• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় সশস্ত্র ডাকাতদলের আক্রমণে দুজন নিহত হয়েছেন।  রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদলের আক্রমণে নিহতরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনে মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। শনিবার (২০ এপ্রিল) বনবিভাগ এ তথ্য জানিয়েছে। নিহত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী সহকর্মী মৌয়ালদের সঙ্গে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। শনিবার সকালে বাঘের আক্রমণে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতোমধ্যে বনবিভাগের একটি দল মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। 
২০ এপ্রিল ২০২৪, ১৩:০৬

ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু   
ময়মনসিংহের হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  সোমবার (৪ মার্চ) রাতে ভারতীয় গারো পাহাড়ের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার মহিশলেটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মো. আব্দুল হালিম ওরফে ফালাইন্নার ছেলে। এ বিষয়ে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজখেতে পানি দিতে যান। এ সময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে তার সবজি ফসল নষ্ট করা শুরু করে। এই খবরে হাতি তাড়াতে জড়ো হয় গ্রামের লোকজন। এ সময় স্থানীয়রা হাতি তাড়াতে গেলে উল্টো হাতির দল তাদের আক্রমণ করে। এতে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তিনি আরও জানান, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
০৫ মার্চ ২০২৪, ১৪:০১

পঞ্চগড়ে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে নুরুজ্জামান (২৩) নামে এক বাক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।   মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এর আগে মঙ্গলবার বিকেল সোয়া পাচঁটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।  নিহত নুরুজ্জামান ওই এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক স্থানীয়কে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে।  স্থানীয়রা জানান, নিহত নুরুজ্জামান স্থানীয় লোকজনের সঙ্গে সীমান্ত এলাকায় দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টা খেতে অবস্থান নেওয়া হাতি দুটি দেখতে যান। এ সময় হাতি দুটি স্থানীয়দের ধাওয়া দিলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও বাক-প্রতিবন্ধী নুরুজ্জামান সেখানেই অবস্থান করেন। পরে হাতি তার শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে নুরুজ্জামানকে আহত করেন। এ সময় তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে প্রথমে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে নুরুজ্জামানকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রংপুরে মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় নুরুজ্জামানের মৃত্যু হয়। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

খাবারের খোঁজে লোকালয়ে বন্যহাতি, আক্রমণে বৃদ্ধার মৃত্যু
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে রেস্ট হাউজ তছনছ করে দিয়েছে। অপরদিকে লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত বৃদ্ধার নাম মাহিতারা বেগম (৬৫)।  সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার সময় উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় পাহাড়ে গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন মাহিতারা বেগম।  ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, মাহিতারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো. আইচ্ছা মিয়ার স্ত্রী।  তিনি জানান, প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে কিছুটা দূরে পাহাড় থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যান মাহিতারা। এ সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাহিতারা বেগম।  লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে। অপরদিকে কাপ্তাইয়ে লোকালয়ে বন্যহাতির দল বিএফআইডিসির আওতাধীন লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের (এলপিসি) রেস্ট হাউজে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। 
০৮ জানুয়ারি ২০২৪, ২০:৩৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়