• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
মামুনুল হককে দেখতে বাসার সামনে অনুসারীদের ভিড়
কারামুক্ত হওয়ায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে একনজর দেখতে তার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন ভক্ত ও অনুসারীরা। শুক্রবার (৩ মে) সকাল ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার ছেলে ও নেতাকর্মী-সমর্থকরা জেলগেটে তাকে স্বাগত জানান। পরে নেতাকর্মী-সমর্থকরা স্লোগান দিতে দিতে ছাদ খোলা গাড়িতে করে মামুনুল হককে নিয়ে আসেন বারিধারা মাদরাসায়। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। দুপুরের দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আসেন মামুনুল হক। সেখানে ভক্ত ও অনুসারীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপর রাজধানীর মোহাম্মদপুর কাদিরাবাদ হাউজিংয়ে নিজের বাসায় যান মামুনুল হক। মামুনুল হকের বাড়ির সামনে গিয়ে দেখা যায়, হাজারও নেতাকর্মী ভিড় করে আছেন। তারা বলেন, দীর্ঘ তিন বছর আমাদের হুজুর কারাগারে ছিলেন। আজ মুক্তি পেয়েছেন, আমরা খুশি। হুজুরকে দেখতে এসেছি। তিনি বিশ্রামে আছেন। আশা করি, ওনার সঙ্গে আমাদের দেখা হবে। শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনায়েদ বলেন, এখন মামুনুল হক বিশ্রামে আছেন। অনেক নেতাকর্মী ওনাকে দেখতে এসেছেন। প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করেন মামুনুল হক। এ ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
১৪ ঘণ্টা আগে

চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে কর্মীর নাচানাচি
কর্ম পরিবেশকে বিরক্তিকর উল্লেখ করে চাকরি ছেড়ে দিয়েছেন ভারতের পুনের এক ব্যক্তি। বিক্রয় সহযোগী হিসেবে কাজ করা অঙ্কিত চাকরি ছেড়েই বসের সামনে ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করেন। এ ঘটনার দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেন তারই বন্ধু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আনিশ বাগাত।  ওই কনটেন্ট ক্রিয়েটর বলেন, এ ধরনের ঘটনা সামনে আরও দেখা যাবে, কর্ম পরিবেশ দিন দিন অস্বস্তিকর হয়ে উঠছে। কারণ কর্মপরিবেশ ভালো না হলে চাকরি করা কঠিন।  বাগাত বলেন, তিন বছর ধরে কর্মপরিবেশ নিয়ে অস্বস্তিতে ছিলেন অঙ্কিত। ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করে অঙ্কিত বলেন, বসের কাছে আমার কোনো সম্মান ছিল না। মধ্যবিত্ত হওয়ায় বাধ্য হয়ে এতদিন চাকরি করতে হয়েছে। অঙ্কিত তার অফিসের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বন্ধু বাগাতের সঙ্গে আলোচনা করেন। বাগাতই তাকে অফিসের বাইরে ঢোল বাজানোর পরামর্শ দেয়। যখন ওই অফিসের ম্যানেজার বাইরে বের হন তখনই অঙ্কিতের বন্ধুরা ঢোল বাজাতে শুরু করে। ম্যানেজার এ দৃশ্য দেখে রেগে গিয়ে তা বন্ধ করার নির্দেশ দেন।  হারাপ্পা ইনসাইডের ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী বান্ধব বস এবং কর্মপরিবেশ ভালো না হলে অনেকে চাকরি ছেড়ে দেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বসের খারাপ ব্যবহারের কারণে প্রায় ৫৮ শতাংশ কর্মী চাকরি ছাড়েন।            View this post on Instagram                       A post shared by Anish Bhagat (@anishbhagatt)
২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩

তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দারোয়ান আহত হয়েছেন। এতে ওই বাসায় থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হারুনুর রশীদের বাসার সামনে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের শব্দ শুনে নবোদয় খাল পাড়ে রানা বেকারির পাশে মুক্তাগাছা ভবন ও এর আশপাশের ভবনে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় পুরো এলাকার বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন। গণমাধ্যমের হাতে আসা একটি সিসি টিভি ফুটেজে দেখা যায়,  সকাল ৬টা ১০ মিনিটে সুজুকি জিক্সার ব্রান্ডের একটি মোটরসাইকেলে করে পরোনে জিন্স প্যান্ট ও জিন্সের শার্ট পরা দুইজন নবোদয় শাহী মসজিদ খালপাড়ের ব্রিজের ওপর এসে থামে। এরপর ৬টা ১৮ মিনিটের দিকে মুক্তাগাছা ভবনটির সামনে গিয়ে ককটেল ছুড়ে মারে। দুটি ককটেল বিস্ফোরণ করে তার দ্রুত পালিয়ে যায়। মুক্তাগাছা ভবনটির দারোয়ান নাজমুল জানান, সকালে আমি বাড়ির সামনে গাছে পানি দিচ্ছিলাম। হঠাৎ করে পিছনে ককটেল বিস্ফোরণের শব্দ হওয়ায় আমি দৌড় দিই। তখন ককটেলের স্প্লিন্টারে আমার পেট কেটে যায়। আমি জীবন বাঁচাতে বাড়ির ভেতরে দৌড় দিয়ে লুকিয়ে যাই। এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আমরা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগ না করায় থানায় কোনো মামলা করা হয়নি।
২৪ এপ্রিল ২০২৪, ২২:৫৩

