• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন সড়কে পিচ ঢালাই করার সময় বিটুমিনের বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার কালিকাপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেজাউল ইসলাম (৩৩), জাহিদ হোসেন (৩৫), আবুল হোসেন (৪৫) এবং মোনাজাত আলী (৫৫), বদরুজ্জামান (৩৫) ও নাজমুল কবীর (২২)।  তাদের মধ্যে রেজাউল ইসলাম, জাহিদ হোসেন, আবুল হোসেন এবং মোনাজাত আলীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  এ ছাড়া বদরুজ্জামান ও নাজমুল কবীরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শ্রমিকরা কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর, রহিমপুর, গনপতি ও পাইকাড়া গ্রামের বাসিন্দা। এ প্রসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠান আহমদ ট্রেডার্সের ম্যানেজার বদরুজ্জামান বলেন, নির্মাণাধীন সড়কে প্রাইম কোর্টের কাজের জন্য শ্রমিকরা শুরুতে বয়লারে বিটুমিন জ্বালায়। একপর্যায়ে তপ্ত বিটুমিনের সঙ্গে ডিজেল ভেবে পেট্রোল মিশ্রণের চেষ্টা করতেই মুহূর্তের বিস্ফোরণ ঘটে। দগ্ধদের চিকিৎসার বিষয়ে কথা হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল মুনিরের সঙ্গে। তিনি বলেন, দগ্ধ রেজাউলের শরীরের উপরিভাগের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া মোনাজাতের মুখ ও বুকসহ পেটের নিচে প্রায় ২৫ শতাংশ পুড়েছে। এমতাবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের মধ্যে চারজনকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাকি দুই শ্রমিক শঙ্কামুক্ত বলেও জানান তিনি।
১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৪

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁও সদরে চালকলের বয়লার বিস্ফোরণে দগ্ধ মো. চিহারু ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার সকালে সদর উপজেলার রুহিয়ায় হাসকিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়‌টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রে‌ছেন রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম। তিনি ব‌লেন, বিস্ফোরণের ঘটনায় অভিযোগ পে‌লে তদন্ত করা হ‌বে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। জানা যায়, রুহিয়ায় হাসকিং মিলে ধানসিদ্ধ করছিলেন চিহারুসহ অন্য শ্রমিকেরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে দগ্ধ হয় চিহারু। তার শরীরের ৩০ শতাংশ ঝলসে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। স্থানীয় ইউ‌পি চেয়ারম্যান ম‌নিরুল হক গণমাধ্যমকে ব‌লেন, চাতা‌লে বয়লারে তাপ পরিমাপের ব্যবস্থা নেই। তাই পানির তাপমাত্রা বাইরে থেকে বোঝা যায় না। সময়মতো গরম পানির বাতাস বের না হওয়ায় বয়লার‌টি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।  
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭

বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
ঠাকুরগাঁও সদর থানার পল্লী বিদ্যুৎ এলাকায় চালকলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আরও পড়ুন : র‌্যাবের হাতে আটক ‘কব্জি কাটা গ্রুপে’র ৯ সদস্য   তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ। তিনি বলেন, সকালে চালকলে বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আরও পড়ুন : নৌকার সমর্থককে গুলি করে হত্যা   তাৎক্ষণিকভাবে নিতহতদের নামপরিচয় জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন ওসি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ।
০৪ জানুয়ারি ২০২৪, ১২:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়