• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo
ভোট জালিয়াতি, দুই হাতে টাকার বান্ডেলসহ ইউপি চেয়ারম্যান আটক
বলা হয় চোরের দশদিন গেরস্থের একদিন। চুরি, বাটপারি ও জালিয়াতি- এর সবই বহু পুরনো রোগ। আর এই রোগ সবার মগজে না থাকলে, যারা ভেজাল স্বভাবের অধিকারী তাদের মগজেই এর বাস। এমনই এক ভেজাল মগজের অধিকারী সিরাজগঞ্জের ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।  ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ধরা পড়েন নগদ ৯৪ হাজার টাকাসহ। আজ্ঞে না! আপনারা যা ভাবছেন তা নয়। তিনি চুরি করে নয় ধরা পড়েছে সমাজসেবা করে। আর এইটা কোন সাধারণ সমাজসেবা না, নিজের পক্ষে ভোট কেনার জন্য তার এই সমাজসেবা।  বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। টাকা দিয়ে ভোট কেনার সময় এই চেয়ারম্যান প্রার্থীকে আটক করে পুলিশ।  আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি এ উপজেলায় দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দিন জানান, ভোটকেন্দ্রের পাশেই দোয়াতকলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করে।   এদিকে টাকা দিয়ে ভোট কেনার এ অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় ভোটাররা।  
০৯ মে ২০২৪, ১৭:০৫

সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও শোনানো হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিয়া এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুজনের নাম রমজান আলী (২৭) ও বনী ইসরাইল (৩২) বলে জানা গেছে। তাদের দুজনের বাড়িই রাজশাহী জেলার গোদাগাড়ি পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লায়। আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা  (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২১ মে র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার রোড গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় র‌্যাবের কাছে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দুইজন ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসে তল্লাশি চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বনী ইসরাইলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের ওই দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
০৯ মে ২০২৪, ১৪:৩৩

পাবনার দুই উপজেলায় নতুন মুখ, একটিতে পুরাতন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন এবং বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। সুজানগর‌ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব (মোটরসাইকেল) ৬২ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮ হাজার ৪৪২ ভোট। সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (কাপ-পিরিচ) ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭১২  ভোট। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজলা আ'লীগের সাবেক সভাপতি  আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার পেয়েছেন ১৪ হাজার ১৭৪  ভোট। এছাড়া বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু (হেলিকপ্টার) ২৯ হাজার ৬৮৯  ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও  সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন (ঘোড়া) পেয়েছেন ২৩ হাজার ৭৬৬ ভোট। এই উপজেলার আরেক নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজার হোসেন পেয়েছেন ১৯ হাজার ৬২২ ভোট। এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এই তিন উপজেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। ভোটার উপস্থিতি ছিল কম, তবে সুজানগর উপজেলায় ভোটার উপস্থিতি ছিল তুলনামুলক বেশি। তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন‌ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাঁথিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাঁথিয়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ - ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন আর মহিলা ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ১ জন। বেড়া উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৬৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪১৮ জন। মহিলা ১ লাখ ১০ হাজার ৭ লাখ ৩৪ জন এবং সুজানগর উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৭২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৫ জন‌ মহিলা ১ লাখ ১৮ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।  
০৯ মে ২০২৪, ০১:২১

মানিকগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
 মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান। তিনি পেয়েছেন ৩১ হাজার ৮৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাদ্দাম হোসেন পেয়েছেন ২০ হাজার ১৬৪ ভোট। বিএনপি থেকে বহিস্কৃত জাহিদুর রহমান তুষার পেয়েছেন ৯ হাজার ৪০০ ভোট। অপর দিকে সিঙ্গাইর উপজেলা পরিষদ  নির্বাচনে ৪৭ হাজার ৯৮৮ ভোট পেয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ খান পেয়েছেন ৩৮ হাজার ২১৪ ভোট। অন্য প্রার্থী আবদুল হাকিম পেয়েছেন ৬ হাজার ৪০০ ভোট। হরিরামপুরে ভাইস চেয়ারম্যান পদে ১৯ হাজার ১০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. বিল্লাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি থেকে বহিস্কৃত মোশাররফ হোসেন পেয়েছেন ১৫ হাজার ১৬৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার চায়না ২৯ হাজার ৩৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসনা বেগম পেয়েছেন ২০ হাজার ৫০১ ভোট। সিঙ্গাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ৪৫ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আবদুস সালাম পেয়েছেন ৩০ হাজার ৬২৯ ভোট এবং বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৬ হাজার২১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৯ হাজার ৬৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত আফরোজা খান লিপি পেয়েছেন ২২ হাজার ৮২৮ ভোট। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকতা মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, ‘জেলার দুটি উপজেলায়(সিংগাইর ও হরিরামপুর) সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনও ধরণে বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সকাল ৮ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেলে ৪ টায় শেষ হয়।  
০৯ মে ২০২৪, ০০:৩৮

