• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রেকর্ড উষ্ণতম জানুয়ারি পার করল বিশ্ব
২০২৪ সালে পৃথিবীর উষ্ণতম জানুয়ারি মাস দেখেছে বিশ্ব। চলতি বছরের জানুয়ারি মাস ১৯৫০ সাল থেকে সিথ্রিএস-এর তাপমাত্রা রেকর্ড তালিকায় সর্বোচ্চ। এর আগে উষ্ণতম জানুয়ারির রেকর্ড ছিল ২০২০ সালের। খবর রয়টার্স বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। গেল মাসটি উষ্ণতম জানুয়ারির ২০২০ সালে হওয়া আগের রেকর্ড ভেঙে দিয়েছে। সিথ্রিএস ১৯৫০ সাল থেকে মাসগুলোর তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটি উষ্ণতম জানুয়ারি ছিল। এর আগে ১৮৫০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে ২০২৩ এই গ্রহের সবচেয়ে উষ্ণতম বছর হয়েছিল। ২০২৩ শেষ হওয়ার পরপরই এল এই ব্যতিক্রমী মাস। মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং এল নিনো আবহাওয়া প্রপঞ্চ মিলে বিশ্বের তাপমাত্রা ক্রমাগত বাড়িয়ে তুলছে। এল নিনো প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের উপরিভাগের পানিকে উষ্ণ করে তুলছে। বিবিসি জানিয়েছে, ২০২৩ এর জুন থেকে প্রত্যেক মাসই বিশ্বের উষ্ণতম মাসের রেকর্ড করছে। সিথ্রিএসের উপপরিচালক সামান্থা বার্জেস বলেন, “রেকর্ডের উষ্ণতম জানুয়ারির পাশাপাশি ১২ মাস ধরে আমরা প্রাক-শিল্পযুগের সময়ের তুলনায় ১ দশমিক ৫ সেলসিয়াস বেশি তাপমাত্রার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি থামানোর একমাত্র পথ গ্রিনহাউজ গ্যাস নির্গমণ দ্রুত হ্রাস করা।” মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৪ সাল পূর্ববর্তী বছর থেকেও উষ্ণ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে আর অন্তত বিশ্বের উষ্ণতম পাঁচটি বছরের একটি হওয়ার ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬

৩১ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ৬৫৯ - খারেজীদের বিরুদ্ধে নহরওয়া যুদ্ধ সংঘটিত হয়। ১৬০০ - ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের ফরমান বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিষ্ঠিত হয়। ১৬০৬ - বৃটিশ সংসদ ভবন উড়িয়ে দেয়ার মূল ষড়যন্ত্রকারী গাই ফক্স আত্মহত্যা করেছিলো। ১৮৫৭ - রানি ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে পছন্দ করেন। ১৯০৯ - আমেরিকার বিখ্যাত ম্যানহাটন সেতু উদ্বোধন করা হয়। ১৯৪৩ - সোভিয়েত লাল ফৌজ ১৭ মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াইয়ের পর জার্মান দখল থেকে স্তালিনগ্রাদ পুনরুদ্ধার করে। ১৯৪৪ - হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৫০ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা নামে একটি বোমা তৈরির কর্মসূচির কথা ঘোষণা দেন। ১৯৫২ - মওলানা ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করা হয়। ১৯৬৮ - নাউরু স্বাধীনতা লাভ করে। ১৯৭২ - ঢাকায় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন। ১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা এবং ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনী ১৫ বছর পর স্বদেশভূমি ইরানে প্রত্যাবর্তন করেন। ১৯৮৩ - নাইজেরিয়ায় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। ১৯৯৯ - সুন্দরবনে ‘বিশ্ব ঐতিহ্য’ ফলক উদ্বোধন করা হয়। ১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বোরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন। ১৯৯৬ - শ্রীলঙ্কার কলোম্বতে বিস্ফোরকে ভরপুর একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়ে। এ বিস্ফোরণে প্রায় ৮৬ জনের মৃত্যু ঘটে ও ১৪শ জন আহত হয়। ২০০০ - প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট-২৬১ দূর্ঘটনার শিকার হয়। বিমানের ৮৮ জন যাত্রীর সলিল সমাধি হয়। ২০১২ - টয়োটা করোলা ৩৭ মিলিয়ন গাড়ি বিক্রি করে ইতিহাসে সবোর্চ্চ বিক্রিত গাড়ির রেকর্ড অর্জন করে। জন্ম: ১৭৬৯ - ফরাসি নভোচারী আন্দ্রে-জ্যাকুয়াস গার্নেরিন জন্মগ্রহণ করেছিলেন। ১৮৬৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডস জন্মগ্রহণ করেন। ১৮৮১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ আর্ভিং ল্যাংমিউয়র জন্মগ্রহণ করেন। ১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও রাজনীতিবিদ আলভা মাইরডাল জন্মগ্রহণ করেন। ১৯০৪ - ফোকলোর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ মুহম্মদ মনসুর উদ্দীন জন্মগ্রহণ করেন। ১৯২১ - বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী জন্মগ্রহণ করেন । ১৯২৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ রুডল্‌ফ ম্যোসবাউয়ার জন্মগ্রহণ করেন। ১৯৩৫ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক কেন্‌জাবুরো ওহয়ে জন্মগ্রহণ করেন। ১৯৪২ - ইতালিয়ান অভিনেত্রী ডানিলা বিয়াঞ্ছি জন্মগ্রহণ করেন। ১৯৪৫ - বাঙালি শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্য জন্মগ্রহণ করেন । ১৯৭৮ - ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রীতি জিন্তা জন্মগ্রহণ করেন। ১৯৮৫ - বাংলাদেশী ক্রিকেটার নাফিস ইকবাল জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৫৬১ - মোঘল সেনাপতি বৈরাম খাঁ মৃত্যুবরণ করেন। ১৯৩৩ - ইংরেজ সাহিত্যিক জন গলসওর্থাদি মৃত্যুবরণ করেন। ১৯৫৫ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ওয়াইএমসিএ নেতা জন মট মৃত্যুবরণ করেন। ১৯৬৮ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ছিলেন ড. সুশীল কুমার দে মৃত্যুবরণ করেন । ১৯৭২ - নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুর মৃত্যুবরণ করেন। ১৯৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ রাগ্নার ফ্রিসচ্‌ মৃত্যুবরণ করেন। ২০০৭ - আমেরিকান অভিনেতা লি বেরগেরে মৃত্যুবরণ করেন। ২০১২ - বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবীর মৃত্যুবরণ করেন। ২০১৪ - আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার জোনস মৃত্যুবরণ করেন ।
৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪

৭ জানুয়ারি সমকামী নির্বাচন হয়েছে: গয়েশ্বর 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন কারও কারও কাছে সমকামী নির্বাচন হয়েছে।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে মঞ্চস্থ নাটকে দেশের ৯৪ শতাংশ মানুষ আওয়ামী লীগকে না করে দিয়েছিল। এটা ডামি নির্বাচন ছিল। কারও কারও কাছে সমকামী নির্বাচন। তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে ভোটের শতকরা হিসাব বেশি দেখিয়েছে। তিনি বলেন, তারা আজ ৩টায় সংসদে বসছে, কিন্তু জনগণ তিরস্কার দিচ্ছে। যাদের লাজ-লজ্জা নেই, তাদের দ্বারাই এমন সংসদ গঠন করা সম্ভব।    তিনি আরও বলেন, বিএনপির লড়াই চলমান। কৌশল পরিবর্তন হয় আন্দোলনের ধরণ দেখে। অনেকে আজ হরতাল চাইলেও তা দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। চলমান আন্দোলন আরও গতিশীল করতে হবে।   বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, পুলিশ দিয়ে সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। অস্ত্র হাতে লড়তে জানি, বাধা আসলে বাধা অতিক্রমও করতে জানে বিএনপি। বর্তমান সরকার চীন-রাশিয়া-ভারতের সরকার।    তিনি বলেন, বিএনপির মহাসচিব ফখরুলকে আসনের লোভ দেখিয়ে কাজ না হওয়ায় তার জামিন হচ্ছে না। তবে বিএনপিতে নেতৃত্বের সংকট নেই। তারেক রহমানই বিএনপির নেতৃত্বে আছেন।
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:০৯

৩০ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
আজ মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৬৪১ -  মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজরা আত্মসমর্পণ করে। ১৬৪৮ -  মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৬৪৯ -  কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। ১৬৪৯ -  ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়। ১৮৪০ -  চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন। ১৮৮৯ -  ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সী আত্মহত্যা করে। ১৯০২ -  চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৩ -  হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে। ১৯৬৪ -  র‌্যাঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যাঞ্জার ৬ উৎক্ষেপণ করা হয়। ১৯৬৪ -  দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। ১৯৭২ -  সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন। ১৯৭২ -  কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করে। ১৯৭২ -  ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ করে। ১৯৮২ -  ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়। ১৯৮৯ -  আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করে। ১৯৯০ -  চেকোশ্লোভাকিয়ার পার্লামেন্টে ৪ দশক পর কমিউনিস্ট পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়। ১৯৯৪ -  পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান। ২০০০ -  আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ফ্লাইট ৪৩১ বিধ্বস্ত হয়ে ১৬৯ জন মৃত্যুবরণ করে। ১৮৮২ -  করেছিলেন ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি। ১৮৯৯ -  করেছিলেন ম্যাক্স