• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
লাইভ সংবাদ পাঠের সময় গরমে জ্ঞান হারালেন প্রেজেন্টেটর
বাংলাদেশের মতো পাশের দেশ ভারতেও চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহর। জারি করা হয়েছে হিট এলার্ট। ভয়াবহ গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে নগরবাসীর। এরকমই গরমে লাইভ সংবাদ পাঠ করার সময় অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন লোপামুদ্রা সিনহা নামে কলকাতার টিভির এক নিউজ প্রেজেন্টেটর।  শনিবার (২০ এপ্রিল) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ালের পরিচিত অভিনেত্রী লোপামুদ্রা দীর্ঘদিন টিভিতে সংবাদ পাঠ করছেন। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি। ভিডিওবার্তায় নিজের অনুসারীদের লোপামুদ্রা জানান, গতকাল শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে হঠাৎ অসুস্থবোধ হয় তার। লাইভ নিউজ চলার সময় তার বিপি (রক্তচাপ) আশঙ্কাজনকভাবে কমে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান।  কলকাতার টিভির এ নিউজ প্রেজেন্টেটর বলেন, বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায় পানি খাওয়ার সুযোগ মেলে। তিনি আরও বলেন, আমার মনে হয়েছিল বাকি চারটি নিউজ স্টোরি আমি শেষ করতে পারব। দুটো কোনোরকমে কমপ্লিট করি, তিন নম্বরটা হিট ওয়েভের ওপর স্টোরি ছিল। সেটা পড়ার সময়ই আমার আস্তে আস্তে কথাটা জড়িয়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম আমি শেষ করতে পারব, নিজেকে ঠিক রাখার চেষ্টা করেছিলাম কিন্তু না…অসুস্থতা তো বলে কয়ে আসে না। ওই স্টোরিটার সময় আমি আর কিছু দেখতেই পাচ্ছিলাম না। টেলিপ্রমটারটা আবছা হতে হতে শেষে আমি ব্ল্যাকআউট হয়ে যাই। টিভির নিউজ ফ্লোর শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ওইদিন সেটি কাজ করছিল না এবং এর ফলে ফ্লোর ভ্যাপসা গরম হয়ে পড়েছিল বলে ভিডিওবার্তায় জানান লোপামুদ্রা।
২১ এপ্রিল ২০২৪, ০২:৪৫

আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। সোমবার (৮ এপ্রিল) সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে কিছুক্ষণের জন্য দিন হবে সাময়িক রাত। এ সূর্যগ্রহণ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখতে পারবেন এটি। তবে প্রযুক্তির কল্যাণে বাংলাদেশের মানুষও এ ঘটনা লাইভে উপভোগ করতে পারবেন।  রোববার (৭ এপ্রিল) মার্কিন একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের মানুষও লাইভ দেখতে পারবেন এ বিরল দৃশ্য। সূর্যগ্রহণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসা এ ঘটনা লাইভ সম্প্রচার করবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এই দৃশ্য। এ ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসাপ্লাস ওয়েবসাইটে সম্প্রচার করবে। এর আগে মার্কিন মহাকাশ সংস্থা নাসার বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিনেটের জানিয়েছিল, উত্তর আমেরিকায় সবশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আবার ২০৪৪ সালে পুনরায় দেখা মিলবে এ গ্রহণের। চমকপ্রদ সূর্যগ্রহণ দেখতে অধীর অপেক্ষায় রয়েছে কয়েক মিলিয়ন মানুষ, একই সঙ্গে এই সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় ‘আকাশবাসী’ মানুষেরাও। প্রতিবেদনে বলা হয়েছিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীরা এই সূর্যগ্রহণ দেখবেন। পৃথিবী থেকে একবার দেখা যাবে এটি, তবে মহাকাশ স্টেশন থেকে এই গ্রহণ দেখা যাবে একাধিকবার। সূর্যগ্রহণ চলাকালে পৃথিবীর পৃষ্ঠজুড়ে ট্র্যাক করবে মহাকাশ স্টেশন। মহাকাশচারীরা মোট তিনবার সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পারবেন। প্রথমবার যখন দেখতে পাবেন তখন মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের ওপরে থাকবে। এরপর নিউজিল্যান্ড এলাকা থেকে ক্যালিফোর্নিয়া ও আইডাহোর দিকে যাওয়ার সময় দেখতে পাবেন। মহাকাশ স্টেশনটি যখন মেইন এবং নিউ ব্রান্সউইকের ওপরে অবস্থান করবে তখন পূর্ণ সূর্যগ্রহণের মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে। এতে আরও বলা হয়েছিল, এই সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে। এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের ওপর। আমেরিকার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে সূর্যগ্রহণ হবে। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একইসঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এর দর্শন মিলবে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, খুবই বিরল এ পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ দেখতে পরতে হবে বিশেষ চশমার প্রয়োজন হবে। সূর্যগ্রহণের দিকে খালি চোখে তাকালে সিংহভাগ চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে। উল্লেখ্য, চাঁদ প্রতি ১৮ মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। নাসার তথ্য অনুসারে, ৩৭৫ দিন পরপর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে। তবে সময় বেশিও লাগতে পারে।
০৮ এপ্রিল ২০২৪, ০০:৩৬

