• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যা বললেন হিট অফিসার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছেন, এ মুহূর্তে বস্তিবাসীর আরাম দেওয়া দরকার। বস্তিবাসী কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে তা হলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে। শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আতিক বলেন, গরমে বস্তিবাসীকে স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করা হবে। সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি- ৯টি জায়গায় বস্তিবাসীর জন্য কুলিং জোন করে দিতে। কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে। এখানে যেন মিস্টের বন্দোবস্ত করতে পারি। সেই ডিজাইন রেডি করছি আমরা। তিনি বলেন, আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিস্ট ছড়াচ্ছি। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে; বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। আমাদের ১০টি ব্রাউজার আছে। এই ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় আমরা পানি ছিটাচ্ছি। বিত্তবানদের বাসার সামনে কল স্থাপনের আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, কল লাগিয়ে দিলে সবাই কিন্তু পানি পান করতে পারে। পাশাপাশি দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতাদের ড্রিংকিং ওয়াটার সরবরাহ করার অনুরোধ জানান তিনি। তিনি বলেন, নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির জন্য ইতোমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে বিশ্রাম নিতে পারে।
৬ ঘণ্টা আগে

পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে যা বললেন কাইফ
ভারত বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছিল পাকিস্তান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের বোলিং লাইনের দুর্বলতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ কাইফ। ভারতের একটি স্পোর্টস চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের বোলিং লাইন, পেস বোলিংয়ে শক্তির গভীরতা এবং স্পিন বিভাগের দূর্বলতা নিয়ে কথা বলেছেন কাইফ। পাকিস্তানের পেসার বোলিং ইউনিটের প্রশংসা করে কাইফ বলেন, তাদের (পাকিস্তান) শক্তি কেবল পেস বোলিংয়ে। হারিস রাউফ, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ আছেন। ওয়ানডে বিশ্বকাপে নাসিম না থাকায় তার অভাব টের পেয়েছে পাকিস্তান। ‘সে একজন ভালো বলার। তাদের একটা ভালো মানের পেস ইউনিট রয়েছে। যা যুক্তরাষ্ট্রের বাউন্সি পিচের কার্যকর হবে।’ পেসারদের নিয়ে প্রশংসা করলেও পাকিস্তানের স্পিন বোলিংয়ের দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেন, পাকিস্তানের স্পিন বিভাগে দুর্বলতা রয়েছে। শাদাব খান বল লাইনে রাখতে পারছেন না। নাওয়াাজের বলও টার্ন করছে না। ফলে স্পিনে তারা বেশ দুর্বল। তাই দলে মূল বলারদের সতর্ক করেছেন কাইফ, কারণ, তারা উইকেট না নিলে বা ভালো বল না করলে দলকে বড় লক্ষ্য তাড়া করতে হতে পারে। কাইফ বলেন, তাদের স্পিন বোলিং দুর্বল এবং চাপের মুখে তারা ব্যাটিংয়েও খারাপ করে। যদি তাদের বোলিং খারাপ হয়, যেমন নাসিম বা শাহিন উইকেট না পান তাহলে তারা ১৮০ প্লাস লক্ষ্য পায়। তিনি আরও বলেন, আমি আগে উল্লেখ করেছি, তাদের লক্ষ্যই থাকে প্রথম ছয় ওভারে ২-৩ তিন উইকেট তুলে নেওয়া। এরপর সেখান থেকে ম্যাচ জেতা। ফলে যখন মূল বোলাররা অফ ফর্মে থাকে, তখন বিপদে পড়ে তারা।   
৯ ঘণ্টা আগে

