• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বাচ্চা নিয়ে এসির পানিতে তৃষ্ণা মেটাচ্ছে মা ছাগল (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২৪, ২০:২৮

তীব্র খরায় পুড়ছে দেশ। কাঠফাটা গরমে চৌচির ফসলের মাঠ। গলে যাচ্ছে সড়কের পিচও। গ্রীষ্মের শুরুতেই এমন তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন জেলার বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ।

গরমের এই আবহাওয়ায় নেই স্বস্তির খবর। কদিন আগেই মাত্র শুরু হলো গ্রীষ্মের প্রথম মাস বৈশাখ। ফল পাকা জৈষ্ঠ আসতে এখনও অনেক দেরি। এরইমধ্যে চলমান তাপমাত্রার এই পারদ দিনদিনই ওপরের দিকে উঠছে। নেই বৃষ্টির দেখা। বাতাসে যেন আগুনের ফুলকি। গরমে ও কাঠফাটা রোদে মানুষ থেকে শুরু করে কোনো প্রাণীরই মিলছে না স্বস্তি। তার ওপর দাবদাহে পুকুর, খাল, বিল শুকিয়ে যাচ্ছে। নিচের দিকে নেমে যাচ্ছে ভূপৃষ্ঠের পানির স্তর। দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

তাপপ্রবাহে নেতিবাচক প্রভাবে পড়ছে গৃহপালিত পশুপাখি থেকে শুরু করে বন্য প্রাণীর ওপরেও। গরমে এসি থেকে বাহিরে পড়া পানির ওপর ভরসা অনেক পশুপাখির। এসি থেকে পড়ে জমা পানিতে গোসল করছে পাখিরা, নিবারণ করছে পিপাসাও। শুধু তাই নয়, বাচ্চা নিয়ে মা ছাগলও পিপাসা মেটাচ্ছে এসির পানিতে।

ঠিক এমনই চিত্র দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে। আশপাশে কোথাও পানি না পেয়ে স্টেশনের ভিআইপি রুমে এসির অতিরিক্ত ঝরে পড়া পানিতে মা ছাগল তার বাচ্চা তৃষ্ণা নিবারণ করছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগল বাঁচাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় জন্ম নিল অদ্ভুত আকৃতির ছাগল
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
জিম্মি জাহাজের নাবিকদের জন্য ছাগল-দুম্বা আনছে জলদস্যুরা
X
Fresh