• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম (সেনাপ্রাঙ্গণ) ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ মে) ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন বলে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) বিভাগের জন্য এ নতুন ভবন নির্মাণ করা হয়েছে।   এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম সেনাপ্রাঙ্গণ ভবন নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৫ মে ২০২৪, ১৫:৪৩

সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম।   রোববার (৫ মে) দুপুরে পৌর শহরের উত্তর অর্জুনতলায় ফলক উম্মোচন করে নতুন অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসাইন সুমনের সঞ্চলনায় এ সময় পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
০৫ মে ২০২৪, ১৪:২৯

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথলজি ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর পর সকাল সাড়ে ১০টার দিকে ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’ ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সেনাসদস্যরা।
০৫ মে ২০২৪, ১২:৪৫

আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে মো. আনোয়ার হোসেন ওরফে পিছন (৫৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টায় দেশটির অমল কুইন এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত মো. আফুসী মিয়ার ছেলে। তিনি ৯০-এর দশকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।  নিহতের ভাই মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. জালাল উদ্দীন বলেন, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান আনোয়ার হোসেন। তিনি অমল কুইন এলাকার একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন। ভাইয়ের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে কারখানায় কাজ করার সময় ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ভাই। মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া বলেন, নিহত আনোয়ার ’৯০-এর দশকে ছাত্রলীগ নেতা ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল। দ্রুত লাশ ফিরিয়ে আনতে সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি কামনা করছি।   এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুতে গোটা মনিয়ন্দ এলাকা চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সরকারি ব্যবস্থাপনায় যেন তার লাশ দেশে আনা হয়, সেই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যসহ এলাকার মানুষ।
০৪ মে ২০২৪, ২৩:৫৮

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নড়াইলের লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত এ ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী-গুণী মানুষের বসবাস। হুইপ মাশরাফির আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি।  তিনি আরও বলেন, মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। তিন মাসে আমার নিদের্শ হলো-তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নতি করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজি এবং মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতোমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৭ এপ্রিল ২০২৪, ২২:৫০

‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ‘ভবন খোলা সঠিক হয়নি।’ তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার ডয়চে ভেলের এক টকশোতে এসব কথা বলেন তিনি৷ বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন তাকে৷ উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়৷ আমি এখনো তার নিন্দা করি, সারা জীবন নিন্দা করবো৷ এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই৷ তবে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপির তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি৷ এদিকে, গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সে সময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ তার সাথে যোগাযোগ করেছিল৷ তিনি বলেন, আমি কখনো তাদেরকে বলিনি যে, আমি বিএনপি ত্যাগ করবো৷ সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি৷ বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন যদি সুপারভাইজ করতো তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হতে পারতো৷
২৯ এপ্রিল ২০২৪, ১২:১১

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানী জিগাতলায় নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে মো. রফিকুল ইসলাম রফিক (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। রফিককে নিয়ে আসা তার সহকর্মী মোহাম্মদ শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, দুপুরে রফিক জিগাতলার একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ১৮:২৬

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন একটি ভবনের ৬তলা থেকে পড়ে মো. রফিক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটায় হাজারীবাগের পশ্চিম জিগাতলায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দালাল কান্দি গ্রামের রশিদ মাতব্বরের ছেলে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া থাকতেন। রফিকের ফুফাতো ভাই শাহীন বলেন, রাজধানীর পশ্চিম জিগাতলায় ‌জামিনুল প্রপার্টিজ নামে ১০তলা নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির কাজ  করতেন রফিক। আজ (শনিবার) দুপুরে ওই ভবনের ৬তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৪

পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
রাজধানীর পুরানা পল্টনে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে মঞ্জুরী আফরোজ (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ এপ্রিল) পুরানা পল্টনের ৫৯/৩ নম্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত সেলিম উল্লাহের মেয়ে। ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে সবার অগোচরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন তিনি। এতে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসআই মো. সুফিয়ান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৭ এপ্রিল ২০২৪, ১৭:১৫

নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পড়ে চাং জি বিন (৫৫) নামের এক চায়না নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। টিবিইএ কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটির দোভাষী মো. সেলিম জানান, পঞ্চবটিতে বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করেন তারা। সেখানকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই চীনা নাগরিক। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে কাজ করছেন। আজ সকালে ভবনটির দ্বিতীয় তলায় ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনার ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার ওপর দাঁড়িয়ে কাজ করছিলেন ঝাং জি বিন। হঠাৎ সেই কাঠটি ভেঙে গেলে সেই ফাঁকা জায়গা দিয়ে বেজমেন্টে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চীনা নাগরিকের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।
১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়