পুলিশের সামনে মিথিলাকে পেটাল ইউটিউবার রাকিব টিম
ডিজিটাল এই যুগে নতুন নতুন কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হন ক্রিয়েটররা। কখনও ইউটিউব বা কখনও ফেসবুকে সেই সব কনটেন্ট দিয়ে মাসে আয় করছেন লাখ লাখ টাকা। সেই সব কনটেন্ট নিয়ে আবার অনেকেই প্রশংসা করেন আবার অনেকেই সমালোচনা করেন। এদিকে দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার রাকিব হোসাইন একজন। নানা কনটেন্ট দিয়ে আসতে আসতে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। সম্প্রতি তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে যা ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান। রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিথিলার মাথায় হেলমেট। সেসময় তার গায়ে হাত তোলা হয়। সেখানে পুলিশকেও দেখা গেছে। কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি। মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওটিতে। তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাকিব হোসেন তার ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটের পাশাপাশি ২০২২ সাল থেকে নাটকও তৈরি করছেন।
২১ এপ্রিল ২০২৪, ২১:৫৭

যে কারণে বারের সামনে নারীদের চুলোচুলি
রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে সম্প্রতি কয়েকজন নারীর চুলোচুলি ও মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই নারীদের মদপানের লাইসেন্স ছিল না। তারা অবৈধভাবে অতিরিক্ত মদপান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান। তাদের কাছে মদ বিক্রি করায় সেলেব্রিটা বারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব কথা বলেন। গ্রেপ্তার তিন নারী হলেন, শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নগরে বাস করতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেকোন নারী-পুরুষ লাইসেন্স থাকলেই মদ পান করতে পারে। তবে পয়লা বৈশাখের রাতে গুলশান এলাকায় যারা মদ পান করেছেন, তাদের কারো লাইসেন্স ছিল না। লাইসেন্সহীনদের কাছে বার কর্তৃপক্ষ অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে। যা পান করে তারা মাতাল, বেসামাল হয়ে গেছেন। তিনি বলেন, বার কর্তৃপক্ষের ওই বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা উচিত ছিল। কিন্তু তা তারা করেনি। ওই নারীরা রাস্তায় গিয়ে প্রকাশ্যে মারামারি করেছেন। যা গুলশানের বাসিন্দারা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলেন। ভাইরাল হলো দেশজুড়ে। ডিবি প্রধান বলেন, আমি মনে করি এই ভিডিও দেশের মানুষের মধ্যে শহরের মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা হবে। এসব নারীরা কারো না কারো সন্তান। তাদের অভিভাবকদের উচিত মেয়েরা কোথায় যায়, কী করে সেদিকে খেয়াল রাখা। আজকে এই নারীরা বারে গিয়ে মদ পান করে এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন। যে মেয়েকে তারা মেরেছেন সেই মেয়েটিও মাতাল ছিলেন। হারুন অর রশীদ, এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে বারগুলো লাইসেন্স ছাড়া মদ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে, মারধরের শিকার ভুক্তভোগী রিতা আক্তার সুস্মি বলেন, আমি ও আমার এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় যাই। খাওয়ার এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে একসঙ্গে টয়লেটে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলি। তারা মেয়েদের বের করে দেয়। পরবর্তী সময়ে আমি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তারা আমার ওপর হামলা করে। তিনি বলেন, আমাকে চড়-থাপ্পড় দিতে পারত। কিন্তু রাস্তার মধ্যে আমার কাপড় খুলে ফেলে। আমাকে মারধর করে। আমি তাদের সঠিক বিচার চাই। কারণ রাস্তায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাপড় খুলে ফেলতে পারে না।
১৭ এপ্রিল ২০২৪, ১৯:১৯

বারের সামনে চুলোচুলি, ভাইরাল সেই ৩ নারী গ্রেপ্তার
রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে সম্প্রতি কয়েকজন নারীর চুলোচুলি ও মারামারির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেপ্তার তরুণীরা হলেন- শারমিন আক্তার মিম, নুসরাত আফরিন বৈশাখী ও ফাহিমা ইসলাম। হারুন অর রশীদ বলেন, বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন।পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ৩ নারীকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ ঘটনা সম্পর্কে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে, গত ১৪ এপ্রিল বারের সামনে সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা এক নারীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, হাতাহাতির সময় চিৎকার করছিল নারীরা। কয়েকজন পুরুষ তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
১৭ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

