• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা 
চাঁপাইনবাবগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা-সেতু পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  তাসভির মহিম (১৭) নামের ওই পরীক্ষার্থী ঝিলিম ইউনিয়নের ইব্রাহিম হকের ছেলে। এলাকাবাসী জানান, তাসভির মহিম আমনুরা কশিম উদ্দিন মিয়া (কে এম) উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসএসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রুটিন অনুযায়ী তার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু তার ভাষ্য পরীক্ষা আশানুরূপ ভালো হয়নি। এজন্য ওই রাতেই নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাসভির। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

হাবিপ্রবিতে ১৪তম স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত 
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৪ তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ম্যাথম্যাটিকাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাবিপ্রবির গণিত বিভাগে ১৪তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মামুনুর রশীদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তরিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খাইরুল বাশার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন হাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক এস এম শহীদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, গণিত একজন মানুষের জ্ঞানের তীক্ষ্ণতা এবং বুদ্ধির প্রখরতাকে গভীর করে। বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই গণিতের ব্যাবহার হয়ে থাকে। বিভিন্ন তথ্য, উপাত্ত বিশ্লেষণের জন্য গাণিতিক মডেল ব্যবহৃত হয়। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি যেমন দূর হয় তেমনি গণিতের প্রসার হয়।  সমাপনী বক্তব্যে রংপুর বিভাগীয় ১৪ তম গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক এস এম শহীদুল ইসলাম বলেন, গণিতের চর্চার মাধ্যমেই এর প্রসার হবে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্নধর্মী গাণিতিক বিশ্লেষণে আগ্রহী হবে। উল্লেখ্য, ১৪ তম জাতীয় গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ৬টি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোট ১১৭ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অলিম্পিয়াডের আয়োজন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে। অলিম্পিয়াড পরীক্ষার শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটিতে শাবির দুই অধ্যাপক
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দুইজন অধ্যাপক স্থান পেয়েছেন। নতুন কমিটির সহসভাপতি হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং সদস্য হিসেবে শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) শাবির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, সহসভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাকিম খান, কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সালমা পারভীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের ড. মাহবুবুল আলম মজুমদার মনোনীত হয়েছেন।   কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দে, ঢাকাস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ, ঢাবির গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, রাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, খুবির গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও পেরেরা।  সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ঢাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, রাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার, ঢাবির গণিত বিভাগের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার এবং প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বাংলাদেশে গণিত অলিম্পিয়াড দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে গণিতের প্রতি আগ্রহ বাড়াতে ও ভয়ভীতি দূর করতে কাজ করে। তৃতীয় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে চারটি লেভেলে ভাগ করে কাজ করে বিভিন্ন প্রতিযোগিতা ও উৎসবে আয়োজন করে থাকে সংগঠনটি।
২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়