ভোটে দাঁড়িয়ে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতার জয়
চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন দুই সাবেক বিএনপি নেতা। তারা দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এর কারণে ইতিমধ্যেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বহিষ্কার আদেশ মাথায় নিয়েই তারা শেষ পর্যন্ত ছিলেন ভোটের মাঠে। বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত মোহা: আশরাফ হোসেন আলিম, আনাসর প্রতিকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম আওয়ামীলীগের মো. হুমায়ূন রেজা, ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।  ভোলাহাট উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, আনোয়ারুল ইসলাম। তিনি চিংড়ি প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৮৪, তার নিকটতম আওয়ামী লীগের আব্দুল খালেক কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।   নাচোলে উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহা. আব্দুল কাদের। নির্বাচনে ঘোড়া প্রতিটি তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৯২টি। তার নিকটতম আরেক আওয়ামীলীগ নেতা মো. আবু রেজা মোস্তফা কামাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। ভোট গণনা শেষে বুধবার রাতে স্ব-স্ব উপজেলা থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।  
০৮ মে ২০২৪, ২৩:৫২

রাশিয়ায় দুই মার্কিন নাগরিক গ্রেপ্তার
দুটি ভিন্ন ফৌজদারি মামলায় এক সেনা সদস্যসহ দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ৷ সোমবার (৬ মে) মার্কিন সেনা সদস্যকে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের একটি আদালত চুরির অভিযোগে কারাদণ্ড দেয়৷ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মামলায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নেই৷ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টক শাখার উল্লেখ করে বলেছে, আমরা যতদূর জানি, এটি একটি সম্পূর্ণ দৈনন্দিন অপরাধ৷ সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ায় ফৌজদারি মামলাগুলো ভিন্ন কূটনৈতিক মাত্রা পেয়েছে৷ তালিকায় রয়েছে মাদক মামলায় আটক বাস্কেটবল তারকা বৃটনি গ্রিনারকে বন্দি বিনিময়ে মুক্তি দেয়া ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা৷  আরআইএ সংবাদ সংস্থার তথ্য অনুসারে, গ্রেপ্তার হওয়া মার্কিন সেনা সদস্যের নাম গর্ডন ব্ল্যাক৷ আরআইএ জানিয়েছে, তাকে কমপক্ষে ২ জুলাই পর্যন্ত আটক রাখা হবে৷ সোমবার (৬ মে) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও আটকের বিষয়টি নিশ্চিত করে৷ তবে তারা গ্রেপ্তার হওয়া সেনা সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি৷  নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া সেনা সদস্য দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন৷ রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্লাদিভোস্টকের শাখা জানিয়েছে, ৩২ বছর বয়সী এক রুশ নারী ৩৪ বছর বয়সী সন্দেহভাজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তাদের দুজনের দক্ষিণ কোরিয়ায় দেখা হয়েছিল৷ পরবর্তীতে মার্কিন নাগরিক তার সাথে দেখা করতে ভ্লাদিভোস্টকে যান৷ দুজনের মধ্যে এক পর্যায়ে তর্ক হয় ও পরে সেই নারী পুলিশে অর্থ চুরির অভিযোগ করেন৷ বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কিনে স্থানীয় একটি হোটেলে অবস্থানকালে মার্কিন ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়৷ ভিন্ন এক ঘটনায় মঙ্গলবার মস্কোর আদালত জানায়, উইলিয়াম রাসেল নাইকাম নামে এক অ্যামেরিকান নাগরিককে নৈরাজ্যের অভিযোগে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে৷
০৮ মে ২০২৪, ২৩:৪০

নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয়
প্রথম ধাপে নরসিংদীর দুই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।  বুধবার (৮ এপ্রিল) রাত ১০টার পরে জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম এই ঘোষণা দেন।  নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৭২৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাকির আনারস প্রতিকে ৫০৯১৫ ভোট পেয়েছেন। আনোয়ার হোসেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া পলাশ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। কাপ-পিরিচ প্রতীক নিয়ে সৈয়দ জাবেদ হোসেন ৩১৩৪৩ পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে ঘোড়াশাল পৌর মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ৩০৯৬৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ১ হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। প্রথম ধাপের নির্বাচনে ১১ হাজার ৫৫৬টি কেন্দ্র, ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষ, ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় বুধবার (৮ মে) ভোট অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।
০৮ মে ২০২৪, ২৩:২৮

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন চলাকালীন সময়ে দোয়াত কলম ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। হঠাৎ আক্রমণের শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা এদিক-ওদিক ছুটতে থাকে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ কর্মী আহত হন। এদিকে কেন্দ্রের ভেতর পুলিশ আনসার থাকলেও কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নেয় দুষ্কৃতিকারীরা এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।  মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাহিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
০৮ মে ২০২৪, ১৮:১৭

সরাইলে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে সাজা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।  তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই কেন্দ্রে তালা প্রতীকের পোলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকে (২৮) ভোটারদের ভোট দেওয়ার জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।  এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
০৮ মে ২০২৪, ১৫:৫৩

উপজেলা নির্বাচন / প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৮ মে) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর পর প্রথম দুই ঘণ্টায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশ। নির্বাচন কমিশন (ইসি) তথ্য অনুযায়ী- উপজেলায় এ পর্বে ভোটাধিকার প্রয়োগ করবেন দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ। প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ১৬০০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। এ ধাপে মোট এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ প্রার্থী এরই মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এদিকে, যৌথবাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করে ইসি। প্রথম ধাপে ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোট কক্ষে ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
০৮ মে ২০২৪, ১৩:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়