দেশে ফিরে যা বললেন মোস্তাফিজ
চলতি আইপিএলে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে আর দেখার সম্ভাবনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ছেড়ে দেশে ফিরেছেন কাটার মাস্টার। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছান দ্য ফিজ। এ সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখার পৌঁছানোর পর তার কাছে আইপিএলের অভিজ্ঞতার বিষয়ে জানতে চান সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা। জবাবে টাইগার এই পেসার দাবি, ‘সব ভালো’। এদিকে যেই উদ্দেশ্যে কাটার মাস্টারকে আইপিএলের মাঝপথে দেশে ফিরিয়ে আনা হয়েছে, সেই জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে তাকে রাখাই হয়নি। মূলত টানা খেলার ধকল কাটিয়ে উঠতেই এই সময়ে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার আশা করছে বিসিবি। অন্যদিকে চলতি আইপিএলে বল হাতে বেশ দাপট দেখিয়েছেন কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার তিনি। এবারের আইপিএলে নিজের বিদায়ী ম্যাচে উইকেট না পেলেও আধিপত্য ঠিকই দেখিয়েছেন তিনি। এদিন এক মেইডেনসহ চার ওভারে মোটে ২২ রান খরচ করে দ্য ফিজ। এবার আসরে ধোনির দলের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। ফিজের ফেরার দিনে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর দাবি, মোস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা দেশের হয়ে কাজে লাগবে।  বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে শান্তর ভাষ্য, ‘অবশ্যই, অনেক কাজে দেবে। যে পরিবেশে ও খেলল, অনেক বড় টুর্নামেন্ট। ওখানে ভালো করলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে যায়। ওখানে আরও বড় বড় ব্যাটারদের বল করেছে, সবচেয়ে ভালো কথা ভালো উইকেটে ভালো বোলিং করেছে। ওই আত্মবিশ্বাস নিয়ে আসবে। এখানেও একই পারফরম্যান্স করতে পারলে দল অনেক এগিয়ে যাবে। মোস্তাফিজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
০২ মে ২০২৪, ২১:০৮

কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার বলেছেন, ডাক্তার পরিচয়ে আমি কোনোদিন কাগজে স্বাক্ষর করিনি। আমাকে একটা সুযোগ দিন যাতে করে চিকিৎসক নিয়োগ দিয়ে আশ্রমটি ভালোভাবে চালাতে পারি। বৃহস্পতিবার (২ মে) শুনানি চলাকালে বিচারকের জেরার মুখে তিনি এ কথা বলেন। ডেথ সার্টিফিকেটের বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের প্রশ্নের জবাবে মিল্টন জানান, যেহেতু তাদের নাম-ঠিকানা পাওয়া যায় না তাই মৃতদের কবরস্থ করার জন্য সার্টিফিকেট ইস্যু করা হয়। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনোটাতেই তার স্বাক্ষর নেই। কর্মকর্তা-কর্মচারীরা স্বাক্ষর করে থাকেন। সার্টিফিকেটে কী লেখা থাকে? -এ প্রশ্নের জবাবে তিনি জানান, কী কারণে লোকটি মারা গেছে সেটাই লেখা থাকে। মৃত্যুর এই কারণ কীভাবে পান এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের একজন ডাক্তার আছেন। তিনি যখন তাদের দেখে যান কার কী সমস্যা সেটা উল্লেখ করা থাকে। সার্টিফিকেটও লেখা হয় তার কী কী রোগ ছিল সেটার ওপর ভিত্তি করে। চিকিৎসার জন্য আশ্রমে কী কী ব্যবস্থা আছে বিচারক জানতে চাইলে মিল্টন জানান, চিকিৎসার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই।  মিল্টনের আইনজীবীর দাখিল করা ছবির বিষয়ে বিচারক বলেন, এই মানুষগুলোকে সেখানে (আশ্রম) নিয়ে গেলেই ভালো হয়ে যায় কি না। জবাবে তিনি বলেন, একজন ডাক্তার প্রাথমিক পর্যবেক্ষণ করে থাকেন। মিল্টন সমাদ্দার বলেন, এ পর্যন্ত আশ্রমে ১৩৫ জন মারা গেছেন। তাদেরকে কবরস্থ করার রশিদও আছে। মৃতদের কবরস্থ করার বিষয়ে একাধিক মন্ত্রণালয়ে ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সহযোগিতা পাননি। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ না করায় আশ্রমের নিজস্ব অর্থায়নে মৃতদের কবরস্থ করা হয়। তিনি বলেন, ২৫৬ জন অসহায় বর্তমানে আশ্রমটিতে আছেন। তাদের সবাই বেওয়ারিশ, এর মধ্যে ৬ জন গর্ভবতী নারীও রয়েছে। তাদেরকে দেখভাল করার জন্য একজন ডাক্তার রয়েছেন। গর্ভবতীদের পাশের একটি বেসরকারি হাসপাতালে আশ্রমের নিজস্ব অর্থায়নে সিজার করানো হয়। আশ্রমটিতে বেওয়ারিশ ছাড়া অন্য কারও থাকার সুযোগও নেই। আশ্রমের আয়-ব্যয়ের বিষয়ে মিল্টন জানান, অডিট ফার্ম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অডিট করা হয়। ২০১৭ সাল থেকে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা আছে। তিনি জানান, আমি ২০১৪ সালে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের কার্যক্রম শুরু করি। ২০১৫ সালে সমাজসেবা অধিদপ্তরে লাইসেন্সের জন্য আবেদন করে ২০১৮ সালে আশ্রমের কার্যক্রম পরিচালনার লাইসেন্স পাই। এরপর আশ্রমটিকে কেন্দ্র করে মোট ২টি লাইসেন্স করি। এর মধ্যে একটি ফাউন্ডেশনের আরেকটি সমাজকল্যাণের লাইসেন্স। সমাজকল্যাণের লাইসেন্সে হতদরিদ্রদের আশ্রয়, সেবা দেওয়া ও চিকিৎসার বিষয়গুলো অন্তর্ভুক্ত। এদিন জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাল মৃত্যু সনদ তৈরি, আশ্রমের টর্চার সেলে মারধর ও মানবপাচারে অভিযোগে তার বিরুদ্ধে তিনিটি মামলা হয়েছে। এর আগে, বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রসঙ্গত, মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।  
০২ মে ২০২৪, ২১:২৪

