• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এমপিদের বাসা ভাড়া বাড়ানোর সুপারিশ করল সংসদীয় কমিটি
সংসদ সদস্যদের বাসা ভাড়া বাড়ানোর জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার সংসদ সদস্য ভবনগুলোর ভাড়া বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। বুধবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এ বি তাজুল ইসলাম, আশেক উল্লাহ রফিক, কাজী নাবিল আহমেদ, খাদিজাতুল আনোয়ার, এস. এম. শাহজাদা, সাজ্জাদুল হাসান ও এ কে এম মোস্তাফিজুর রহমান। বৈঠকে ন্যাম ভবনের জমি ব্যবহার করে দ্রুততম সময়ে আন্ডারপাস নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এ লক্ষ্যে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়, যেখানে সাজ্জাদুল হাসানকে আহ্বায়ক করে কাজী নাবিল আহমেদ ও এস.এম শাহজাদাকে সদস্য করা হয়।  এছাড়া, রাজধানী উচ্চ বিদ্যালয়ে গাড়ির হাট না বসাতে এবং স্কুল কার্যক্রমের বাইরে কোনো অনুষ্ঠান হলে জাতীয় সংসদের নিরাপত্তা শাখার সুপারিশক্রমে করার জন্যও সুপারিশ করে কমিটি। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  
১৩ মার্চ ২০২৪, ১৬:০০

বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড, অতঃপর... 
রংপুরে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ২টায় নগরীর সরদারপাড়া থেকে তাদের আটক করা হয়। একই দিন বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তররা হলো নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের (বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় বহিষ্কৃত) সাবেক সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার। পুলিশ জানায়, সরদারপাড়ার বাসিন্দা মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জের বীনা রানী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন। এই খবরে স্থানীয়রা সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় বীনা পালিয়ে যায়। রংপুর কোতোয়ালি থানার ওসি মোতাসিম বিল্লাহ গণমাধ্যমকে জানান, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল তারা। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭

বিশ্ব ইজতেমা : বিমানযাত্রীদের আগেভাগে বাসা থেকে বের হতে অনুরোধ
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার (২ ফেব্রুয়ারি)  জুমার দিন ভোর থেকে শুরু হয়েছে।  ফলে গতকাল (বৃহস্পতিবার) থেকেই বিমানবন্দর এলাকা দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে ইজতেমার ময়দানে যেতে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় বেড়েছে, চাপ বেড়েছে সড়কেও। এ অবস্থায় যানজটের আশঙ্কা থেকে বিমানযাত্রীদের আগেভাগে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের এয়ারলাইনসগুলো তাদের যাত্রীদের খুদেবার্তা ও ইমেইলের মাধ্যমে এ তথ্য জানায়।  এতে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সবাইকে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে আগেই রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।  এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়