• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রী পাঁচবাড়িয়া রবিন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা ডাকাতি করতে এসে ব্যর্থ হয়ে গুলি করে। আমাদের আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটছে। গুলিবিদ্ধরা হলেন মৃত কানু বিশ্বাসের ছেলে লক্ষ্মণ কুমার বিশ্বাস (৩৭), বিবেক মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২২) ও মৃত জ্ঞানেন্দ্রনাথ মণ্ডলের ছেলে রুপ কুমার মণ্ডল (৩২)। এ ছাড়াও অস্ত্রের আঘাতে বিবেক চন্দ্র মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রবীন্দ্রনাথ মণ্ডলের বড় ছেলে প্রদীপ কুমার মণ্ডল বলেন, গত রাত ২টার পরে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের বাড়ির পেছনের গেটের তালা ভেঙে প্রবেশ করে। পরে বাড়ির ভেতরের একটা দরজা ভেঙে ঘরে ডুকে আমার মা, বাবা ও ভাইসহ ৭ জনকে অস্ত্র দেখিয়ে ডাকাতি করার চেষ্টা করে। আমি কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন সন্ত্রাসীরা পিছনে গেট দিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, আমার ছোট ভাই ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চায়। পরে কসবামাজাই ফাঁড়ির পুলিশ আসে। সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে বলে গেছে, ৫ লাখ টাকা চাঁদা না দিলে পরেরবার এসে গুলি করে মেরে ফেলব। এখন আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।  
১২ এপ্রিল ২০২৪, ০২:০৩

হত্যাচেষ্টা মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে
হত্যাচেষ্টা ও অর্থ ছিনতাইয়ের মামলায় রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে হাজিরা দিতে গেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ। রেজাউল করিম রেজা পাংশা পৌর শহরের ৯নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের খালেক শেখের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পাংশা পৌর শহরের আজিজ সরদার বাসস্ট্যান্ডে একটি মারামারির সময় ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সময় তাপস কুমার পাল (৫০) নামের এক ব্যক্তি আহত হন। পরে তাপস কুমার পাল বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।  অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, মারামারি ও ছিনতাইয়ের একটি মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার রেজা আদালতে হাজিরা দিতে আসলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ মার্চ ২০২৪, ০৯:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়