• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। সাব্বিরের সহপাঠি সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এসময় বিষধর রাসেলস ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। তখন সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা গেছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।  
৪৩ মিনিট আগে

গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম জসিম হাওলাদার (৪০)। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসিম হাওলাদার কালকিনির কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকার হান্নান হাওলাদারের ছেলে। পারিবারের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশেই গরু আনতে যান জসিম হাওলাদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। তিনি বলেন, বজ্রপাতে জসিম নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আমরা মঙ্গলবার নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করব।
১০ ঘণ্টা আগে

ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপায় ২ জনের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপা পরে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (৬ মে) দুপুর ২টার দিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।  এর আগে রোববার রাতে আহত চারজনকে সাভারের এনাম মেডিকেলে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা থানার কুরুগ্রামের ফকির উদ্দিন সরকারের ছেলে আনিছুর রহমান (৫৩) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহারুল আলম (৫২)। তারা ওই প্রজেক্টের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। আহত তিনজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আহত হামিদ আলী ও আল-মানুন চিকিৎসাধীন। পুলিশ জানায়, রোববার মধ্যরাতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের এসএস  অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের ভেতরের একটি কক্ষে সাতজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রথমে ওই কক্ষের চাল উড়ে নিরাপত্তাকর্মীদের ওপরে পরে। পরে দেয়ালও তাদের ওপর ধসে পরে।  এ সময় তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। আহত একজন সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  এসএস অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ বলেন, তারা এখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। রাতে ঝড়বৃষ্টি হলে টিনের চালা পড়ে তারা আহত হন। এরমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অন্য দুজন চিকিৎসা নিচ্ছেন। এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, রাতে ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, দুজন মৃত্যুর খবর পেয়ে আজ সকালে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তারা শঙ্কামুক্ত রয়েছেন।
০৬ মে ২০২৪, ২০:১৩

কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (৬ মে) সকাল ১০টায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুস শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান। তিনি বলেন, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ নিজ নিজ বাড়িতেই আছে। ঘটনার বর্ণনা দিয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেইন্দা ইউপি সদস্য জাফর আলম বলেন, রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্নস্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমেছিল। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার একটি পাহাড়ি ছড়ায় জমে থাকা পানিতে স্থানীয় ৬ থেকে ৭টি শিশু মিলে গোসলে করতে নামে। এক পর্যায়ে ৪ শিশু ছড়ার পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
০৬ মে ২০২৪, ১৭:১৬

ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোণার আটপাড়ায় বোরো জমিতে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তার নাম মো. দিলওয়ার মিয়া (৩৫)। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার স্বরমুশিয়া হাওরে এ ঘটনা ঘটে। মো. দিলওয়ার মিয়া উপজেলার স্বরমুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান।  তিনি বলেন, সোমবার সকালে বাড়ি থেকে দিলওয়ার নিজের জমির ধান কাটতে হাওরে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আটপাড়া উপজেলার ইউএনও এম সাজ্জাদুল হাসান বলেন, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
০৬ মে ২০২৪, ১৫:১০

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হলে অচেতন অবস্থায় তাকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রোববার (৫ মে) রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী সাইফুল ইসলাম জানান, রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মো. জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২৫৪৫/এ। তার বাবার নাম কাসেম আলম। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ঝাল-কুড়ি এলাকায়। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন সে বিষয়ে বলতে পারব না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
০৬ মে ২০২৪, ১১:৫৪

ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু
তীব্র তাপদাহের পরে বৈশাখের শেষের দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। শনিবার রাত এবং রোববার (৫ মে) দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এতে ছয় জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত... কিশোরগঞ্জ : শনিবার (৪ মে) রাতে করিমগঞ্জের নিয়ামতপুর হাজিপাড়া ঘোনারবাড়ি গ্রামে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ছেলেসহ অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়। এতে আরও একজন আহত হন। মৃতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রুপ তারা (৪৬) এবং তার ছেলে তাইজুল ইসলাম (৫)। টাঙ্গাইল : ঘাটাইলের ফতেরপাড়া-খিলপাড়া সড়কে গত শনিবার রাতে বৃষ্টিপাতে বজ্রপাতে ওয়াজেদ আলী খান (৫০) নামে এক বাবুর্চির মৃত্যু হয়। ওয়াজেদ উপজেলার ২ নম্বর ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার মৃত সোনা খার ছেলে। ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর এলাকায় শনিবার রাতে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে আব্দুল মজিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। মজিদ ওই এলাকার বাসিন্দা। খাগড়াছড়ি : দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে রোববার ভোরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে একটি টিনের ঘরে আগুন লেগে হাসিনা বেগম (৩০) ও ছেলে হানিফ মিয়ার (৮) মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা তার আরেক ছেলে মো. হাফিজ (১১) প্রাণে বেঁচে যায়। তবে ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী ছাদেক মিয়া বাড়ির বাইরে ছিলেন। একই দিন ভোরে বজ্রপাতে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দুর্গম হাজাছড়া (ডাক্তারপাড়া) এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে গংজ মার্মাসহ (৫০) দুটি গবাদিপশুর মৃত্যু হয়। গংজ মার্মা দুর্গম হাজাছড়া এলাকার কংজ্র মার্মার ছেলে। একই সময় মাটিরাঙ্গায় বজ্রপাতে সমিকা ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়। রাঙামাটি : কাউখালী উপজেলায় বজ্রপাতে আর্ষা চাকমা (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু ও আহত হয় আরও ৪ জন। রোববার সকালে উপজেলার দুর্গম ফটিকছড়ি ইউনিয়নের বার্মাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আর্ষা চাকমা বর্মাছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রোববার সকাল ছয়টার দিকে ঝড় শুরু হয়। এতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইছামতিতে অন্তত ১০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। অনেক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত পিন্টু বড়ুয়া বলেন, তার একমাত্র অবলম্বন ঘরটি বড় গাছ পড়ে বিধ্বস্ত হয়ে যায়।
০৬ মে ২০২৪, ১০:০৯

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহের ফলে সারাদেশে নতুন করে হিটস্ট্রোকে আরও তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের মধ্যে একজন মারা গেছেন। সংস্থাটি জানায়, এ নিয়ে গত ১৪ দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ৩৪ জন। আর মারা গেছেন ১৫ জন। সোমবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিটস্ট্রোকে আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২২ এপ্রিল থেকে রোববার (৫ মে) সকাল পর্যন্ত ১৪ দিনে সারাদেশে ৩৩ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নড়াইলের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মাগুরায় ৭ জন। এ ছাড়া মারা গেছে চট্টগ্রাম, খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে।
০৫ মে ২০২৪, ২২:৫৭

নদীতে ডুবে যুবকের মৃত্যু
দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে ডুবে মিলন ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম ঘাটপার ভিউ পয়েন্টের সামনে নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মিলন উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের ঘাটপার এলাকার ঝালমুড়ি ও ফুসকা ব্যবসায়ী আবদুর রহিম ছেলে।  স্থানীয়রা জানান, মিলনের মৃগীরোগ ছিল। এ ভয়ে তার পরিবার তাকে নদীতে নামতে দেয় না। রোববার দুপুরের দিকে ছয়জন বন্ধু মিলে পরিবারের অগোচরে নদীতে গোসল করতে নামে। একসময় মিলন ডুবে যায়। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয়দের ডেকে আনে। পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে উদ্ধার করে তাকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে খানসামা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মোতালেব ইসলাম বলেন, নদীতে ডুবে মিলনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। বন্ধুদের নিয়ে গোসল করতে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছ। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পেলে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।
০৫ মে ২০২৪, ২১:২৮

নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জেরে নাতির লাঠির আঘাতে জুলেখা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৪ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে।  জুলেখা খাতুন ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলেখা খাতুনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার ছেলে আনোয়ারের স্ত্রী সেলিনা আক্তারের বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতে জুলেখা খাতুনের সঙ্গে সেলিনার ঝগড়া হয়। একপর্যায়ে সেলিনা খাতুনের ছেলে আশিক ও আশিকের স্ত্রী চাঁদনী ওই ঝগড়ায় সামিল হন। ওই সময় নাতি আশিকের হাতে থাকা লাঠি দিয়ে জুলেখা মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে। এ সময় জুলেখার ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও নাত-বৌ চাঁদনীকে (২০) আটক করা হয়। এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
০৫ মে ২০২৪, ১৭:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়