বিশ্বকাপ দল নিয়ে যা বললেন শান্ত
আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই মহারণের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডসহ অনেক দেশ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ। শুধু বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার কাছে দল পাঠিয়েছে তারা। এদিকে বিশ্বমঞ্চে কেমন হচ্ছে লাল-সবুজের স্কোয়াড, তা নিয়ে চলছে নানান নাটকীয়তা। তবে দল নিয়ে খানিকটা আভাস দিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানেই বিশ্বকাপ দল নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে শান্তর ভাষ্য, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে।’ এদিকে বেশ কয়েকটি সিরিজ ধরেই নানান সমস্যায় জর্জরিত টাইগাররা। বিশেষ করে ওপেনারদের ব্যাটে রানখরা। ফিনিশার নিয়ে দুশ্চিন্তা থাকলেও সাম্প্রতিক সময়ে সেই আক্ষেপ ঘুচিয়েছেন জাকের আলী অনিক-রিশাদ হোসেনরা। তবে দলপতি মাথায় নির্দিষ্ট করে কিছু নেই। শান্তর মন্তব্য, ‘নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’
০২ মে ২০২৪, ১৮:২৩

মুকেশ আম্বানির সঙ্গে কথোপকথন, যা বললেন জায়েদ খান
মুকেশ আম্বানি জায়েদ খানকে কল করেছেন ছেলের বিয়ের দাওয়াত দিতে! কিন্তু সময় না থাকায় দাওয়াত ফিরিয়ে দিয়েছেন জায়েদ। এ ধরনের একটি অডিও রেকর্ড বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল।  ওই মজার অডিও নিয়ে জায়েদ খান বলেছেন, দেখেন অডিওটি মিলিয়ন ভিউ হয়েছে। মানুষ তো শুনছে। সামাজিকমাধ্যমে আলোচনায় না থাকলে হারিয়ে যেতে হবে।  নানাভাবে আলোচনায় থাকেন ঢালিউডের এই তারকা। ডিগবাজির পাশাপাশি সম্প্রতি ভাইরাল হয়েছে ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিও, যেখানে তিনি নৃত্য পরিবেশন করেছেন। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে জায়েদের ডিগবাজি আর বিড়ি গানের পরিবেশনা দেখতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সঙ্গে প্রচুর ট্রলের শিকার হন এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ বলেন, আমি সবার ট্রল মেনে নিই। কারণ, সবাই অর্থ খরচ করছেন আমাকে দেখতে। সময়টাই আসলে এমন। আমার কিন্তু কোনো বাজে অভ্যাস কিংবা নেশা নেই। তবে আমার শখ হচ্ছে ফ্যাশন করা। ভালো ভালো পোশাক, জুতা, ঘড়ি, পারফিউমের পেছনে টাকা খরচ করি। এবারের ঈদে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি হলে খুব বেশি না চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়াও পেয়েছেন অভিনেতা; যা নিয়ে খুব খোশমেজাজে কেটেছে নায়কের এবারের ঈদ। 
০২ মে ২০২৪, ১৮:১০

