• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তাকে নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়ছেন সাকিব। ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। কারণ, পানিতে ছুড়ে ফেলা ফোনটি ছিল তার। বিষয়টি নিয়ে সাকিব আল হাসানের ওপর ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান তার ফেসবুকে লিখেছিলেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শিগগিরই সব জানাবো, তারপর আপনারাই বিচার কইরেন। এদিকে অনেকেই বলছেন সাকিব ও জায়েদ খানের ফোন ফেলে দেওয়ার বিষয়টি বিজ্ঞাপনের একটি অংশ। নেটিজেনদের সেই ধারণা সত্য হলো। এবার পুরো বিজ্ঞাপনটি জায়েদ খান তার নিজের ওয়ালে শেয়ার দিয়েছেন। জায়েদ খান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন। সেখানে তিনি একটি অনুষ্ঠানে অংশ নেন। 
০২ মে ২০২৪, ২২:২৫

‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শিগগিরই সব জানাবো, তারপর আপনারাই বিচার কইরেন। জায়েদের এ স্ট্যাটাস দেখে এটি স্পস্ট যে ভিডিওটি সাজানো। ধারণা করা হচ্ছে, এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে। তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধর নের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি।  বর্তমানে সাকিবের কাঁধে রয়েছে গুরু দায়িত্ব। শুধু মাঠে না, সংসদে ভবনেও যেতে হয় তাকে। কেননা তিনি এখন নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে জায়েদ খান ব্যস্ত বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে। পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করেন। ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা সোনার চর। 
০১ মে ২০২৪, ১৭:৪৫

দেশে সেলিব্রিটিদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করেন সালমান শাহ
ঢাকাই সিনেমার ফ্যাশন আইকন বলা হয় প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে। আজও তার স্টাইলকে অনুকরণ করে সবাই। শুধু ঢালিউড নয়, বলিউডেও তার ফ্যাশন আইডিয়াকে ফলো করেন অনেকেই।  নব্বই দশকের হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন সালমান শাহ।  চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন তিনিই। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ। এমনকি এফডিসিতে তিনিই সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।     সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সালমান শাহর মৃত্যুর এত বছর পর বিষয়টি জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। তিনি নির্মাণ করেছিলেন সালমান শাহকে অভিনীত সিনেমা ‘জীবন সংসার’। আর এই সিনেমা শেষ হ ওয়ার পরপরই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ।  নির্মাতা রাজু বলেন, শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন সালমান শাহ। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় মোবাইল ফোন নিয়ে আসতেন তিনি। তখন চলচ্চিত্র জগতের আর কারও হাতেই মোবাইল ফোন ছিল না । জানা গেছে, ১৯৯৩ সালের এপ্রিল থেকে শুরু হয় বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা। সিটিসেল ব্র্যান্ডই প্রথম প্রথম মোবাইল ফোন নিয়ে আসে। সেসময় চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন। এদের মধ্যে একজন ছিলেন সালমান শাহ। হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার। যুগের চেয়েও আধুনিক ছিলেন এই নায়ক। 
০১ মে ২০২৪, ১২:০৮

বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাজারে এলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব ব্র্যান্ড পোকো সিরিজের নতুন ফোন পোকো সি৬১। ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এতে একটি ৬.৭১ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লে রয়েছে। এ ছাড়াও ফোনটিতে ৯০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৮৯ হার্জ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি একটি বাজেট কেন্দ্রিক স্মার্টফোন। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট রয়েছে। এই ফোনের ডিজাইন প্রিমিয়াম। এতে রয়েছে গ্লাস ব্যাক ডিজাইন এবং রেডিয়েন্ট রিং ডিজাইন। ফোনটি দ্রুত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির পুরুত্ব ৮.৩ মিলিমিটার। ওজন ১৯৩ গ্রাম। ফোনটির টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। ফোনটি কর্নিং গরিলা গ্লাস ৩ সুরক্ষাসহ বাজারে পাওয়া যাবে। ফোনটিতে ৫০০ নিট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। ডিভাইসটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এ ছাড়াও ১০ ওয়াট ইনবক্স চার্জার দেওয়া হয়েছে। ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট সংযোগ রয়েছে। ফোনটিতে ডুয়াল ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক জি৩৬ সমর্থন দেওয়া হয়েছে। ফোনটি ১২ এনএম প্রসেস প্রযুক্তি সমর্থন করে।
২৭ মার্চ ২০২৪, ১৫:২২

হারানো ১০৯ মোবাইল উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ
রাজবাড়ীর পাঁচটি থানায় করা ডায়েরির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১০৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। সেইসঙ্গে যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে ফোনগুলো হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। বুধবার (৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট্ট জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। এ ছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি খুব আবেগ দিয়ে করি। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন মালিকের হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি ফোটে। সেটি আমাদেরকে সত্যিকার অর্থে কাজে আরও অনুপ্রাণিত করে। আমরা এই কাজটি সবসময় করে যাব।
০৬ মার্চ ২০২৪, ১৯:৪৩

৯৯৯ এ ফোন পেয়ে নাগরদোলায় আটকে থাকা ১০ শিশু উদ্ধার
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে নাগরদোলায় আটকে থাকা শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। খুলনার রূপসা সেতুর কাছে রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে তাদের উদ্ধার করা। রোববার (৩ মার্চ) এ তথ্য জানান ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে থেকে রাজীব নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করেন। সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে রয়েছে। ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে। এমন তথ্য দেন রাজীব। তিনি আরও বলেন, পরে ঘটনাটি খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০ জন শিশু, তিনজন নারী এবং দুই জন পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করে।
০৩ মার্চ ২০২৪, ১৮:০৮