টেইলের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান ভাইরাসবিদ। জন্ম: ১৯১৭ -  কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন। ১৯৩১ -  অস্ট্রেলিয়ান লেখক শার্লি হাযযারদ জন্মগ্রহণ করেন। ১৯৩৭ -  ইংরেজ অভিনেত্রী ভানেসসা রেডগ্রাভে জন্মগ্রহণ করেন। ১৯৪৯ -  নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও জীববিজ্ঞানী পিটার অ্যাগর জন্মগ্রহণ করেন। ১৯৮০ -  ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা জন্মগ্রহণ করেন। ১৯৮৯ -  স্প্যানিশ ফুটবল খেলোয়াড় টমাস মেজিয়াস জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৭৮৮ -  রোমে ব্রিটিশ রাজত্বের তরুণ উত্তরাধিকারী চার্লস এডওয়ার্ড স্টুয়ার্ন মত্যুবরণ করেন। ১৯২৮ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ চিকিৎসক জোহানেস ফিবিগের মৃত্যুবরণ করেন। ১৯৪৮ -  ভারতের স্বাধীনতার প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) নিহত হন। ১৯৭২ - প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান মৃত্যুবরণ করেন। ১৯৬৩ - ফরাসি সুরকার ফ্রান্সিস পউলেঞ্চ মৃত্যুবরণ করেন। ১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান ভিক্ষু ডমিনিক পিরে মৃত্যুবরণ করেন। ১৯৭৫ -  শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলী মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন। ১৯৯১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ জন বারডিন মৃত্যুবরণ করেন। ২০১৩ - বেলজিয়ান চিত্রশিল্পী রজার রাভীল মৃত্যুবরণ করেন। ২০১৪ - কানাডিয়ান অভিনেতা ক্যাম্পবেল লেন মৃত্যুবরণ করেন।  
৩০ জানুয়ারি ২০২৪, ০০:৪৬

২৯ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
আজ সোমবার, ২৯ জানুয়ারি ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৫২৮ -  মোগল সম্রাট বাবর চান্দেরি দুর্গ দখল করেন। ১৫৯৫ -  শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়। ১৬১৩ -  গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন। ১৬৭৬ -  দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৮০ -  জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজী সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে। ১৮২০ -  সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৮৪৫ -  এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়। ১৮৪৮ -  সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়। ১৮৬১ -  ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়। ১৯১৬ -  প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে। ১৯১৯ -  ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়। ১৯৮৯ -  হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯২ -  ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯৬ -  ভেনিস অপেরা হাউস লা-ফেনিস আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৯৬ -  ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ২০০১ -  ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে । জন্ম: ১৮৪৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্‌লি জন্মগ্রহণ করেন । ১৮৬০ -  রুশ চিকিৎসক, ছোটগল্পকার ও নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ জন্মগ্রহণ করেন। ১৮৬৬ -  নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক জন্মগ্রহণ করেন । ১৮৯০ -  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক ড. সুশীল কুমার দে জন্মগ্রহণ করেন । ১৯২৬ -  নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম জন্মগ্রহণ করেন। ১৯৪৭ -  নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক জন্মগ্রহণ করেন । ১৯৫৪ -  মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ওপ্রাহ উইনফ্রে জন্মগ্রহণ করেন । ১৯৭৯ -  আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান জন্মগ্রহণ করেন । ১৯৯২ -  রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও জন্মগ্রহণ করেন । মৃত্যু: ১৬৭৬ -  রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস মৃত্যুবরণ করেন। ১৮২০ -  ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ মৃত্যুবরণ করেন। ১৮৮৯ -  একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা ওসিপ জেটকিন মৃত্যুবরণ করেন । ১৯৩৪ -  নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিটজ হাবের মৃত্যুবরণ করেন । ১৯৩৭ -  কবি আলেকজান্ডার পুশকিন মৃত্যুবরণ করেন। ১৯৬৩ -  আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট মৃত্যুবরণ করেন । ১৯৭৬ -  একজন বাঙালি সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত মৃত্যুবরণ করেন । ২০০৮ -  ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ মৃত্যুবরণ করেন । ২০১১ -  সাংবাদিক পথিক সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২০১৩ -  ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল মৃত্যুবরণ করেন । ২০১৪ -  আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক মৃত্যুবরণ করেন।
