• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন 
টানা ৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুরে দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। খবর এএফপির। এর আগে গত মার্চে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন পুতিন। প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সব সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। ৭১ বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা থাকলেও অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভি উপস্থিত ছিলেন।  এদিকে অনুষ্ঠানে দেখা যায়নি পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের। এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে রুশ বাহিনীর ‘অন্যায়’ অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৬ সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগদানের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করেন ভ্লাদিমির পুতিন। এরপর ১৯৯৯ সালে প্রথমাবরের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। একই বছর দেশটির পূর্ণ ক্ষমতা পান তিনি। পরে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন পুতিন। এরপর ২০০৪ সালের নির্বাচনে ৭১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন। রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি না থাকায় ২০০৮ সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হয়েছিলেন। এরপর ২০১২ সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল ৪ বছর থেকে ৬ বছরে উন্নীত করেন এবং দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি সংবিধান থেকে রহিত করেন। সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন টানা ২৮ বছর রাশিয়ার ক্ষমতায় থাকা দীর্ঘ সময় প্রেসিডেন্ট। এবার শপথ গ্রহণের পর মেয়াদ সম্পূর্ণ করতে পারলে স্ট্যালিনকে পেছনে ফেলতে সক্ষম হবেন পুতিন।  
৫ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় গাজায় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে পেত্রো বলেন, তার দেশ আগামীকালই (বৃহস্পতিবার) ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। এছাড়া অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানান।  লোকভর্তি জনসমাগমস্থলে পেত্রো তার ঘোষণায় বলেন, ‘আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে, আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কগুলো ছিন্ন করব’। পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন।  পেত্রো আরও বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেন, পেত্রোর এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’।     
০২ মে ২০২৪, ১০:২২

৩০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৪৯২ -  স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়। ১৭২৫ -  স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়। ১৭৮৯ -  জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন। ১৮৩৮ -  নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। ১৮৬৩ -  ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধিনস্থ করা হয়। ১৮৯৪ -  বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ -  তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ১৯৩৯ -  এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়। ১৯৪৫ -  চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। ১৯৭২ -  উত্তর ভিয়েতনাম , দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়। ১৯৭৫ -  উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ -  বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮০ -  কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়। ১৯৯৩ -  টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়। ২০০১ -  দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন। ২০০৫ -  নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন। জন্ম: ১২৪৫ -   তৃতীয় ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৭৭৭ -   ইয়োহান কার্ল ফ্রিডরিশ গাউস, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী। ১৮৩৪ -  লেখক ও কীটতত্ত্ববিদ জন লবক । ১৮৭০ -   দাদাসাহেব ফালকে, তিনি ছিলেন ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৮৯৩ -   জোয়াকিম ভন রিবেনট্রপ, তিনি ছিলেন জার্মান সৈনিক ও রাজনীতিক। ১৯০১ -   সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। ১৯০২ -   থিওডোর উইলিয়াম শুল্ট্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ। ১৯১৬ -   ক্লদ শ্যানন, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। ১৯২৬ -   ক্লরিস লেয়াখমান, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৩৮ -   নাট্যকার শেখ আকরাম আলী। ১৯৪৩ -   ফ্রেডেরিক চিলুবা, তিনি জাম্বিয়ান রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট। ১৯৪৯ -   এন্টোনিও গুটেরেস, তিনি পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৪তম প্রধানমন্ত্রী। ১৯৫৬ -   লারস ভন ট্রাইয়ার, তিনি ডেনিশ পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ -   স্টিফেন হারপার, তিনি কানাডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী। ১৯৬৪ -   ইয়ান অ্যান্ড্রু হিলি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৬৭ -   ফিলিপ কিরকোরোভ, তিনি বুলগেরিয় বংশোদ্ভূত রাশিয়ান গায়ক, অভিনেতা ও প্রযোজক। ১৯৮১ -   জন ফ্রান্সিস ও’শি, তিনি আইরিশ ফুটবলার। ১৯৮২ -   কিয়ের্স্টেন ডান্‌স্ট, তিনি চলচ্চিত্রভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও পরিচালক। ১৯৮৬ -   ডায়না আগরোন, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার। ১৯৮৭ -   রোহিত শর্মা, তিনি একজন ভারতীয় ক্রিকেটার। মৃত্যু: ০০৬৫ -   লুকান, তিনি ছিলেন রোমান কবি। ১০৩০ -   মাহমুদ গজনভি, তিনি ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ১৮৬৫ -   রবার্ট ফিটযরয়, তিনি ছিলেন নিউজিল্যান্ড এডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ। ১৮৮৩ -   এদুয়ার মানে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী। ১৯৪৩ -   অটো ইয়েসপার্সেন, তিনি ছিলেন একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজ ব্যাকরণ বিশেষজ্ঞ। ১৯৪৩ -   মার্থা বিয়াট্রিস ওয়েব, তিনি ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। ১৯৪৫ -   ইভা ব্রাউন, তিনি ছিলেন অ্যাডলফ হিটলার এর স্ত্রী ও সবচেয়ে অন্তরঙ্গ সহচরী। ১৯৫৬ -   আলবেন ডব্লিউ. বারক্লেয়, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫ তম উপ-রাষ্ট্রপতি। ১৯৮৩ -   জর্জ বালাঞ্চিনে, তিনি ছিলেন রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার। ১৯৮৯ -   সের্জিও লেওনে, তিনি ছিলেন ইতালীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১৫ -   বেন ই কিং, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
৩০ এপ্রিল ২০২৪, ০১:৪২

তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
তিন দিনের সফরে পাকিস্তানে পা রেখেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পর পাকিস্তানে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এদিন সকালে নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা। প্রতিবেদনে রেডিও পাকিস্তানের বরাত দিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজ সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হবে। প্রধানমন্ত্রী হাউসে পৌঁছালে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার প্রদান করা হবে। এ ছাড়া আর্থ ডে উপলক্ষে দুই রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর বাড়িতে একটি চারা রোপণ করবেন। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবেন তারা। রেডিও পাকিস্তান বলেছে, ‘দুই নেতা ইসলামাবাদে একটি হাইওয়েকে ইরান এভিনিউ নামকরণসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তারা একটি প্রেস টক করবেন এবং প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন।’ ইরানি প্রেসিডেন্টের এ সফর প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও জোরদার করতে এবং বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি, এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে। সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন তারা। উল্লেখ্য, গত কয়েক দশক ধরে পাকিস্তান ও ইরানের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে ইরান নজিরবিহীন ভাবেই পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা করে। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীও ইরানে প্রতিশোধমূলক হামলা চালায়।উভয় হামলাতেই প্রাণহানির ঘটনা ঘটে। মূলত এটিই ছিল গত কয়েক দশকের মধ্যে এই দুই প্রতিবেশীর মধ্যে প্রথম কোনো বড় ধরনের উত্তেজনা। অবশ্য দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গি বাদ দিলেও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তানে এই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, গত কয়েক দিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলাসহ উত্তেজনা চলছে। এ ছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও গত সপ্তাহে পাকিস্তানে সফর করেছিলেন।
২২ এপ্রিল ২০২৪, ১৪:০৪

মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে রোববার (২১ এপ্রিল) সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। এরমধ্যেই বেশির ভাগ আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায়  পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। খবর এএফপি। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত মালদ্বীপের নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করে। এসব আসনের মধ্যে ৬৬টিতে জয় পেয়েছে পিএনসি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। মাত্র আটটি আসন ছিল বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা ছিল। কেননা চীনপন্থী মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। ফলে চীনপন্থী মুইজ্জুর দল এবার পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কি না, তা ছিল বড় চ্যালেঞ্জ। গত বছর সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারতবিরোধী অবস্থান প্রকাশ করে বিজয়ী হন মোহামেদ মুইজ্জু। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মতো চীনপন্থী অবস্থান নেন। এদিকে দুর্নীতির অভিযোগে ইয়ামিনের ১১ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে গত সপ্তাহে আদালত এ সাজা বাতিল করে। চলতি মাসে যখন পার্লামেন্ট নির্বাচনের জন্য পুরোদমে প্রচারণা চলছিল, তখন মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেছেন মুইজ্জু। তার প্রশাসন মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মুইজ্জুর একজন জ্যেষ্ঠ সহকারী এএফপিকে বলেন, নির্বাচনে এবার ভূরাজনীতির বড় ধরনের প্রভাব ছিল। ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতিতে তিনি (মুইজ্জু) ক্ষমতায় এসেছেন।
২২ এপ্রিল ২০২৪, ০৮:১৫

মার্তিনেজের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট
কাতার বিশ্বকাপে ট্রাইবেকারে পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। অন্যদিকে শিরোপা খোয়ানোর পর মার্তিনেজের উদযাপনে ক্ষুব্ধ ছিল ফরাসিরা। তারই প্রতিচ্ছবি চোখে পড়লো ইউরোপা কনফারেন্স লিগের কোয়াটার ফাইনালের ম্যাচে। এই ম্যাচে ফরাসি ক্লাব লিলকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে অ্যাস্টন ভিলা। দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান মার্তিনেজ। এদিন ফরাসি ক্লাবটির ভক্তরা সমানে থেকে দুয়ো দিচ্ছিলেন মার্তিনেজকে। কিন্তু টাইব্রেকারে পেনাল্টি ঠেকানোর পর তাদের চুপ থাকার নির্দেশ দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এ ছাড়া পেনাল্টি নিতে লিল ফুটবলারদের বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন তিনি। তার এমন আচরণে ক্ষুব্ধ লিলের প্রেসিডেন্ট অলিভিয়ের লেতাং। তিনি বলেন, আমি এই ছেলেকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সে এমন মনোভাব নিয়ে চলে, যা কোনো উচ্চমান সম্পন্ন অ্যাথলেটের হতে পারে না।  ‘জয় হোক বা পরাজয়, আপনাকে শান্ত ও বিনয়ী থাকতে হবে, তাই নিজেদের নিয়েই মনোযোগী থাকতে পছন্দ করি আমি এবং এভাবেই ইতিবাচক দিকগুলো বের করি।’  প্রথমার্ধে হলুদ কার্ড দেখায় মার্তিনেজকে নিয়ে ভয়েই ছিলেন ভিলা কোচ উনাই এমেরি। বিশেষ করে টাইব্রেকারে লিল ভক্তদের চুপ করার অঙ্গভঙ্গি দেখানোর কারণে মার্তিনেজ আরও একটি হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হবে বলে ভেবেছিলেন তিনি।  তবে নিয়ম অনুযায়ী, ম্যাচে ও অতিরিক্ত সময়ে দেখানো হলুদ কার্ড টাইব্রেকারে বিবেচিত হবে না। যার ফলে মার্তিনেজ মাঠেই থাকেন। এদিকে সেমিফাইনালে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে ভিলা। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের চারে আছে। স্বপ্ন দেখছে ৪১ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগে খেলার। স্বপ্নকে সত্যিতে রূপান্তর করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মার্তিনেজ।
১৯ এপ্রিল ২০২৪, ২০:২৩

প্যারিস অলিম্পিকে এমবাপ্পেকে চান ফরাসি প্রেসিডেন্ট
ঘরের মাঠে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের খেলার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি রাজধানীতে একটি স্কুল পরিদর্শনকালে গণমাধ্যমে এ সম্পর্কে ম্যাক্রোঁ বলেন, আশা করছি সে অলিম্পিক গেমসে খেলতে পারবে।’ এর আগে অলিম্পিকে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষন করেছিলেন এমবাপ্পে।  কিন্তু সম্প্রতি রিয়াল মাদ্রিদ স্পষ্ট ভাবে সতর্ক করে দিয়ে বলেছে প্রাক মৌসুম প্রস্তুতির কথা বিবেচনা করে তারা তাদের কোন খেলোয়াড়কে অলিম্পিকে অংশ নিতে অনুমতি দিবে না। বিশ্বকাপ বিজয়ী ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে পিএসজিতে খেললেও লিগ ওয়ানের ক্লাবটির সাথে তার এ মৌসুমের পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে তার সম্ভাব্য পরবর্তী গন্তব্য। অলিম্পিকে প্রতিটি দেশের অনুর্ধ্ব-২৩ দলটি অংশ নিয়ে থাকে, তবে সেই দলে তিনজন বেশী বয়সী খেলোয়াড় খেলানোর নিয়ম রয়েছে। অলিম্পিকের ম্যাচগুলো ফিফার আন্তর্জাতিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত না হওয়ায় ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এদিকে আগামী ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪-এ ফ্রান্স দলকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে। অলিম্পিকে ফুটবল ইভেন্ট ২৪ জুলাই শুরু হয়ে ৯ আগস্ট শেষ হবে। গ্রুপ পর্বে ফ্রান্সের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড। গ্রুপের শেষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাক্রোঁ আরও বলেন, লেস ব্লুজরা  ইউরোর সেমিফাইনাল ও ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করতে পারলে  তিনি জার্মানিতে গিয়ে খেলা দেখবেন। বার্লিনে যেদিন ইউরোর ফাইনাল অনুষ্ঠিত হবে সেই ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস।  
০৬ এপ্রিল ২০২৪, ১৯:১৮

প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) বুথ ফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন।   রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের এত ভোট পাওয়াকে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হল। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।  এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বীরা পরিচিত মুখ না হওয়ায় তারা ভোটের লড়াইয়ে ভালো করতে পারবেন না তা আগে থেকেই অনুমিত ছিল। ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে পুতিন বিরোধী বিক্ষোভের মধ্যেও তার অন্য তিন প্রতিযোগীর কারও ভোটের হার দুই অঙ্কের কোটায় পৌঁছেনি। তারা কেউ ৪ শতাংশের বেশি ভোট পাননি।  শুক্রবার (১৫ মার্চ) শুরু হওয়া ভোটের প্রাথমিক ফলাফল রোববার (১৭ মার্চ) প্রকাশ করা হয়েছে। বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন। প্রাথমিক ফলাফলে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন। এতে করে ২০০ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন। এরমধ্যে দিয়ে জোসেফ স্ট্যালিনকেও ছাড়িয়ে যাবেন। ভোটের শেষ দিনের পুতিনবিরোধী বিক্ষোভে ঠিক কত মানুষ উপস্থিত হয়েছিল তা ধারণা করতে পারেনি কারাগারে আলেক্সি নাভালনির রহস্যমৃত্যু নিয়ে সমালোচনার ঝড় এবং ইউক্রেইন যুদ্ধে রুশ সেনা নিহতের তালিকা দীর্ঘ হওয়া নিয়ে দেশের ভেতরে দানা বাঁধতে থাকা ক্ষোভের মধ্যেও নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনের জয় একরকম নিশ্চিতই ছিল। কারণ, নির্বাচনে পুতিনের কোনও শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। আরও ছয় বছরের জন্য সুসংহত হবে তার ক্ষমতা।  টানা দু’বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য ২০২১ সালেই আইন পরিবর্তন করেছিলেন পুতিন। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছেন তিনি। এদিকে পুতিনের জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তার রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দি করে রেখেছেন, আর অন্যদের তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।
১৮ মার্চ ২০২৪, ০৯:০৭

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
রাশিয়ায় শুক্রবার (১৫ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ভোটগ্রহণ। ১৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে চলবে এ ভোটগ্রহণ। এতে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট। এক ভিডিওবার্তায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৭১ বছর বয়সী পুতিন বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা যায়। গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন। এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের এ যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছিল রাশিয়া। ভিডিওবার্তায় পুতিন বলছিলেন, জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়। আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।
১৫ মার্চ ২০২৪, ০৮:৫৪

পুতিনের নির্বাচন দেখতে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি
ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দেখতে বুধবার (১৩ মার্চ) দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিইসির সফরসঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তিনি। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইনসের একই পথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ। সফরকালে সিইসি ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা-খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলে জানা গেছে। রাশিয়ার ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সে ক্ষেত্রে তিনি ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন।
১২ মার্চ ২০২৪, ২৩:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়