• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধা-৫ : জয়ের পথে নৌকা  

আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে ১৩৪টি কেন্দ্র থেকে ফলাফল এসেছে। সে হিসেবে গাইবান্ধা-৫ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

গাইবান্ধা-৫ ( সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে আসা ১৩৪টি কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন মাহমুদ হাসান রিপন। নৌকা প্রতীকে ১৩৪ কেন্দ্রে ভোট পড়েছে ১০৬,৫৬৯। রিপনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী ট্রাক প্রতীকে ৬১৮৯৮ ভোট পেয়েছেন।

গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এরমধ্যে সাঘাটা উপজেলার দুই লাখ ২৫ হাজার ৭০ জন এবং ফুলছড়ি উপজেলার এক লাখ ১৪ হাজার ৬৭৬ জন। সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য সঠিক নয়
গাইবান্ধা-৫ আসনের ভোট নিয়ে বিভ্রান্তি
গাইবান্ধা-৫ : ইউএনওসহ চার কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ
X
Fresh