২৯ জানুয়ারি ২০২৪, ০১:১০

২৮ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
আজ রোববার, ২৮ জানুয়ারি ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৮৩১ - ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়। ১৮৭১ - জার্মান বাহিনীর কাছে প্যারিস আত্মসমর্পণ করে। ১৮৮২ -  কলকাতা-বোম্বাই দূরালাপনি চালু হয়। ১৯০৯ - স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের পর প্রথম আমেরিকার সেনারা কিউবা ত্যাগ করে। শুধু গুয়ান্তানামো বে নৌঘাঁটি তাদের দখলে রাখে। ১৯১৫ - কংগ্রেসে আইন পাসের মাধ্যমে মার্কিন যুক্তরাস্ট্রের কোস্টগার্ড বাহিনী গঠন করা হয়। ১৯৩২ - জাপানী সৈন্যরা সাংহাই দখল করে। ১৯৪৫ - তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়। ১৯৭৯ - তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে। ১৯৮৬ - যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর নভো খেয়াযান চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে। ২০১০ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়। জন্ম: ১৮৬৩ -  অস্ট্রেলিয়ার চিত্রশিল্পী আর্নেস্ট উইলিয়াম জন্মগ্রহণ করেন। ১৮৬৫ -  ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা লালা লাজপত রাই জন্মগ্রহণ করেন। ১৮৮২ - মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি জন্মগ্রহণ করেন। ১৮৮৫ - আর্মেনিয়ান কবি ও কর্মী ভাহান তেরিয়ান জন্মগ্রহণ করেন। ১৯২২ -  নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ. হলি জন্মগ্রহণ করেন। ১৯৩৬ -  আলবেনিয়ান লেখক ইসমাইল কাডারে জন্মগ্রহণ করেন। ১৯৪৪ -  ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল জন্মগ্রহণ করেন। ১৯৭৮ - ইতালিয়ান ফুটবল খেলোয়াড় গিয়ানলুইগি বুফফন জন্মগ্রহণ করেন। ১৯৮১ - আমেরিকান অভিনেতা মাহেরকে উড জন্মগ্রহণ করেন। ১৯৯১ -  আমেরিকান গায়ক সিজে হ্যারিস জন্মগ্রহণ করেন। মৃত্যু: ৮১৪ - ইউরোপের ইতিহাসখ্যাত সম্রাট শার্লিমেন মৃত্যুবরণ করেন। ১৫৪৭ -  ইংল্যান্ডের ৮ম রাজা হেনরী মৃত্যুবরণ করেন। ১৯০৩ -  ফরাসি সুরকার অগাস্টা হলমেস মৃত্যুবরণ করেন। ১৯৩৯ -  নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ লেখক ডব্লিউ. বি. ইয়েটস্‌ মৃত্যুবরণ করেন। ১৯৫০ -  রাশিয়ান গণিতবিদ নিকোলাই লুযিন মৃত্যুবরণ করেন। ১৯৭৮ -  আমেরিকান লেখক ওয়ার্ড মুর মৃত্যুবরণ করেন। ১৯৭৯ - স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাসগুপ্ত মৃত্যুবরণ করেন। ১৯৮৪ - ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান মৃত্যুবরণ করেন। ১৯৯৬ -  নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি মৃত্যুবরণ করেন কবি। ২০১৩ -  ইংরেজ ফুটবল খেলোয়াড় রেজ জেনকিন্স মৃত্যুবরণ করেন। ২০১৪ -  কানাডিয়ান চিত্রশিল্পী ফার্নান্দ লিডাক মৃত্যুবরণ করেন।
২৮ জানুয়ারি ২০২৪, ০১:০৪

৩০ জানুয়ারি আওয়ামী লীগেরও কর্মসূচি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না।  শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে কাদের এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন, কোথায় ছিলেন এতদিন। বলেছিলেন, আমরা অলিগলি খুঁজে পাব না। এখন গয়েশ্বর বাবু অলিগলি খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে ১৫ বছর। সামনে আছে আরও ৫ বছর। কবে হবে আন্দোলন। রোজার পর না ঈদের পর। মানুষ বাঁচে আর কয় বছর। এই আন্দোলন মানুষ মানে না। হরতাল ডাকে, অবরোধ ডাকে মানুষ আসে না।’  তিনি বলেন, কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে। এখন খেলা হবে আগুনসন্ত্রাসের বিরুদ্ধে। ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা ভয় দেখায়। ৪১.৮ পার্সেন্ট ভোটারের ভোটে শেখ হাসিনা সরকার নির্বাচিত করেছে। এটা জনগণের সরকার। কোনো বিদেশিদের সরকার না। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। তারা কালো পতাকা মিছিল করে। কালো পতাকা মানে কী, শোকের মিছিল। কালো পতাকা ভুয়া। এর আগে, দুপুর থেকেই সমাবেশস্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিকেল চারটার মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা দলীয় স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে রাখে।   সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, হান্নান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা রাখেন। 
২৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৭

৩০ জানুয়ারি সংসদ প্রতিহত করা হবে : জয়নাল আবেদীন
আগামী ৩০ জানুয়ারি জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।  শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের কার্যালয়ের সামনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুমকি দিয়েছেন তিনি। জয়নাল আবেদীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ মেনে নেয়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। ২০১৪ সালে আওয়ামী লীগ অটো পাস করেছে। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন করেছে। আর ২০২৪ সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছে। আবারও তারা বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবে। আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবে, মামলা করে জেলে দেবে। এগুলো সহ্য করা হবে না। তাই ৩০ তারিখ যে সংসদ হবে, বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। এরপর নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনি জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছে। আর ৩০০ জন নাকি ৩০ তারিখ পর্যন্ত বলবৎ আছে। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত হয়েছে। আর এবার ২০২৪ সালে নির্বাচিত হয়েছে নাবালক শিশুর ভোটে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

২৭ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
আজ শনিবার।২৭ জানুয়ারি ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৮২২ - আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা। ১৮৮০ - টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন। ১৯২৬ - জন লোগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন। ১৯৪৪ - সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়। ১৯৭৩ - প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।   জন্ম: ১৭৫৬ - ভোল্‌ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার। ১৭৮২ - তিতুমীর, একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। ১৮৯১ - রুশ ঔপন্যাসিক ইলিয়া এরেন বুর্গ। ১৯০৫ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ। ১৯৩২ - ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লেখক লুই ক্যারল। ১৯৩৪ - এদিত ক্রসঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।   মৃত্যু: ১৮৬০ - ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ। ১৯০১ - জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার। ১৯১৭ - নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ২০০৫ - শাহ এ এম এস কিবরিয়া, বাংলাদেশের অর্থমন্ত্রী। ২০০৭ - সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক।
২৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২৬ জানুয়ারি
দেশি ও বিদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪। শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শেখ হাসিনা সরণি সংলগ্ন বিএনএস শেখ মুজিব বেইজে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।  এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত শেখ হাসিনা সরণির ঢাকা-কাঞ্চন ব্রিজ অভিমুখী রাস্তার একপাশ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রিজেন্সি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ম্যারাথন আয়োজক কমিটি। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ বছর অনুষ্ঠেয় ম্যারাথনে আনুমানিক ৫৯ জন বিদেশি পুরুষ ও মহিলা দৌড়বিদ ফুল ম্যারাথন (৪২ দশমিক ১৯৫ কিলোমিটার) ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আনুমানিক ৫ হাজার ৮০৬ জন বাংলাদেশি ম্যারাথনার ফুল ও হাফ-ম্যারাথনে (২১ দশমিক ৯৭ কিলোমিটার) অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি দৌড়বিদদের মধ্য হতে ফলভিত্তিক স্থান অর্জনকারী প্রথম পাঁচজন করে বিদেশি এলিট পুরুষ ও মহিলা এবং পাঁচজন করে সাফ পুরুষ ও মহিলা ফুল ম্যারাথনারকে আকর্ষণীয় সম্মাননা প্রদান করা হবে। একইভাবে প্রথম ১৫ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি ফুল ম্যারাথনার এবং ১০ জন পুরুষ ও মহিলা বাংলাদেশি হাফ ম্যারাথনারদের আর্থিক সম্মাননা প্রদান করা হবে।
২৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়