লাইভ শোতে সঞ্চালকের অশালীন মন্তব্য, যে কাণ্ড করলেন গায়িকা
পাকিস্তানের জনপ্রিয় গায়িকা শাজিয়া মঞ্জুর। সম্প্রতি দেশটির একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এসে বিব্রতকর পরিস্থতিতে পড়েন এই গায়িকা। শুধু তাই নয়, ক্ষুব্ধ হয়ে রীতিমতো সঞ্চালককে চড় মেরে বসেন তিনি। জানা গেছে, ‘পাবলিক ডিমান্ড’ শোতে অতিথি হিসেবে হাজির হয়ে এমন কাণ্ড ঘটান মঞ্জুর। অনুষ্ঠানে লাইভ শো চলাকালীন অশালীন মন্তব্যের মাধ্যমে সীমা অতিক্রম করেন কৌতুক অভিনেতা এবং সহ-উপস্থাপক শেরি নানহা। এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন মঞ্জুর।  অনুষ্ঠানের এক পর্যায় ঠাট্টা করে গায়িকাকে নানহা জিজ্ঞেস করেন— মঞ্জুর, বিয়ের পর আমি আপনাকে সরাসরি মন্টে কার্লোতে হানিমুনে নিয়ে যাব। আপনি কীভাবে যেতে চান?   এমন কথা শুনেই ক্ষুব্ধ হন মঞ্জুর। নিজের আসন থেকে উঠে গিয়ে সঞ্চালকের গালে চড় মেরে বসেন তিনি। শুরু হয় প্রবল তর্কবিতর্ক। এই ক্ষোভ ধীরে ধীরে ঝগড়ার পরিণত হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করতে থাকেন এই গায়িকা। সেই সঙ্গে নানহাকে তার এই ধরনের মন্তব্যের জন্য উপদেশও দেন তিনি।    এরপর রেগে গিয়ে মঞ্জুর বলেন, গতবারও আপনি এই রকম আচরণ করেছিলেন এবং সেটা হাস্যকর হিসাবেই নিয়েছিলাম আমি। সেসময় এটা ধামাচাপা দিয়েছিলাম। কিন্তু এবার আমি সিরিয়াস। আপনি কেন এভাবে নারীদের সঙ্গে কথা বলেন?  আয়োজকদের হস্তক্ষেপ না হওয়া পর্যন্ত বাড়তে থাকে দুজনের তর্কবিতর্ক। বিষয়টা একদমই ভালোভাবে নেননি মঞ্জুর। ভবিষ্যতে নানহাকে এই ধরনের বিরত থাকার বিষয়টিও কঠোরভাবে স্মরণ করিয়ে দেন। এরপর স্টুডিও থেকে বেরিয়ে যান এই গায়িকা। এমনকি ওই শোতে ফিরে যেতেও অনিচ্ছা প্রকাশ করেন তিনি।       প্রসঙ্গত, পাকিস্তানি সংগীত জগতের বিখ্যাত একজন ব্যক্তিত্ব মঞ্জুর। ব্লকবাস্টার চলচ্চিত্রগুলোর জন্য প্লেব্যাক গায়িকা হিসাবে কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন তিনি। তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। ‘বাতিয়ান বুঝাকে রাখ দি’, ‘চ্যায়েন মেরে মাখনা’ এবং ‘বাল্লে বাল্লে’র মতো গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মঞ্জুর।  সূত্র : এই সময় 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫০

যেখানে দুর্নীতি সেখানেই ফেসবুক লাইভ করবেন : ব্যারিস্টার সুমন
যুবসমাজের উদ্দেশে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেখানে দুর্নীতি হবে সেখান থেকেই আপনারা ফেসবুকে লাইভ করে প্রতিবাদ জানাবেন। সবাইকে একত্রিত হয়ে দুর্নীতিকে বিদায় করতে হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার রতনা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, কারও এলাকায় রাস্তার কাজে যদি বিটুমিন কম দেওয়া হয় আপনারা আপনাদের এমপিকে জানানোর জন্য লাইভ করবেন। এমপিকে বলবেন, আপনাদের রাস্তায় কাটিং কাটিং চলতেছে। তাতে যদি কাজ না হয় তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের এমপির সঙ্গে কথা বলব।  তিনি আরও বলেন, আমি এমপি হয়েছি চুনারুঘাট ও মাধবপুরের মানুষের ভোটে। কিন্তু ফুটবলের জন্য আমি সারাদেশের মানুষের। খেলা সংক্রান্ত যেকোনো বিষয়ে আমি সবার সঙ্গে থাকব। আমি আমাদের দেশে এমন একটা ফুটবল দল চাই যারা হেসেখেলে জয় করতে পারবে। ৯০ দশকের মতো এমন খেলোয়াড় তৈরি করতে হবে যারা সাফ ফুটবলে জয়ী হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
২৬ জানুয়ারি ২০২৪, ২২:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়