• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
৬ ঘণ্টা বিলম্বে ছাড়ল সিল্কসিটি ট্রেন,  দুর্ভোগ চরমে
পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দেরিতে ছাড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। হঠাৎ এমন বিলম্ব হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিশেষ করে জরুরি কাজে যাওয়া যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। এছাড়াও রোগী বা শিশুসহ ভ্রমণকারীদের পোহাতে হয়েছে নানা দুর্ভোগ। সাধারণত ছোটখাটো সমস্যার কারণে ৫-১০ মিনিট লেট হতে পারে। কিন্তু সেখানে সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও ছয় ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়েছে আন্তঃনগর ট্রেনটি। শনিবার (৪ মে) সকালে যাত্রা শুরুর মাত্র কয়েক মিনিট আগে জানানো হয় ট্রেনটি কিছুটা বিলম্বে রাজশাহী ছেড়ে যাবে। কিন্তু ছয় ঘণ্টা বিলম্বে ৭টা ৪০ মিনিটের ট্রেন ছেড়ে গেছে দুপুর ১টা ৪৫ মিনিটে। সিল্কসিটি এক্সপ্রেসের এক যাত্রী বলেন, এ ট্রেন প্রায়ই ছেড়ে যেতে ৫-১০ মিনিট দেরি হয়। তবে আজকে মাত্রা ছাড়িয়ে গেছে। এখন মাঝপথে দেরি না হলেই হয়। আরেক যাত্রী বলেন, ছয় ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু হলে তা যাত্রীদের জন্য অসহনীয় পর্যায়ে যায়। আবার যারা এই ট্রেনে যারা ফিরবে তাদেরই বা কি অবস্থা হবে ভাবা মুশকিল। বিশেষ করে বয়স্ক বা শিশুদের নিয়ে যারা ভ্রমণ করে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, গাজীপুরের দুর্ঘটনার কারণেই শিডিউল বিপর্যয়ে পড়েছে। ৭টা ৪০ মিনিটের ট্রেন ১টা ৪৫ মিনিটে ছেড়েছে। এছাড়াও বনলতা এক্সপ্রেস পৌনে দুই ঘণ্টা বিলম্বে গেছে, পদ্মা এক্সপ্রেসও তিন ঘণ্টা বিলম্ব হতে পারে, আর ধূমকেতু এক্সপ্রেসের কথা বলা যাচ্ছে না এখনও। আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, দুর্ঘটনার কারণে সব এলোমেলো হয়ে গেছে। ট্রেনের ছুটিগুলো না আসলে শিডিউল ঠিক হবে না। আর বঙ্গবন্ধু সেতুর কারণে অনেক লেট হয়ে যাচ্ছে। যেখানে আগে তিনটা গাড়ি রাখতে পারতাম সেখানে এখন একটা গাড়ি রাখতে পারি। আরেকটা লাইন দিয়ে একটা গাড়ি ছাড়তে হয়। আগামী তিন মাসের মধ্যে এটার সমাধান হবে না। তিনি আরও বলেন, আজকে আমি সিল্কসিটি বাতিল করতে চেয়েছিলাম, এক হাজার টিকিটের মধ্যে ৪০০-৫০০ রিফান্ড করে ফেলেছে। কিন্তু ঢাকা থেকে ফিরতি টিকিট কেউ রিফান্ড করছে না, সেজন্য ট্রেন ছাড়া হয়েছে।
০৪ মে ২০২৪, ১৬:৫৮

চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে চট্টগ্রামে।  রোববার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই অবরোধ শুরু হয়েছে। সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। এ ছাড়া তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।  চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান মালিক-শ্রমিক যৌথ কমিটির আহ্বায়ক খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে সভা হয়। এতে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার, মালিক-শ্রমিকদের মুক্তি, সড়কে অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করা, বিভিন্ন জায়গায় বাস আটকে রাখার প্রতিবাদ ও চুয়েটে পুড়িয়ে দেওয়া তিনটি বাসের ক্ষতিপূরণের দাবিতে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ পরিবহন মালিক সমিতির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।
২৮ এপ্রিল ২০২৪, ১৩:৪২

মোরেলগঞ্জে স্টিলব্রিজের সঙ্গে আটকে গেলো বাস, যাত্রীদের দুর্ভোগ 
সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বাগেরহাটের মোরেলগঞ্জ স্টিলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি দূরপাল্লার পরিবহন আটকে গেছে।  বুধবার (১৭ এপ্রিল) ভোরে ঢাকা থেকে শরণখোলাগামী জিএমএস পরিবহনের গাড়িটি এ দুর্ঘটনার কবলে পড়ে।  সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকে মোরেলগঞ্জ ও শরণখোলা থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ঈদযাত্রার ৭০-৮০টি পরিবহন আটকে রয়েছে। এতে ঈদের ছুটি শেষে ঘরে ফেরা কমপক্ষে ৩ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। অনেকে ফিরে গেছেন। বুধবার সকাল ৮টার দিকে বিভিন্ন কোম্পানি কিছু বাড়তি গাড়ি জোগাড় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে।  এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িতে কোন যাত্রী ছিলোনা। গাড়ি রেখে এর চালক, সকলে পালিয়ে গেছেন। 
১৭ এপ্রিল ২০২৪, ১৫:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়