনায় ‘রক্তাক্ত পুষ্পাঞ্জলি' নাটক মঞ্চায়ন হয়।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়