• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে বড় আকারে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে খোদ হিজবুল্লাহ। তারা বলছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এ হামলা প্রসঙ্গে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা উত্তর ইসরায়েলের আইন জেইটিম ঘাঁটিতে ৯১ তম ডিভিশনের তৃতীয় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে। অতি সম্প্রতি শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিভিন্ন গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।  গতকাল সোমবার (২২ এপ্রিল) ওই তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সিও (এনএনএ)। এদিকে সবশেষ হামলা প্রসঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে, তবে কোনও আঘাতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সৈন্যরা এর প্রতিক্রিয়ায় রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে পাল্টা হামলা করেছে বলেও জানিয়েছে তারা।  গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের ওপর প্রতিশোধস্বরূপ গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়েছে। প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে।   সম্প্রতি ইসরায়েল-ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের সশস্ত্র শিয়া গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও জোরদার করেছে। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ১০ জন সৈন্য ও ৮ জন বেসামরিক নাগরিকসহ মোট ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।
২৩ এপ্রিল ২০২৪, ১৪:১৪

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে পাঁচটি রকেট হামলা চালানো হয়েছে।  রোববার (২১ এপ্রিল) ইরাকের জুম্মার শহর থেকে এই রকেট ছোড়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটরের পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ইরাক ভূখণ্ড থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে।  রয়টার্স ও দ্য গার্ডিয়ানের তথ্যমতে, ইরাক থেকে ছোড়া রকেটগুলো মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে নাকি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের এই হামলার প্রতিশোধ নিতে ১৯ এপ্রিল ভোরে হামলা চালায় ইসরায়েল।
২২ এপ্রিল ২০২৪, ১০:৩০

ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা
ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১৩ এপ্রিল) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, শুক্রবার ইসরায়েলি মালিকিয়াহ সাইটে আর্টিলারি শেল ও রকেট হামালা চালানো হয়েছে। এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। একইসঙ্গে ইসরায়েলের আল-মারজ সাইটেও হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। রকেট দিয়ে এই হামলা করা হয়। হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা ইসরায়েলে ২৪০টি ভারী রকেট নিক্ষেপ করেছে। যেগুলোর একেকটির ওজন ১০০ থেকে ৫০০ কেজি। রকেট হামলায় ইসরায়েলের দখলকতৃ বিরানিত অঞ্চলের আল-জলিল ডিভিশনের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত কাফারচৌবা গ্রামের রুওয়াইসাত আল-আলম ও আল-সামাকা সাইটে আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। তারা বেশ কয়েকটি রকেট দিয়ে কারান্তিনা হিল ফাঁড়িতে আঘাত হানে। একইসঙ্গে রামোত নাফতালি মোশাভে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এদিকে সিরিয়ার দামেস্কে কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে। এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েল, ফিলিস্তিন ও লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে ভারত, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যও।
১৩ এপ্রিল ২০২৪, ২০:১৭

সীমান্তে আরও ২টি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া আরও দুটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই দুটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। তমব্রু সীমান্তের পশ্চিমকুলে ফসলের খেতে কাজ করার সময় এই অবিস্ফোরিত রকেট লঞ্চর দুটি দেখতে পান স্থানীয়রা।  এদিকে গতকাল শুক্রবার দুপুরে আবারও ভারী মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ কেঁপেছে বান্দরবানের ঘুমধুম সীমান্ত। উড়ে এসেছে অবিস্ফোরিত রকেট লাঞ্চার। এর আগে বুধবারও একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। এসব ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।  আগে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রকেট লঞ্চার পাওয়া রাজিয়া বলেন, ‘দেখি শিশুরা লম্বা লোহার রডের মতো একটি জিনিস নিয়ে খেলছে। তখন তাদের কাছ থেকে এটি নিয়ে বাসা চলে আসি। পরে বিজিবিকে এটি হস্তান্তর করি।’  বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এসব গোলা উদ্ধার করছে। যার চারপাশে টাঙ্গিয়ে দিচ্ছেন লাল পতাকা। নিরাপত্তার স্বার্থে সড়কে দেওয়া হয়েছে ব্যারিকেড। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব গোলা যেন নিষ্ক্রিয় করা হয়। 
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়