• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
কুল-বিএসপিএ-২০২৩ বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান জায়গা করে নিয়েছেন। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে নারী ক্রিকেটার ফারজানা হক পিংকিও আছেন। এই দুই ক্যাটাগরির সেরাদের নাম পুরস্কার প্রদান মঞ্চে ঘোষণা হবে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।  এ সময় বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান ও বাছাই উপ-কমিটির চেয়ারম্যান পরাগ আরমান উপস্থিত ছিলেন। ২০২৩ সালের জন্য ১৬ ক্যাটাগরিতে ১৮ ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের সঙ্গে থাকছে অর্থ পুরস্কারও। আগামী রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিতব্য   কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। বর্ষসেরা ছাড়া ক্যাটাগরি ভিত্তিক অন্য পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা পুরুষ ক্রিকেটার– নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা নারী ক্রিকেটার– ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার– রাকিব হোসেন, অ্যাথলেট– ইমরানুর রহমান, সেরা বক্সার– সেলিম হোসেন, সেরা শুটার– কামরুন নাহার কলি, সেরা টেবিল টেনিস খেলোয়াড়– রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ– শেখ মোরসালিন (ফুটবল)।    বর্ষসেরা দল : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ : আলফাজ আহমেদ (ফুটবল), বিশেষ সম্মাননা : মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক : মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন) ও সেরা সংগঠক: হাবিবুর রহমান (কাবাডি)।
১৮ এপ্রিল ২০২৪, ২৩:৩৫

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের বর্ষসেরা রাচিন রবীন্দ্র
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন কিউই তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এ ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজগুলোতেই বেশ ছন্দে ছিলেন তিনি। যার ফলে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রাচিন।  নিউজিল্যান্ড ক্রিকেটে সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি দেওয়া হয় বর্ষসেরা ক্রিকেটারকে। পুরুষদের ক্রিকেটে পুরস্কারটির নাম রাখা হয়েছে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। নিউজিল্যান্ডে সর্বকনিষ্ঠ হিসেবে এই পদক জেতা প্রথম ক্রিকেটার এখন রবীন্দ্র।  আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় একটি বছর কাটিয়েছেন ২৪ বছর বয়সী রবীন্দ্র। ৬৪ গড়ে ৫৭৮ রান করেছেন। রয়েছেন তিনটি সেঞ্চুরি! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জিততেও ছিল তার ভূমিকা। বে ওভালে তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এই সিরিজ জিততে অবদান রেখেছে। এ ছাড়াও নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসন জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। ৫৬ গড় ও চার সেঞ্চুরিতে ৬ টেস্টে এ সময় সংগ্রহ করেছেন ৬১৯ রান। তাছাড়া ড্যারিল মিচেল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও মিচেল স্যান্টনার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন।     অন্যদিকে নারীদের ক্রিকেটে দেওয়া হয় বর্ষসেরার ডেবি হকলি মেডেল। এটি জিতেছেন অ্যামেলিয়া কার। তাও আবার টানা দ্বিতীয় বছরের মতো! পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। 
১৩ মার্চ ২০২৪, ২৩:২৯

দেশে টিকটকের বর্ষসেরা ক্রিয়েটর আয়মান-মুনজেরিন
বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক ২০২৩’। প্রতিবছর টিকটকে সেরা ভিডিও নির্মাতাদের নিয়ে করা হয় এই আয়োজন। এতে পুরস্কার বিতরণী ও সম্মাননা জানানো হয়। এবার বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক। এ ছাড়া শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন। শুক্রবার রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইয়ার অন টিকটক’। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মুনজেরিন শহীদসহ দেশের অনেক পরিচিত ভিডিও নির্মাতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এ বছর ‘ইয়ার অন টিকটক’–এ ভিডিও নির্মাতাদের বিভিন্ন শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। গত বছরের জন্য ‘ক্রিয়েটর অব দ্য ইয়ার ২০২৩’ পুরস্কার পেয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। এ ছাড়া এডুকেশন বা শিক্ষণীয় ভিডিও শ্রেণিতে পুরস্কার জিতেছেন মুনজেরিন শহীদ ও স্পোর্টস শ্রেণিতে নিয়ন অন। ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘স্টাইল হাট’। ফুড ক্রিয়েশনে ‘ফুডখোর’, ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য ‘আমার বাংলাদেশ’ শ্রেণিতে ‘দ্য মাহিম মেইকস’, লং ফর্ম কনটেন্ট ক্রিয়েটর শ্রেণিতে ‘রবিন রাফান’ পুরস্কার পেয়েছেন। বিউটি ক্রিয়েশন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ‘লাইফ ইজ মেও’ এবং বেস্ট ইউজ অব লোকেশন ট্যাগিং বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন তানহা ইসলাম।
২৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৩

