• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার পলাশপুর মহিলা এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী, দুস্থ ও অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  এ ছাড়াও স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়। মানবিক সহযোগিতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন। এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বাবস্থায় কাজ করে যাচ্ছে। সকল পরিস্থিতিতে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
১৬ মার্চ ২০২৪, ২৩:৩৭

সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এরই ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ ও বই বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দিচ্ছি। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের দায়িত্বপূর্ণ অফিসার ও সাংবাদিকরা।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৯

পরীমণির মানবিক আবেদন
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। কিছুদিন আগেই তার সবচেয়ে আপন মানুষ নানা ভাইকে হারিয়েছেন। ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে, শোককে শক্তিতে পরিণত করে ফের নতুন উদ্যমে কাজ ফিরেছেন ঢাকাই সিনেমার এই গ্লামার নায়িকা। নতুন কাজ নিয়ে ব্যস্ত হওয়ার পর একমাত্র সন্তান রাজ্য অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশে চিকিৎসা সুস্থ না হওয়ায় কলকাতা নিজে যান ছেলেকে পরীমণি। সস্তির খবর হলো বর্তমানে সুস্থ আছেন স্টারকিড রাজ্য।  এদিকে মানবিক নায়িকা হিসেবে অনেক আগেই প্রশংসিত পরীমণি। বিভিন্ন সময়ে চলচ্চিত্র ও তার বাইরের অসহায় মানুষের পাশে তাকে দাঁড়াতে দেখা গেছে। তার এই মানবিক কাজ প্রশংসিত হয়েছে অসংখ্যবার। আবারও এই নায়িকা মানবিক কাজে থাকার কথা জানিয়েছেন। দেশে শীতের তীব্রতা বেড়েছে। এই শীতে অনেকেই গরম কাপড় থেকে বঞ্চিত। শীতের মধ্যেও রাস্তাঘাটে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু-বৃদ্ধদের দিন-রাত পার হচ্ছে। বিত্তবানদের সবাইকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পরীমণি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমাদের আশেপাশে কত সুবিধাবঞ্চিত বাচ্চা, বৃদ্ধরা শীতে কষ্ট পাচ্ছে! তাদের পাশে থাকি চলেন। আমিও নিশ্চয়ই আমার সাধ্যমতো চেষ্টা করব। এদিকে, ছেলের রাজ্যের চিকিৎসা শেষে শনিবার (২৭ জানুয়ারি)  ঢাকায় ফিরেছেন তিনি। খুব শিগগিরই জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক। এতে তার সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।
২৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়