স্বামীকে ফোন করে বাঁচার আর্তনাদ, পরে সন্তানসহ মিলল লাশ
রাজধানীর বেইলি রোডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। নিহতরা হলেন নাজিয়া আক্তার (৩১) ও তার দুই সন্তান আয়ান (৮), আয়াত (৬)। বিষয়টি নিশ্চিত করে নাজিয়ার আত্মীয় রিফাত হোসেন জানান, নাজিয়ার স্বামী মো. আশিক ব্যবসার কাজে বৃহস্পতিবার (১ মার্চ) সন্ধ্যায় বনানীতে যান। সে সময় দুই শিশু সন্তানকে নিয়ে ওই ভবনের একটি রেস্তোরাঁয় খেতে যান নাজিয়া। আগুন লাগার পর নাজিয়া তার স্বামীকে ফোন দিয়ে বাঁচার আর্তনাদ করেন। পরে ঢাকা মেডিকেলের মর্গে তাদের মরদেহ পাওয়া যায়। এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২২ জন। এরমধ্যে ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। ভবনের ভিতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
০১ মার্চ ২০২৪, ০৯:৪৬

ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন কিনা তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ট্রুকলার ব্যবহারের এ সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়।  তবে এখন অনেক ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে উদ্বিগ্ন। তারা অপরিচিত মানুষের কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না। এজন্য নিজের ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা যায়।  ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে- ফোন থেকে শুধুমাত্র ট্রুকলার ডিলিট করলেও প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর ডেটা থেকে যায়। এজন্য অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর তা ট্রুকলার থেকে আনলিস্টিং করতে হবে। স্থায়ীভাবে ট্রুকলার থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে ও প্ল্যাটফর্মটির ডেটাবেইস থেকে ফোন নম্বর সরাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন— ১. মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করুন।  ২. এরপর অ্যাপটির সেটিংসে যেতে হবে। সেটিংসে যেতে প্ল্যাটফর্মটির ডান পাশের ওপরের দিকে তিনটি ডট বা সেটিংস আইকোনে ট্যাপ করুন।  ৩. সেটিংস থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করুন ও ট্যাপ করুন।  ৪. এরপর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন নির্বাচন করুন।  ৫. ইয়েস বাটনে ট্যাপ করে ডিঅ্যাক্টিভেট নিশ্চিত করুন।  ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে- ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এই অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন— ১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।  ২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।  ৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।  ৪. আনলিস্ট করুন।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯

বাংলাদেশে ফের নকিয়া ফোন উৎপাদন শুরু
দেশে আবারও বিশ্বখ্যাত ব্র্যান্ড নকিয়ার মোবাইল ফোন উৎপাদন শুরু হয়েছে। সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে ৫৩ হাজার ৭১৫ বর্গফুট জায়গা নিয়ে মোবাইল কারখানা শুরু করে সেলেক্সট্রা লিমিটেড। সেখানেই তৈরি হচ্ছে নকিয়া ফোন। এ উপলক্ষে দেশে প্রথমবারের মতো নকিয়ার মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের চিফ অপারেটিং অফিসার আলা লুসানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা কারখানা পরিদর্শন করেছেন। আলা লুসান বলেন, এখন পর্যন্ত ৭টি মডেলের নকিয়া মোবাইল ফোন এই কারখানায় উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি আমার দেখা সবচেয়ে সেরা কারখানা। অদূর ভবিষ্যতে সেলেক্সট্রার সঙ্গে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের জন্য আরও নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে। সেলেক্সট্রা লিমিটেডের বোর্ড চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, এই কারখানায় উৎপাদিত প্রতিটি নকিয়া ফোনের মানের প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মোবাইল শিল্পের এই বিকশিত বিশ্ববাজারে, আমরা বাংলাদেশেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই। নকিয়া ফোন দিয়ে উৎপাদন শুরু হওয়া সেলেক্সট্রার ম্যানুফ্যাকচারিং ইউনিট মোবাইল ফোন উৎপাদনের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন আধুনিক গ্যাজেট তৈরির পরিকল্পনা করছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪

বিদেশি নাগরিকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, ছিনতাইকারী গ্রেপ্তার 
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যানিং ইঞ্জিনিয়ারের (রাশিয়ান নাগরিক) ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে সিরাজগঞ্জের কামারখন্দের থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মো. আসিফ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফোনসেটটি উদ্ধারের পর রাশিয়ান নাগরিক মালিকের কাছে হস্তান্তর করেন (ওসি) মোহা. রেজাউল ইসলাম। গ্রেপ্তার আসিফ উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকার বাসিন্দা। পুলিশ জানান, গত শনিবার ট্রেনে করে ঢাকা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে জামতৈল রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় বিদেশি ওই নাগরিকের হাত থেকে আই ফোন-১৩ নিয়ে দৌড়ে পালিয়ে যান আসিফ। এ ঘটনায় রাশিয়ান নাগরিক ওই দিনই ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কামারখন্দ থানা-পুলিশ ফোনসেটটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যায় ফোনটি উদ্ধার করে বিদেশি নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অপরাধীকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়