• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
জন্মান্ধ হয়েও ঘরের ইলেকট্রিক কাজ করেন রিপন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের তের বাড়ি সমাজের মরহুম আব্দুস সোবহানের ছেলে ইমরোজ হোসেন রিপন (৩৬)। তিনি জন্মান্ধ। দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো বাধা নয়—এমনটা প্রমাণ করতে যেন তার লড়াইটা জীবনের প্রথম দিন থেকেই শুরু। মনের আলোয় উদ্ভাসিত এ যুবক পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে করছেন ছোট্ট একটি ইলেকট্রিক দোকান। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারও কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও পাইপ ফিল্টারের কাজ। স্থানীয় এলাকাবাসী তার এমন প্রয়াসে অনুপ্রাণিত। তিনি যেন নিজের অনুপ্রেরণা নিজেই। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেন রিপন। সাত ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ। বর্তমানে তার মা দুই ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন। আমেরিকা প্রবাসী বড় বোন সুমনা ও ডাক্তার শাহজান আক্তার এবং ছোট ভাই শিপনের সহযোগিতায় বাবার দিয়ে যাওয়া ঘরে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস করছেন রিপন। নিজ গ্রামে বিদ্যুতায়ন শুরু হলে ইলেকট্রিকের কাজ শেখার স্বপ্ন জাগে তার। কিন্তু এতে বাধা দেন মা-বাবাও স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রিরা। এরপর একা একা নিজেদের বসতঘরে ইলেকট্রিকের কাজ শিখতে চেষ্টা চালান রিপন। একপর্যায়ে এ নিয়ে রাগ করতেন তার মা-বাবা। এ কারণে ইলেকট্রিকের কাজ করার যন্ত্রপাতি লুকিয়ে রাখতেন। পরে ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে যান। সেখানে একাকী দীর্ঘ চেষ্টার পর আয়ত্ত করেন ইলেকট্রিক, প্লাম্বার ও সোলারের কাজ। এরপর তিনি গত ১৮ বছরে নিজ গ্রামে বেশ কয়েকটি মসজিদসহ ১৫০-২০০টি ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেন। এ ছাড়াও টুকটাক অসংখ্য মেরামতের কাজ করেছেন। নিজের গ্রামের সকল রাস্তার সঙ্গে তার নাড়ির সম্পর্ক। কারও সহযোগিতা ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করেন। একা একা যান নিজের দোকানে। গোসল থেকে খাবার সবই করেন নিজে হাতে কারও সাহায্য ছাড়া। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন। তবে তিনি সরকারের প্রতিবন্ধী ভাতা পেতেও তেমন আগ্রহী নয়। রিপনের স্ত্রী শাহিনা আক্তার বলেন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী হলেও অন্যদের থেকে তিনি পুরোপুরি আলাদা। তিনি নিজের সকল কাজ নিজে করতে পারে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম শিপন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয় তার উজ্জল দৃষ্টান্ত রিপন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অবিরাম কাজের পেছনে ছুটে চলেছেন। দৃষ্টি তার সামনে এগোনোতে কোনো বাধা হতে পারেনি, উল্টো সে এক অনুপ্রেরণার নাম। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী রিপন কারও বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চান। তার এ উদ্যোম ও মনের শক্তি সমাজের প্রতিটি মানুষের কর্মজীবনকে প্রভাবিত করবে এমনটাই সকলের প্রত্যাশা। তাকে খুব দ্রুত একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হবে।
০১ মে ২০২৪, ১৯:২০

ঢাবির সিনেট সদস্য গাইবান্ধার মাহমুদ রিপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হয়েছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ সদস্য শাখা-১-এর উপসচিব মাহবুব জামিলের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।  ওই চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(ই) ধারা অনুযায়ী মাহমুদ হাসানসহ পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই মনোনয়ন প্রদান করেন।  অপর চারজন মনোনীত সিনেট সদস্য হলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য একবালুর রহিম, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, মহিলা আসন-৩৩ এর সংসদ সদস্য মেহের আফরোজ ও ঢাকা-২০  আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ।  এদিকে মাহমুদ হাসান সিনেট সদস্য মনোনীত হওয়ায় গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসংখ্য মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই অভিনন্দন জানান।   
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫১

রাবি সাংবাদিক সমিতির সভাপতি ইমতিয়াজ, সম্পাদক রিপন
দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজকে সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি রিপন চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম। কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ আব্দুস সবুর লোটাস (কালবেলা), সহসভাপতি-২ অর্পণ ধর (সমকাল), যুগ্মসাধারণ সম্পাদক ইরফান তামিম (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-মামুন আশিক (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন (নয়া শতাব্দী), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফাহির আমিন (সময়ের আলো), কার্যনির্বাহী সদস্য-১ মাহবুব হাসান (কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য-২ শাকিবুল হাসান (রাইজিংবিডি) এবং কার্যনির্বাহী সদস্য-৩ জাহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল)। এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন গোলাম রববিল ও আব্দুল আহাদ।  উপদেষ্টা-১ হিসেবে আছেন তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন), উপদেষ্টা-২ সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও উপদেষ্টা-৩ সোহানুর রহমান রাফি (ইউএনবি)। কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা নূর আলম (সময়টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)। এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭

গাইবান্ধা-৫ : জয়ের পথে নৌকা  
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে ১৩৪টি কেন্দ্র থেকে ফলাফল এসেছে। সে হিসেবে গাইবান্ধা-৫ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।   গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে আসা ১৩৪টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন মাহমুদ হাসান রিপন। নৌকা প্রতীকে ১৩৪ কেন্দ্রে ভোট পড়েছে ১০৬,৫৬৯। রিপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী ট্রাক প্রতীকে ৬১৮৯৮ ভোট পেয়েছেন। গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এরমধ্যে সাঘাটা উপজেলার দুই লাখ ২৫ হাজার ৭০ জন এবং ফুলছড়ি উপজেলার এক লাখ ১৪ হাজার ৬৭৬ জন। সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়