• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
গত কয়েক দিন ধরেই তামিম ইকবালের দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানান গুঞ্জন। গুঞ্জন উঠে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমকে ফেরাতে পারে আলোচনা করছে বিসিবি। এবার তামিমের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, আগামী বছর ফিরতে পারেন তামিম। পাপনের ভাষ্যমতে, ‘লাস্ট ওর (তামিম) সঙ্গে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল ও (তামিম) প্রথম জালাল ইউনুস অপারেশন্সের এবং আমাদের সিরাজ (ভাই) উনাদের সঙ্গে বসবেন; তারপর আমার সঙ্গে বসবে। তাদের সঙ্গে বসেছে, এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, ওর (তামিম) কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি, ও (তামিম) বলেছে সামনের বছর থেকে খেলবে।’ এদিকে, গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম ইকবাল। এর আগে, জুলাই মাসে আচমকা অবসর নিয়েছিলেন। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁ-হাতি এই ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। তামিম ইকবাল জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটের সঙ্গেই। বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে। কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট। দলকেও জিতিয়েছেন নিজেদের প্রথম শিরোপা। বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে বেশ ছন্দে রয়েছে। নিয়মিতই রানের দেখা পেয়েছেন তিনি।  এর আগে, গত মার্চেই বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন তামিম। যদিও সেই বৈঠকের ফল এখনও জানা যায়নি। ১০ মার্চের সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জালাল বলছিলেন, আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতির (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেব। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারব।
২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫

নতুন গন্তব্যে এমভি আবদুল্লাহ, ২৩ নাবিকের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে। এবার আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছে জাহাজটি। সেখানে পণ্য লোড করে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।  শনিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য দিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। তিনি জানিয়েছেন, আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে শনিবার রাতে জাহাজটি মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। সেখান থেকে নতুন পণ্য নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে এমভি আবদুল্লাহ। কবে নাগাদ মুক্ত ২৩ নাবিক দেশে ফিরবেন- এ প্রশ্নের জবাবে মেহেরুল করিম বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ২৩ নাবিকসহ জাহাজটি চট্টগ্রামে নোঙর করবে বলে আশা করছি। নতুন বন্দর থেকে পণ্য লোড করার পর নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতও। প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায়। ৩১ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই ২৩ নাবিক। মুক্ত হওয়ার পর পরই ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ। কড়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের দুইটি যুদ্ধজাহাজ ও তিনটি টহল জাহাজ। ২৩ নাবিকসহ জাহাজটি ২১ এপ্রিল বিকেলে আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। জেটিতে নোঙর ফেলে ২২ এপ্রিল। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।
২৮ এপ্রিল ২০২৪, ১০:০৯

মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
মিয়ানমার সেনাবাহিনীর রাইফেলের বুলেটসহ দুই রোহিঙ্গা যুবক আটক করেছে হাইওয়ে পুলিশ।  শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আটক দুই রোহিঙ্গা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-ই-৩১৪-তে আশ্রিত ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (১৯) ও নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার-৬৫, রুম নং-জে-১২৩ এর আব্দুস সালামের ছেলে আনোয়ার মোস্তফা (১৮)। তাদের কাছে মোট ১৭টি বুলেট পাওয়া গেছে। অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম জানান, টেকনাফ-কক্সবাজারমুখী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করছিল হোয়াইক্যং থানা পুলিশ। একপর্যায়ে যাত্রীর আসনে থাকা দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় কেফায়েত উল্লাহর কোমরে বাঁধা কালো রঙয়ের ব্যাগে গুলিগুলো পাওয়া যায়। অবৈধ বুলেট রাখায় ওই রোহিঙ্গা যাত্রী ও তার সহযাত্রী আনোয়ার মোস্তফাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমার থেকে এই বুলেট কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নেওয়ার জন্য বহন করছিল। ১৯ এপ্রিল তারা দালালের মাধ্যমে মায়ানমারের মংডু জেলার মিয়ানমার সেনাবাহিনীর বুচিডং ক্যাম্পে যায়। সেখানে সেনাবাহিনী তাদেরকে জিথ্রি রাইফেল চালানোর প্রশিক্ষণ দেয়। সেনাবাহিনীর পক্ষে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়।  তিনি আরও জানান, মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্পে সাত দিন থাকার পর অতিরিক্ত গরম ও খাদ্য কষ্টে সেখান থেকে আজ সীমান্ত পেরিয়ে পুনরায় বাংলাদেশে পালিয়ে আসে। এ বিষয়ে টেকনাফ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
২৮ এপ্রিল ২০২৪, ০০:০১

বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে চাচা-ভাতিজির। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)। তারা বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পঁচাপুকুর পাড় এলাকায় একটি অটোরিকশাকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলেএ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ট্রেনটি আটকা পড়ায় সাময়িক বন্ধ হয়ে যায় জামালপুর-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। রাত ১২টায় ট্রেনটি জমালপুরের উদ্দেশে ছেড়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন অতিক্রম করে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি এলাকায় মিন্টু কলেজ ও নতুন বাজার রেলক্রসিংয়ের মাঝে পঁচা পুকুরপাড় এলাকায় ক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি অটোরিকশার ২ যাত্রীকে প্রায় একশ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। তাদের আর বাড়ি ফেরা হয়নি।
২৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৫

হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
কয়েক দিন আগেই গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় আর ঢাকায় ফিরছেন না জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বিষয়টি। তবে হাথুরুসিংহে ঢাকায় না-ফেরার গুঞ্জনটি সত্য নয় বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা।  বিসিবির সূত্রে জানা গেছে, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে হবে শেষ দুই ম্যাচ।  হাথুরু ইস্যুতে অভিযোগও করেছে বিসিবি। তারা বলছে এই কোচকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন।  বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২

দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের দলে ফেরা না ফেরার নাটক যেনো শেষই হচ্ছে না। বিপিএলের পর সিদ্ধান্ত আসার কথা থাকলেও তামিমের সঙ্গে এখনও বসতে পারেননি বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এবার জানা গেছে বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্তর সঙ্গে সময় চেয়েছেন তামিম। সোমবার মিরপুরে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচ শেষে তামিমের সঙ্গে আলাপ করতে দেখা যায় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। মঙ্গলবার (১৬ এপ্রিল) একটি বাণিজ্যিক অনুষ্ঠানে গিয়ে তামিমের সঙ্গে কি কথা হয়েছে জানিয়েছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, সুন্দরভাবে বসে আড্ডা দেওয়া হয়েছে। ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন। ‘একটু চিন্তা-ভাবনা করবেন হয়তো। ডিপিএলও চলছে। টুর্নামেন্ট শেষ হোক। আমারও একটু চিন্তা-ভাবনা করা লাগবে। এমনিতে নরমালি একটু ক্রিকেট নিয়ে... কী অবস্থা, কী আছে এসব কথাই হয়েছে।’ তামিমকে দলে নেওয়া বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া।  ‘তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জিতিয়েছেন টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তাই শান্তর কাছে প্রশ্ন আসে তাদের টি-টোয়েন্টিতে ফেরাবেন কি না।  জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেট আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৫৫

শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের শুকুরকান্দি নামকস্থানে পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  রোববার (১৪ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী জুই খাতুন (২১) ও শ্যালক জীবন আলী।  নিহত হেলাল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন মোড়ভাঙ্গা গ্রামের গোলজার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আব্দুল জলিলের জামাতা শশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে রাতে নিজের বাড়ি ফেরার পথে শুকুরকান্দি ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলে থাকা স্ত্রী জুই খাতুন ও শ্যালক জীবন আলী আহত হওয়ায় তাদের বামন্দিতে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। তার পরিবারের লোকজন কোনো অভিযোগ করেননি। পুলিশ যাওয়ার আগেই মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন তারা।
১৫ এপ্রিল ২০২৪, ১৩:১৫

সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর ডিপিএলে শেখ জামালের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। কারণ, পবিত্র ওমরা হজ পালন করতে সৌদি আরবে যান সাকিব।  এরপর পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে সৌদি থেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই বিশ্বসেরা অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-সন্তানদের সঙ্গে সেই ছবিও দেখা গেছে।  তবে কবে নাগাদ দেশে ফিরছেন সাকিব এটি এখন বড় প্রশ্ন। কেননা ঈদের ছুটি শেষে আজ (সোমবার) থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের দশম রাউন্ড। আর এদিন পারটেক্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের শেখ জামাল।  এই ম্যাচে সাকিবকে পাওয়া যাবে না সেটি স্পষ্ট করেছেন শেখ জামালের কোচ সোহেল ইসলাম। তবে পরবর্তী ম্যাচ আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে দেখা যেতে পারে তাকে। রোববার (১৪ এপ্রিল) গণমাধ্যমে সোহেল বলেন, সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে। এদিকে পরের ম্যাচে আবাহনীর বিপক্ষে শেখ জামালের খেলা সহজ হবে না বলে জানিয়েছেন দলের কোচ সোহেল। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, আবাহনী অনেক ভাল দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভাল। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।  ‘গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভালো করার।’  
১৫ এপ্রিল ২০২৪, ১৩:০৬

ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার, হাসপাতালে মেয়ে
গাজীপুরের কাপাসিয়ায় মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ইদের দাওয়াত দিয়ে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় বাবা নিহত ও শিশু মেয়ে আহত হয়েছে।  রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আমরাইদ-বারিষাব সড়কের আমারাইদ ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ইসলাম (৪২) কাপাসিয়া উপজেলার টোক নয়ন গ্রামের নজিবুল্লাহর ছেলে। গুরুতর আহত নিহতের শিশু মেয়ের (০৪) নাম পাওয়া যায়নি।  স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। দুর্ঘটনার পর চালক অটোরিকশা ফেলে পালিয়ে গেছে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার আমরাইদ-বারিষাব সড়কের আমারাইদ ব্রিজের কাছে অটোরিকশা পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগে। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ সময় রফিকুল ইসলাম নিহত ও তার শিশু মেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে।  তিনি আরও জানান, নিহতের মরদেহ আমরাইদ জেনারেল হাসপাতালের রয়েছে। স্থানীয় আমরাইদ জেনারেল হাসপাতালের স্টাফ এখলাস মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত রফিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। জানায় ।  
০৮ এপ্রিল ২০২৪, ০৪:১৭

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
বিপিএলের পর তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা ছিল বিসিবির। তবে এখনও তামিমের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ক্রিকেট বোর্ড। এবার দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দেশের একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের হাই-হ্যালো হয়। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।  ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ২২ গজ মাতিয়েছেন তামিম ইকবাল। তারপর বেশ চড়াই উৎরাই, আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে গিয়েছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা। তারপর বিশ্বকাপের দল থেকে ছিটকে যাওয়া কি হয়নি এই সময়ে। সবকিছুকে পিছনে ফেলে বিপিএলে বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। টুর্নামেন্টে সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এ ছাড়াও চলতি ডিপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ড্যাশিং ওপেনার। এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিবকে নিয়েও কথা বলেন লিপু। তিনি বলেন, সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিলো। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে।  সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কিভাবে রাখতে হবে।’ 
০৬ এপ্রিল ২০২৪, ১৪:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়