সালমান খানের বাড়ির সামনে গুলি, যা জানালেন তার ভাই
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে। তারপর থেকে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। জোরদার করে ভাইজানের বাড়ির নিরাপত্তা।  তবে বিষয়টি নিয়ে সালমান খান এখনও কোনো মন্তব্য না করলেও এবার তার পরিবারের হয়ে সোমবার (১৫ এপ্রিল) মুখ খুললেন তার ভাই আরবাজ খান।  ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে আরবাজ লিখেছেন, ‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এ ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত। দুঃখজনকভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ দাবি করে মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’  একইসাথে ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়।’ পাশাপাশি  তাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত  সংবাদমাধ্যমকে কোনো বিবৃতি দেওয়া হয়নি বলেও তিনি লেখেন। সাথে এও উল্লেখ করেন, ‘পরিবারের সদস্যরা আপাতত পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন। আর তাদের সুরক্ষার বিষয়ে ভরসা রাখছেন পুলিশের ওপর। ’ ইনস্টগ্রামের ওই পোস্ট পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানান আরবাজ খান। 
১৬ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

সালমান খানের বাড়ির সামনে গুলি
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে গেছে। রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে।  হিন্দুস্থান টাইমসের খবরে জানা যায়, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই গুলি ছোড়ে। এ সময় ওই বাড়িতেই ছিলেন সালমান খান।  ঘটনার পর পরই মুম্বাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে। একইসঙ্গে গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার পাশাপাশি খতিয়ে দেখছে এলাকার  সিসিটিভি ফুটেজও। অনেকের ধারণা, আজকের এই গুলি চালানোর পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হাত রয়েছে। তবে তা সত্য কিনা, তা জানা যাবে পুলিশের তদন্ত শেষে।  
১৪ এপ্রিল ২০২৪, ১৩:১৬

মোস্তাফিজের সামনে দুই রেকর্ডের হাতছানি
সময়টা ২০১৬! বাংলাদেশের ক্রিকেট তখন পেসার মোস্তাফিজুর রহমানের কাটার, স্লোয়ারে মুগ্ধ। তরুণ সেই পেসারকেই দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। টাইগার এই পেসারও নিজের মুন্সিয়ানা দেখিয়েছিলেন। নিজের কারিশমা দেখিয়ে পেয়েছিলেন আসরের সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব। এবার দীর্ঘ ৮ বছর পর ফের ২০২৪ সালে একই ধাঁচে সমর্থকদের মাতাচ্ছেন দ্য ফিজ। চলতি আইপিএলে নিজেকে আবারও ফিরে পেয়েছেন টাইগার এই পেসার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে স্লোয়ার আর কাটারে নিজের ভেলকি দেখাচ্ছেন তিনি। আর হাতেনাতে ফলও পাচ্ছেন।  এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯ উইকেট পেয়েছেন ফিজ। আসরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে আছেন তিনি। তবে পার্পল ক্যাপের দৌড়ে থাকা হচ্ছে না তার। কেননা, এপ্রিলের শেষ দিকেই তাকে দেশে ফিরতে হবে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ৩ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সময়ের মধ্যেই ফিজের সামনে জোড়া রেকর্ডের হাতছানি থাকছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত সাকিব আল হাসান ও মোস্তাফিজ নিয়মিত খেলেছেন। তবে বাংলাদেশিদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডের মালিক কাটার মাস্টারই। ২০১৬ মৌসুমে ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। অন্যদিকে ২০১৮ সালে সাকিবের পর ফিজও ২০২১ মৌসুমে ১৪ উইকেটে পেয়েছিলেন। তাই চলতি আসরে আর মাত্র ৯টি উইকেট পেলেই লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। শুধু তাই-ই না। পরের ম্যাচগুলোতে ৯ উইকেট পেলে আইপিএলে মোট ৬৫টি উইকেটের মালিক হবেন তিনি। এতে সাকিবকে টপকে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হবেন দ্য ফিজ। আইপিএলে ৭১ ম্যাচে সাকিবের ৬৩ উইকেট। অন্যদিকে ৫২ ম্যাচে কাটার মাস্টারের শিকার ৫৬ উইকেট। তবে এসব রেকর্ড গড়তে খুব বেশি সময় পাচ্ছেন না টাইগার এই পেসার। ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে দেখা যেতে পারে তাকে। এই সময়ের মধ্যে মাত্র ৪টি ম্যাচ আছে চেন্নাইয়ের। যেখানে ফিজের প্রতিপক্ষ তারই সাবেক দুই দল। ১৪ এপ্রিল মুম্বাই, ১৯ ও ২৩ এপ্রিল হোম ও অ্যাওয়ে ম্যাচে লখনৌ এবং ২৮ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে খেলবে ফিজের দল।
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়িতে আড়াই মাসের ব্যবধানে আবারও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় মিলল নবজাতকের মরদেহ। পৌরসভায় পাবলিক টয়লেটের সামনে পরিত্যক্ত একটি ঘর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  রোববার (৭ এপ্রিল) মরদেহটি উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে একটি পরিত্যক্ত ঘরে কাপড় মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান বলেন, ধারণা করা হচ্ছে প্রসবের পর নবজাতককে রেখে যাওয়া হয়েছে। কে বা কারা মরদেহটি রেখে গেছে তা শনাক্তে কাজ করছি পুলিশ।
০৭ এপ্রিল ২০২৪, ২২:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়