বাবা-মা হওয়ার গুঞ্জনে যা বললেন তিশা-মুশতাক
ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলাম তিশা (১৮) বিয়ে করেছেন ৬০ বছরের খন্দকার মুশতাক আহমেদকে। তাদের বিয়ের পর থেকেই নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন তারা। সম্প্রতি তাদের পরিবারে নতুন সদস্য আসা নিয়ে নানা গুঞ্জন উঠেছ। অবশেষে বাবা হবার গুঞ্জন সম্পর্কে মুখ খুললেন খন্দকার মুশতাক আহমেদ। বার তারা দুজনই লাইভে এসে বাবা-মা হওয়ার খবরের বিষয়ে মুখ খুললেন।  বাবা হচ্ছেন মুশতাক, মা হচ্ছেন তিশা- এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই নিয়ে বুধবার (১ মে) দেশের একটি গণমাধ্যমকে খন্দকার মুশতাক বলেন, এমন কোনো খবর নেই। জীবন এগিয়ে যাচ্ছে জীবনের নিয়মে। যদি আল্লাহপাক এমন কোনো সুযোগ দেন, তাহলে সবাইকে জানাবো। যেভাবে গুজব ছড়িয়েছে, তাতে করে মাইক দিয়ে গোটা শহরকে জানাবো, ঘোড়ার গাড়ির মিছিল বের করবো। ১৮ বছরের তিশা জানান, ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ৬০ বছরের মুশতাক আহমেদকে। স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন বলে জানিয়েছেন তিনি। বিয়ের আগে তাদের সেভাবে কেউ না চিনলেও এখন নতুনভাবে বেশ পরিচিতি লাভ করেছেন তারা।  ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের সঙ্গে তিশার প্রেমের শুরু ফেসবুকে। তিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মুশতাক। কথাবার্তা হয়েছিল ফেসবুকে নতুন পরিচিত কারও সঙ্গে যেমনভাবে হয়, ঠিক তেমনভাবেই। প্রথম দেখা হয়েছিল ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের নবীনবরণ উৎসবে। সেখানে তিশা গিয়েছিলেন নতুন ছাত্রী হিসেবে। আর মুশকাক খন্দকার ওই কলেজের গভর্নিং বডির সদস্য রূপে। এই সাক্ষাতেই ধীরে ধীরে মজবুত হয়। পরিণত হয় প্রেমে। পবর্তীতে তারা বিয়ে করেন। 
০২ মে ২০২৪, ১৩:৫২

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। ইতোমধ্যে তার পরিবার থেকেও নাকি বিয়ের তোড়জোড় চলছে। আর শাকিবও চান বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে।   শনিবার (২৭ এপ্রিল) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে শাকিবের। আর এ কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না চিত্রনায়কের পরিবার।  একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এ প্রসঙ্গে সত্যতা জানতে চাইলে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অপু।  অভিনেত্রী বলেন, আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তবে খুব শিগগিরই কথা বলব। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। টানা আট বছর সুখে সংসারও করেন তারা। এমনকি সন্তানের মা-বাবাও হন সাবেক এই তারকা দম্পতি। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে ঢুকে পড়েন বুবলী। তৈরি হয় শাকিব-অপুর সম্পর্কের টানাপোড়েন।   মূলত বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক তৈরি হওয়াতেই বাঁধে বিপত্তি। নিজের সংসার টেকাতে অনেকটা অনিশ্চয়তা থেকেই নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু। নানান নাটকীয়তার পর শাকিব-অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও বেশিদিন টেকেনি।  পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলীকে নিয়ে সংসার শুরু করেন শাকিব। সেই সংসারে শাকিব-বুবলীর কোল জুড়ে আসে ছোট্ট বীর। তবুও ভেঙে যায় তাদের সেই সংসার। ধীরে ধীরে বুবলীর সঙ্গেও দূরত্ব তৈরি হয় শাকিবের। বর্তমানে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন শাকিব। তবে সন্তানদের কারণে অপু-বুবলীর সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে তার। এদিকে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সখ্যতা না থাকলেও অপু বিশ্বাসের সঙ্গে সখ্যতা বেড়েছিল শাকিবের। পরিবারের সঙ্গেও এবারের ঈদও উদযাপন করেন অপু।  এতে ভক্তরাও ভাবতে শুরু করেন হয়তো আবারও এক হতে যাচ্ছেন শাকিব-অপু। কিন্তু তাদের সেই ভাবনাতেও পানি ঢেলে দিলো চিত্রনায়কের পরিবার। নতুন করে যখন পথ চলতে শুরু করেছেন তারা ঠিক সেই সময়ে ঢালিপাড়ায় ছড়িয়ে পড়ে শাকিবের তৃতীয় বিয়ের কথা। 
৩০ এপ্রিল ২০২৪, ১০:২৪

সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন কোচ ক্যাবরেরা
গত মার্চে সৌদি আরবে দুই সপ্তাহের ট্রেনিং করেছিল বাংলাদেশ ফুটবল দল। এরপরও ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচেই পরাজিত হয় জামাল ভূঁইয়ারা। দুই হারের জন্যই কোচের সমালোচনা করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে এই সমালোচনাকে ইতিবাচক ভাবেই দেখছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার (২৯ এপ্রিল) বাফুফে ভবন প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় সমসাময়িক অনেক বিষয়ে মন্তব্য করেছেন। এ সময় সালাউদ্দিনের সমালোচনা নিয়ে ক্যাবরেরা বলেন, তিনি ফেডারেশনের সভাপতি। তার সমালোচনার এখতিয়ার রয়েছে। আমি সেটি ইতিবাচক হিসেবেই দেখি, সব সময় শেখার ও উন্নতির জায়গা থাকে। প্রায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ১৯ এপ্রিল ঢাকায় ফিরেছেন। জুন উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচের দল গঠন ও প্রস্তুতির পরিকল্পনা করছেন তিনি। ২৯ মে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ দিনের বেশি অনুশীলনের সুযোগ নেই। এই নিয়ে কোচ বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ সেশনের বেশি অনুশীলন করানো যাবে না। ৬ জুন ম্যাচ খেলে পরের দিনই কাতারে রওনা দেয়ার পরিকল্পনা আমার। এটি অবশ্য জাতীয় দল কমিটিই চূড়ান্ত করবে। আগামী ৬ জুন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরের ম্যাচ ১১ জুন কাতারে লেবাননের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য কোচ ২৬ জন খেলোয়াড় ডাকতে চান। এই ব্যাপারে কোচ বলেন, আমাদের এই উইন্ডো খুব সংক্ষিপ্ত। তাই ২৬ জন খেলোয়াড় ডাকার পরিকল্পনা রয়েছে। এখনো লিগের ৫ রাউন্ড বাকি রয়েছে। খেলোয়াড়রা পর্যবেক্ষণে রয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার তারিক কাজী ও শেখ মোরসালিন মার্চ উইন্ডোতে ইনজুরির জন্য ছিলেন না। মোরসালিন সম্প্রতি কিংসের হয়ে মাঠে নেমেছেন। মোরসালিনের ফেরা এবং ২৬ জনের দলে নতুন মুখ নিয়ে হ্যাভিয়ের বলেন, মোরসালিন খেলছে এটা আমাদের জন্য ইতিবাচক দিক। নতুন কেউ আসতে পারে দলে, আমরা সবার উপরই নজর রাখছি।’ অন্য সবার মতো গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জাতীয় দলের বিদেশি ফুটবল কোচও। বাংলাদেশে এসেছেন প্রায় আড়াই বছর। এই সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ গরম অনুভব করলেও ফেডারেশন কাপ, লিগ ম্যাচ দেখতে ছুটছেন স্প্যানিশ কোচ।
২৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৮

ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান, যা বললেন হানিফ সংকেত
ঈদুল ফিতরে ইত্যাদিতে প্রচারিত গান ‘রঙে রঙে রঙিন হব’। এই গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। আর প্রথম গানেই বাজিমাত করেছেন তিনি। বর্তমানে গানটি ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বরে উঠে এসেছে। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় টেলিভিশন শো ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত।  তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে নির্মিত ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত প্রত্যেকটি গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানগুলির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনও অটুট রয়েছে।’  হানিফ সংকেত আরও লিখেছেন, ‘আমরা সবসময় চেষ্টা করি ইত্যাদির গানগুলির কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিরও প্রশংসা করেছেন। এই গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।’ প্রসঙ্গত, তাহসান ও ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি বর্তমানে  ঘুরে-ফিরছে সবার মুখে মুখে। যা গত ১২ দিনে ভিউ হয়েছে ৭ দশমিক ৮ মিলিয়ন। 
২৯ এপ্রিল ২০২৪, ০৯:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়