• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজকের খেলা
সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফাইনালে আজ (১০ মার্চ) ভারতের মুখোমুখি বাংলাদেশ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রতিপক্ষ ম্যান সিটি। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপ : ফাইনাল বাংলাদেশ–ভারত                               বিকেল ৩টা ১৫ মিনিট, স্পোর্টস ওয়ার্কস ইউটিউব ইংলিশ প্রিমিয়ার লিগ  অ্যাস্টন ভিলা–টটেনহাম          সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট হাম–বার্নলি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ লিভারপুল–ম্যানচেস্টার সিটি     রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেল্‌তা ভিগো রাত ১১টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল বুন্দেসলিগা  ফ্রাঙ্কফুর্ট–হফেনহাইম রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ লেভারকুসেন–ভলফসবুর্গ                   রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ পাকিস্তান সুপার লিগ ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস বিকেল ৩টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস             লাহোর কালান্দার্স–কোয়েটা গ্ল্যাডিয়েটরস                     রাত ৮টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস    মেয়েদের আইপিএল দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, স্পোর্টস ১৮–১
১০ মার্চ ২০২৪, ১২:২৫

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শহর দখলের দাবি আরাকান আর্মির
বাংলাদেশ-ভারত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের পালেতওয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে তারা। খবর রয়টার্সের। আরাকান আর্মির মুখপাত্র রোববার রাতে জানিয়েছেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দর শহর পালেতওয়া জয় করেছে। শহরটি প্রতিবেশী দেশগুলোর (বাংলাদেশ ও ভারত) সঙ্গে বাণিজ্যের চাবিকাঠি।  আরও পড়ুন : ‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’   তিনি বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করব। খাইন থু খা আরও জানান, তারা শিগগিরই ওই এলাকার প্রশাসনিক ও আইন-শৃঙ্খলার দায়িত্ব নেবে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি মিয়ানমারের জান্তা সরকার। উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির কাছ থেকে মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। কিন্তু এর আগেই যোদ্ধারা রাখাইনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল।  দুই বছর আগে আরাকান আর্মি রাজ্যের ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছিল। 
১৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়