• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ১৯:৪৩
ছবি : সংগৃহীত

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠন ও ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আগামী শুক্রবার (১৭ মে) সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১০ মে) রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচিতে এ কথা জানান দলটির সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে। তালিকা তৈরি করে তাদের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এটা দেখানোর জন্য ছাত্রলীগকে মাঠে নামিয়েছে। অন্যদিকে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক স্থাপন করেছে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ বক্তব্য দেন।

পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভ দমনে চড়াও মার্কিন পুলিশ, হার্ভার্ডে শিক্ষার্থীদের বহিষ্কার
প্রতিযোগিতায় ইসরায়েলি গায়িকা, সুইডেনে প্রবল প্রতিবাদ
ভোমরা স্থলবন্দরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটের সিদ্ধান্ত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের ২ হাত ভেঙে দিলো কিশোর গ্যাং
X
Fresh