• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

টেকনাফে ১ লাখের বেশি ইয়াবাসহ মাদক কারবারি আটক 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ১৯:৫৭
টেকনাফে ১ লাখের বেশি ইয়াবাসহ মাদক কারবারি আটক 
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ঘাটে বিশেষ অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃত ব্যক্তি হলেন টেকনাফের কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে আবুল কালাম (৩৬)।

শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান এ তথ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ঘাট হয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই কোস্টগার্ডের একটি আভিযানিক দল ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। একপর্যায়ে ভোর হয়ে সকাল সাবরাং ইউনিয়নস্থ বাহারছড়া ঘাটে সমুদ্র থেকে আগত একটি ফিশিং বোটে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে দেখা যায়। কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছে থাকা একটি কাঁটা জেরিকেনে একলাখ পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে অপহরণ চক্রের প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক
রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে প্রধান বিচারপতি
X
Fresh