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার প্যাট কামিন্স
গেল বছরটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। দল কিংবা ব্যক্তিগত সব মিলিয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়ে অজিদের জিতিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নের শিরোপা, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ। এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করেছে আইসিসি। বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে তার সতীর্থ ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও ছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী সবাইকে ছাপিয়ে এই পুরস্কার নিজের করে নিলেন ডানহাতি এই পেসার। এদিকে ছেলেদের ওয়ানডেতে বিরাট কোহলি এবং টেস্টে উসমান খাজা বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। ২০২৩ সালে ২৪ ম্যাচে বল হাতে ৫৯ উইকেট শিকার করেছেন কামিন্স। এ ছাড়া ব্যাট হাতে ৪২২ রান করেছেন ৩০ বছর বয়সী কামিন্স। অন্যদিকে সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ‘র‍্যাচেল ফ্লিন্ট’ ট্রফি জিতলেন ৩১ বছর বয়সী সিভার। এ ছাড়া মেয়েদের ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু।
২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৫

আলোচিত সেই খাজাই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
গাজায় ফিলিস্তিনদের ওপর হামলা প্রতিবাদের জেরে বেশ কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উসমান খাজা। এর আগে পার্থ টেস্টে জুতায় ‘অল লাইভস আর ইকুয়েল’ ও ‘ফ্রিডম ইজ অ্যা হিউম্যান রাইটস’ লিখে খেলতে চেয়েছিলেন অজি এই ওপেনার।  তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নীতিবিরোধী হওয়ায় সেই জুতা পরে মাঠে নামা হয়নি তার। যদিও আইসিসি থেকে বারবার তিরস্কৃত হয়েও নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হননি তিনি। এবার তাকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ২০২৩ সালের সেরা টেস্ট ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেরার লড়াইয়ে সতীর্থ ট্রাভিস হেড, ইংল্যান্ডের জো রুট ও ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলেছেন খাজা। ২০২৩ সালে ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স করেন উসমান খাজা। অজিদের জার্সিতে ১৩ ম্যাচে ৫২ দশমিক ৬০ গড়ে ১ হাজার ২১০ রান করেন তিনি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং ৬টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এর আগে, টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন খাজা। উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের মাঝপথেই সুসংবাদ পেলেন তিনি। 
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:৩৪

টানা দ্বিতীয়বার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার
ওয়ানডে ক্রিকেটে নিজেকে মেলে ধরতে না পারলেও টি-টোয়েন্টি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছে ভারতীয় মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। যার স্বীকৃতিস্বরূপ টানা দুই বার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে বিদায়ী বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভারতের সূর্যকুমার যাদব ছাড়াও জায়গা পেয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও উগান্ডার রমজানি। তবে শেষ পর্যন্ত ভারতীয় এই ব্যাটারের হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে অপরাজিত ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের শেষ টি-টোয়েন্টিতেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার। এ ছাড়াও আগ্রাসী সব ইনিংস খেলে ভারতকে একের পর এক ম্যাচ জিতিয়েছেন তিনি। ফলে পুরস্কার জেতার দৌড়ে সবার থেকে এগিয়ে সূর্যকুমার। অন্যদিকে দল খারাপ করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সিকান্দার রাজা। ১১ ইনিংসে ৫১ দশমিক ৫০ গড়ে ৫১৫ রান করেছেন রাজা। স্ট্রাইকরেট ছিল ১৫০ দশমিক ১৪। বল হাতেও নিজের জাত চিনিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। ১৪ দশমিক ৮৮ বোলিং গড়ে উইকেট নিয়েছেন ১৭টি। ইকোনমি রেটটাও দারুণ, ৬ দশমিক ৫৭। সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাপম্যান ১৭ ইনিংসে ৫০ দশমিক ৫৪ গড়ে করেছেন ৫৫৬ রান। অন্যদিকে চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতা করবে আফ্রিকা অঞ্চল থেকে বাছাইয়ে যোগ্যতা অর্জন করা উগান্ডা। দলকে বড় মঞ্চে পৌঁছে দেওয়ার পথে দারুণ কৃতিত্ব ছিল রমজানির। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে উগান্ডার ৫ উইকেটের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সিকান্দার রাজাদের দেওয়া ১৩৭ রান তাড়া করতে নেমে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি।
২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮

বিশ্বকাপ জিতেও আইসিসির বর্ষসেরা একাদশে নেই স্টার্ক-কামিন্স
চলতি মাসের শুরুতে ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন দিয়েছিল আইসিসি। সেই তালিকা থেকে এবার বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া দল থেকে একাদশ থেকে জায়গা পেয়েছে আট জন ক্রিকেটার। তবে সব ভারতের সর্বোচ্চ ছয় ক্রিকেটার জায়গা পেয়েছেন আইসিসির সেরা একাদশে। অপরদিকে বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার থেকে বেছে নিয়েছেন দুই ক্রিকেটারকে। সোমবার (২৩ জানুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে আইসিসি। আইসিসির বেছে নেওয়া দলের অধিনায়ক ভারতের রোহিত শর্মাই। সেই সঙ্গে ওপেনার হিসাবেও রয়েছেন শুভমান গিল। ভারতের দুই ওপেনারকেই রেখেছে আইসিসি। ফাইনালে শতরান করা অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে রাখা হয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করায় মিডল অর্ডার সামলানোর দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। অলরাউন্ডার জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেন। বাঁহাতি পেসার প্রয়োজনে ব্যাট হাতেও দলে হাল ধরতে দেখা গেছে। আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে রয়েছেন চার বোলার। তার মধ্যে দুজন স্পিনার ও দুজন পেসার। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা গোটা বছর ভালো বল করেছেন। সেই সঙ্গে রয়েছেন তিন ভারতীয় বোলার। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি। এবারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন। দলকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েও বর্ষসেরা একাদশে জায়গা পাননি অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার মিচেল স্ট্রাক।  আইসিসির বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রেভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেইনরিখ ক্লাসেন, মার্কো জেনসেন, অ্যাডাম জাম্পা, মোহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি।
২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার জায়গা পেয়েছিলেন। এবার বর্ষসেরা ওয়ানডে দলেও বরাবরের মতো ভারতীয়দেরই আধিপত্য। অধিনায়ক রোহিত শর্মাসহ মোট ৬ জন ক্রিকেটার রয়েছেন ৫০ ওভারের ফরম্যাটে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের বছর হওয়ায়, বৈশ্বিক মহারণের পারফরম্যান্স খুব ভালোভাবেই প্রভাব রেখেছে। ১১ জনের দলে ৬ জনই ভারতীয়। ভারত ছাড়া অন্য তিন দেশের ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে দলপতি হিসেবে জায়গা পেয়েছেন রোহিত শর্মা। বিশ্বমঞ্চে বেশ ছন্দে ছিলেন ভারতীয় অধিনায়ক। ৫০০-এর বেশি রান করেছেন ঘরের মাঠে বৈশ্বিক আসরে। একই সঙ্গে রয়েছেন কিং কোহলিও। ওয়ানডে বৈশ্বিক মহারণে সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। এ ছাড়া বছরজুড়ে করেছেন এক হাজার ৩৭৭ রান। এই দুই ভারতীয় ছাড়াও শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। এদিকে ভারত বিশ্বকাপ জয়ী অধিনায়ক হলেও একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। তবে ফাইনালের নায়ক ট্রাভিস হেড এই দলে রয়েছেন। হেডের পাশাপাশি অ্যাডাম জাম্পাও জায়গা পেয়েছেন।  এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও হেইনরিখ ক্লাসেন এবং নিউজিল্যান্ডের ডেরিল মিচেল এই দলে জায়গা পেয়েছেন। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ডেরিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি।  
২৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৬

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশি নাহিদা
গত বছর ঘরের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ ছাড়াও দাক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছিল নিগার সুলতানা। দলের এমন অর্জনে বল হাতে দুর্দান্তভাবে ভূমিকা রেখেছিলেন নাহিদা আক্তার। সেই পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।  গত বছর ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে গত বছর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন নাহিদা। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে। নাহিদা হতাশ করেননি তাতে। পাঁচ বলে ৭ রান দিয়ে শিকার করেছেন দুই উইকেট। বাংলাদেশও পায় সহজ এক জয়। এছাড়া প্রথম ও তৃতীয় ম্যাচে নেন তিনটি করে উইকেট।   ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজেও নাহিদার পারফরম্যান্স ছিল দারুণ। তিন ম্যাচে ১৫ গড়ে তার শিকার ছয় উইকেট।   অন্যদিকে বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এ ছাড়া নিউজিল্যান্ডের দুই, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার আছেন একাদশে। বর্ষসেরা একাদশ: ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কের, বেথ মুনি, নাহিদা আক্তার, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ন্যাট সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক ও লিয়া তাহুহু।
২৩ জানুয়ারি ২০২৪, ২০:২৪

ফিফার বর্ষসেরা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড পেল ব্রাজিল
বর্ণবাদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে লড়াই করছেন ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এ নিয়ে বেশ স্বোচ্চার। দেশটির ফুটবল ফেডারেশনও তাকে সমর্থন দিয়েছে। বর্ণবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের জন্য এবার ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল জাতীয় দল। সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ব্রাজিলের পক্ষে ফেয়ারপ্লের পুরস্কারটি নিতে সাবেক সতীর্থদের সঙ্গে মঞ্চে উঠেছিলেন দেশটির কিংবদন্তি রাইটব্যাক কাফু। তিনি বলেন, এই পুরস্কারের জন্য ব্রাজিলের খেলোয়াড়দের অভিনন্দন। পৃথিবীতে অসমতার কোনো জায়গা নেই। ফুটবল সমাজে সমতা নিয়ে আসতে পারে। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলার, নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক, বর্ষসেরা নারী ও পুরুষ কোচ, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি।  অপরদিকে ফিফার বর্ষসেরা)নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো। এছাড়া সেরা কোচের পুরস্কার জিতেছেন ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা। প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্প্যালোত্তি কিংবা ফিলিপে ইনজাঘির চেয়ে অনেক বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন তিনি। সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান। অন্যদিকে সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার। মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ফিফা দ্য বেস্ট পুরস্কার। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর  থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়