• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
আন্দোলন থামবে না : ফখরুল
বিএনপির আন্দোলন কখনই নস্যাৎ হয়নি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধীরে ধীরে ইটের ওপর ইট গেঁথে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আন্দোলন থামবে না। শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।  মির্জা ফখরুল বলেন, বিএনপি ডান-বাম সবগুলো দলকে এক করে আন্দোলন করছে। অনেকেই ভাবছেন বিএনপির আন্দোলনে ২৮ অক্টোবরের পর নস্যাৎ হয়ে গেছে, কখনই না। আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, গোটা দেশ ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। সরকার সবকিছু তছনছ করে দিচ্ছে। বর্তমান সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায়নি। মনে হয় না এটা স্বাধীন রাষ্ট্র, মনে হয় ফ্যাসিবাদী রাষ্ট্র। বিএনপির এই নেতা বলেন, আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য ও জনগণের শক্তির মধ্য দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) যৌথভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে।  ইফতারে বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন।
০৫ এপ্রিল ২০২৪, ২০:২৯

‘গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া, গণতন্ত্র পূর্ণতা পাবে না’ 
গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া, গণমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্রের পূর্ণতা পাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শুক্রবার (১ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সকল বাস্তবতায় আমরা গণমাধ্যমকে পূর্ণাঙ্গভাবে সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যতক্ষণ না গণমাধ্যম শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে আমরা সঙ্গে আছি। সেক্ষেত্রে আমরাও আপনাদের কাছ থেকে একই ধরনের সহযোগিতা চাই। কিভাবে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, গণমাধ্যম এবং সরকারের মধ্যে সমন্বয় করে গণমাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা এবং আরো শক্ত ভিত্তির ওপর আমাদের গণমাধ্যমকে দাঁড় করানো যায় সে চেষ্টা করতে পারি।  প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম কিভাবে সরকারকে সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে জবাবদিহিতায় আনতে পারে, এমনকি সমালোচনাও করতে পারে সেটিকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে আমি যে কথাটি গত কিছুদিন ধরে বলে আসছি এবং এখনো বলছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে ওই গুজব ও অপ্রপ্রচার প্রতিরোধ করতে চাই। এ দিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমজাকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, সাংবাদিকতায় অনেক সময় নিরপক্ষেতার কথা বলতে গিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়া হয়। সবক্ষেত্রে নিরপেক্ষতা হয় না। কারণ হত্যা এবং হত্যাকারীর বিষয়ে অপরাধীর পক্ষ নেওয়া যাবে না। তখন সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। এ ক্ষেত্রে আমরা যেন বস্তুনিষ্ঠতা বজায় রাখি। অন্যায়কে কখনো প্রশ্রয় দেবো না। দীপু মনি বলেন, সত্যের পথ অনেক কষ্টের। যে কোন পেশার লোকজনের জন্যই সত্যের পথে থাকা খুবই কঠিন। যুগ পরিবর্তন হচ্ছে, পেশাগত কাজে আমাদের পরিবর্তন আসছে। তাই যারা গণমাধ্যমে কাজ করছেন তাদেরকে প্রযুক্তির সঙ্গে নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে। গণমাধ্যমে যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিশ্চয়ই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুধাবন করেন এবং তা সমাধান করবেন। দীপু মনি বলেন, সাংবাদিকরা আমার খুবই আপনজন। কারণ বাবার কারণে শৈশব কেটেছে দৈনিক ইত্তেফাকের ছাপাখানায় ছুটোছুটি করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইত্তেফাকে জড়িত ছিলেন। আমি যখন চাঁদপুরে এসেছি তখন থেকেই সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত সেই সম্পর্ক অটুট রয়েছে। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় চাঁদপুরের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সাংবাদিক কবির বকুল এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজমুদারকে। প্রধান অতিথি পরে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী পরিষদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে কবির বকুলের লেখায় প্রেসক্লাবের থিমসং পরিবেশন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, এএইচএম আহসান উল্লাহ, বর্তমান সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ও কন্ঠ শিল্পী সজন সাহা।
০২ মার্চ ২০২৪, ১৭:৩৪

প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর গ্রন্থমোড়ক উন্মোচনে পররাষ্ট্রমন্ত্রী
ভারতের দিল্লিস্থ প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সভাপতি  গৌতম লাহিড়ী প্রণীত 'প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির - প্রেক্ষিত বাংলাদেশ' গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, তাঁর সাথে বঙ্গবন্ধু পরিবারের আন্তরিক বন্ধুত্ব ছিলো। দেশের সব ক্রান্তি লগ্নে প্রণব মুখার্জী আমাদের পাশে ছিলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রেসক্লাব অভ ইন্ডিয়ার তিনবার নির্বাচিত সভাপতি প্রথিতযশা সাংবাদিক গৌতম লাহিড়ী বাংলাদেশের বন্ধু। তাঁর এই তথ্যসমৃদ্ধ গ্রন্থ দু'দেশের অনন্য বন্ধুত্বের আরেক নজীর। বইটি সবাইকে পড়ে দেখার অনুরোধ জানাই।' বইমেলাকে মানুষের দুদণ্ড নিঃশ্বাস ফেলার মিলনমেলা হিসেবে বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, বইমেলার এই সংস্কৃতি এখন শুধু ঢাকা, চট্টগ্রাম নয় সারাদেশে ছড়িয়ে পড়েছে। বইপড়া মানুষের শ্রেষ্ঠ অভ্যাস। মোড়ক উন্মোচন মঞ্চে এ সময় গ্রন্থের লেখক গৌতম লাহিড়ী, ভুমিকা রচয়িতা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. আতিউর রহমান তাদের বক্তব্যে বইটির উপজীব্য তুলে ধরে সকলকে পাঠের আহবান জানান। একুশে পদকে ভুষিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বইটির প্রকাশক আল হামরা প্রকাশনীর সত্ত্বাধিকারী খান মুহম্মদ মুরসালিন প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬

জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি আরটিভির রাশেদুজ্জামান, সম্পাদক মিজানুর রহমান
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ত্রি-বাষিক নিবার্চন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক পদে বিটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টুসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচনে দায়িতাপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমিন এ ফলাফল ঘোষণা করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল হক জুয়েল, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনি, অর্থ সম্পাদক জাগরণী টিভির জেলা প্রতিনিধি শীতল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আল মামুন, দপ্তর সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব আরমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি পুলক কুমার সরকার, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক দৈনিক সোনার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়