• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭
ছবি : প্রতীকী

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে নুরুজ্জামান (২৩) নামে এক বাক প্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার বিকেল সোয়া পাচঁটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নুরুজ্জামান ওই এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেক স্থানীয়কে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে।

স্থানীয়রা জানান, নিহত নুরুজ্জামান স্থানীয় লোকজনের সঙ্গে সীমান্ত এলাকায় দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টা খেতে অবস্থান নেওয়া হাতি দুটি দেখতে যান। এ সময় হাতি দুটি স্থানীয়দের ধাওয়া দিলে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও বাক-প্রতিবন্ধী নুরুজ্জামান সেখানেই অবস্থান করেন। পরে হাতি তার শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে নুরুজ্জামানকে আহত করেন। এ সময় তার মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে প্রথমে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে নুরুজ্জামানকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রংপুরে মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় নুরুজ্জামানের মৃত্যু হয়। তবে রাত সাড়ে আটটা পর্যন্ত মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রহিমুল ইসলাম বলেন, আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদী দখলদারদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে: সারোয়ার মাহমুদ
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh