• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের আঙুল (ভিডিও)
তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল ট্রেনে কাটা পড়েছে। রাজধানীর খিলগাঁওয়ে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  স্থানীয়রা জানায়, খিলগাঁও থেকে কমলাপুর যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।   তার সাথে থাকা ছাত্র মাহতাব উদ্দিন আহমেদ বলেন, স্যার দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সেসময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়। তিনি ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছেন। আর বাম পায়ের সবকটি আঙ্গুলই থেঁতলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। চিকিৎসকরা এনেস্থেশিয়া দিয়ে ড্রেসিং করানোর প্রস্তুতি নিচ্ছেন। এরপর সার্জারি হতে পারে। হাসপাতালে নিয়ে আসা আনু মোহাম্মদের বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আনু মোহাম্মদ। আনু মুহাম্মদ দীর্ঘদিন ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে জাতীয় সক্ষমতা বাড়ানোর পক্ষে কাজ করছেন। তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব। দেশের অর্থনীতিসহ মানবাধিকার প্রশ্নে সরব এই লেখক ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক।
২১ এপ্রিল ২০২৪, ১৪:১৪

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পাবনা
চৈত্র মাস আসতে বাকি আর মাত্র চার দিন। ইতোমধ্যেই বিদায় নিয়েছে শীত। তবুও যেন বিদায় নেওয়া শীত ফের ফিরে এসেছে পাবনায়। রোববার রাতে প্রচণ্ড ঠান্ডা আর সোমবার (১১ মার্চ) সকালে পাবনা ঢাকা পড়েছিল ঘন কুয়াশায়।  আবহওয়ার এমন বিরূপ আচরণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পাবনা শহর এবং জেলা সদরের বাইরে গ্রামাঞ্চলেও একই রকম আবহাওয়া দেখা গেছে।  স্থানীয়রা জানান, পাবনাজুড়ে দেখা মিলছে আবহাওয়ার ব্যতিক্রমী রূপ। দিনে গরম, রাতে শীত। এ রকম বিরূপ আবহাওয়ায় অনেকেই কাশি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মাঝে শিশুদের সংখ্যাই বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন। তিনি জানান, রোববার (১০ মার্চ) ও সোমবার (১১ মার্চ) জেলায় সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২-১ দিনের মধ্যে এ অবস্থা কেটে গিয়ে শীত বিদায় নেবে।
১১ মার্চ ২০২৪, ১৪:৩৬

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন জমা পড়েছে সাড়ে তিন লাখ
নির্ধারিত সময়সীমা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সাড়ে তিন লাখ জমা পড়েছে।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, এবারে বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৩০ হাজার, সি ইউনিটে ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং বি ইউনিটে ৮৮ হাজার ৩০০। এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। প্রসঙ্গত, রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে নেওয়া শুরু হয় এবং শেষ হয় ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে চার ধাপের এই আবেদন প্রক্রিয়া আগামী ১১ ফেব্রুয়ারি শেষ হবে। এবছরও বিজ্ঞান ও মানবিক ইউনিটে চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ৩৫০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর ৫, ৬, ৭ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান থাকবে ১০০। যেখানে নূন্যতম পাশ নম্বও থাকবে ৪০ এবং ৪ টি ভুল উত্তরে ১ নম্বর কাটা হবে। ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে পহেলা জুলাই থেকে ক্লাস শুরু সুপারিশ করেছে ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটি।  
১৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়