• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
দুই দিন-দুই রাত সমুদ্রে ভেসেছিলেন ৩৫ বাংলাদেশি
ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে দুর্দশাগ্রস্ত নৌকায় থাকা ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করেছে মানবিক উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। রোববার (১৯ মে) রাত থেকে সোমবার (২০ মে) সকালের মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে এনজিও এসওএস মেডিটারানের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। খবর বার্তা সংস্থা এএফপি। অভিবাসীদের সবাই পুরুষ। তারা লিবিয়ার বেনগাজি উপকূল থেকে ফাইবারগ্লাসের নৌকায় রওনা হয়েছিলেন বলে জানিয়েছে এএফপি। মাল্টা এবং ইটালির যৌথ অনুসন্ধান জোন থেকে তাদেরকে উদ্ধার করে জাহাজে তোলা হয়েছে। জাহাজে তোলার পর সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অভিবাসীদের মধ্যে অনেকেই হাইপোথার্মিয়া এবং গুরুতর ডিহাইড্রেশনে ভুগছিলেন। তাদের সবাইকে তাৎক্ষণিক গরম কম্বল, সুপেয় পানি, খাবার এবং কাপড় দিয়েছে ওশান ভাইকিংয়ের কর্মীরা। উদ্ধার হওয়া অভিবাসীরা এএফপিকে জানিয়েছে, তারা কমপক্ষে দুই দিন এবং দুই রাত সমুদ্রে ভেসেছিলেন। রোববার সন্ধ্যায় এনজিও অ্যালার্ম ফোন ঝুঁকিতে থাকা নৌকার ব্যাপারে জানালে এসওএস মেডিটারানে তাদের উদ্ধার জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠায়। দক্ষিণ ফ্রান্সের মার্সেই ভিত্তিক এই এনজিওটি এএফপিকে জানিয়েছে, এই উদ্ধার অভিযানে আগে জাহাজটি ইটালির সিসিলির দিকে যাচ্ছিল। ইটালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে। ওই বন্দরে যেতে আড়াই দিনেরও বেশি সময় লাগবে। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ওশান ভাইকিং জাহাজের পরিচালনা সংস্থা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে তিন হাজার ১০৫ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
৪ ঘণ্টা আগে

এভারেস্ট জয়ের পর ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু
এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তারা দুজনেই মঙ্গোলিয়ার নাগরিক। আট হাজার মিটারের বেশি উচ্চতায় তাদের মরদেহ পাওয়া গেছে। ১৭ মে (শুক্রবার) উসুখজারগেলের মরদেহটি পাওয়া যায় দক্ষিণ সামিটে। পুরুভসুরেনের মরদেহটি পাওয়া যায় ব্যালকনি এরিয়ায়। খবর দ্য হিমালয়ান টাইমস। পর্বতারোহী সংস্থা এইটকের পরিচালক পেম্বা শেরপা জানিয়েছেন, উসুখজারগেল তেসেদেনদামবা ও পুরুভসুরেন লাখাগাবাজাভ গত ১৩ মে দুপুর ১২টার দিকে এভারেস্টের চূড়ায় ছবি তোলেন। তাদের কাছে থাকা মোবাইল ফোনে এমন তথ্য পাওয়া যায়। শেরপা জানান, এভারেস্টের চূড়া থেকে নামতে তাদের অনেক কষ্ট হচ্ছিল। কারণ তাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। জানা যায়, কোনো ধরনের ব্যক্তিগত গাইড ছাড়াই তারা দু‘জনে এভারেস্টের চূড়ায় যাত্রা শুরু করেন। এরপর গত ১২ মে থেকে তার নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে একজনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৬০০ মিটার উচ্চতায় ও আরেক জনের মরদেহ পাওয়া যায় আট হাজার ৪০০ মিটার উচ্চতায়।
১৯ মে ২০২৪, ২২:১৩

হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে আরও দুই সেনা নিহত ও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েল।  নিহদের সেনাদের মধ্যে একজনের নাম স্টাফ সার্জেন্ট নাখমান মেইর হাইম ভাকন (২০)। অন্যজনের নাম স্টাফ সার্জেন্ট নোয়াম বিত্তান (২০)। তারা দুজনই গিভাতি ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন। এই দুইজন এবং আরও দুই সেনা ও একজন কর্মকর্তা রাফাতে শনিবার (১৮ মে) প্রাণ হারান। তারা হামাসের একটি সুড়ঙ্গের ভেতর ঢোকে। তবে ওই সুড়ঙ্গের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করা মাত্রই সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এই দুইজন নিহত হওয়ার মাধ্যমে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৮২ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, রাফাতে আলাদা একটি ঘটনায় ৫৮৩২ নং কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের আরেক সেনা গুরুতর আহত হয়েছেন।  এ ছাড়া সেখানে আরপিজি দিয়ে একটি বুলডোজারেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল বর্তমানে গাজার রাফা এবং জাবালিয়াতে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে ব্যাপক যুদ্ধ হচ্ছে।  ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর স্বীকার করেছে, চলমান যুদ্ধের মধ্যে জাবালিয়ায় সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে তাদের। কারণ জাবালিয়ার রাস্তাঘাটগুলো খুবই সরু। আর রাস্তা সরু হওয়ায় সেখানে ট্যাংক নিয়ে প্রবেশ করতে পারছে ইসরায়েলিরা। কিন্তু হামাসের যোদ্ধারা হঠাৎ করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করছে, তারা রাফা এবং জাবালিয়ায় হামাসের অসংখ্য সুড়ঙ্গের সন্ধান পেয়েছে। এখন সেগুলো ধ্বংস করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশ নারী ও শিশু।
১৯ মে ২০২৪, ১৭:৪২

‘আমাকে দুই টুকরো করে দিলে ভালো হয়’
অভিনয়ে না থাকলেও এখন রাজনীতির ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক রচনা ব্যানার্জী। প্রথমবারের মতো রাজনীতিতে পা রেখেছেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন রচনা। বর্তমানে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এসবের মাঝেও নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে রচনাকে। তবুও দমে যাননি এই নায়িকা। একের পর এক এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। জানা গেছে, আগামী ২০ মে হুগলি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। গত ১৭ মে ছিল নির্বাচনী প্রচারণার শেষদিন। এদিন গণসংযোগে বেরিয়ে একটি রোড শো করেন রচনা। গাড়িতে করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। তবে অনেক এলাকাতেই ভোটের গণসংযোগে যেতে না পারায় বিরোধী দলীয় নেতাদের সমালোচনা শুনতে হয়েছে রচনাকে। তাই নির্বাচনী প্রচারণার শেষদিনে আক্ষেপ ঝাড়লেন তিনি। রচনা বলেন, ‘আমাকে দুই টুকরো করে দিলে ভালো হয়। অনেক জায়গায় যেতে পারছি না। দুই টুকরো করে দিলে বেশি জায়গায় যেতে পারব। অনেকে আশা করছেন, কিন্তু কিছু করার নেই।’ সমালোচকদের ট্রোল করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এসব নিয়ে আসলে কিছু বলার নেই। গণসংযোগে এসে মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের মুখের হাসি দেখতে পেয়েছি। নির্বাচনে ফলাফল যাই হোক, আমি সঙ্গে করে তাদের ভালোবাসা নিয়ে ফিরব।’  প্রসঙ্গত, হুগলি কেন্দ্রে আগামী ২০ তারিখ অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে লড়াইটা হবে। তবে নির্বাচনী ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত। আর সেদিনই জানা যাবে, কে হাসবে বিজয়ের শেষ হাসি।
১৯ মে ২০২৪, ১৬:০৮

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী
চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল, যিনি ঝড়ু পাল নামেই পরিচিত, তার স্মরণে শুরু হয়েছে দুদিনের চিত্রকর্ম প্রদর্শনী। চাঁপাইনববাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজক চাঁপাইনবাবগঞ্জে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল।  শনিবার (১৮ মে) বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বছর সমাজ সেবায় একুশে প্রদক প্রাপ্ত জিয়াউল হক। ঝড়ুপালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, আশরাফুল আম্বিয়া সাগর, সাধারণ পাঠাগারের সম্পাদক আসিক আহমেদ ফারুক, কবি আনিফ রুবেদ, অভিভাবক পরিমল কুমার কুন্ডুসহ অনান্যরা।  কবি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকর্ম প্রদর্শনীর উদ্যোক্তা, রংয়ের ভাষা স্কুলের পরিচালক জগন্নাথ শাহা।  প্রদর্শনীতে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।  
১৯ মে ২০২৪, ০০:১১

দুই বাংলাদেশিকে অপহরণ করেছে আরসা
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা দুই বাংলাদেশিকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীদের পরিবার। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফনদী ৫ নম্বর স্লুইস গেইট এলাকা থেকে তাদের অপহরণ করলেও  পরিবার বিষয়টি প্রকাশ করে শনিবার। অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)। টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। অভিযোগে তিনি বলেন, আমার ছেলে ও নাতি নাফ নদীতে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ১৬ মে সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফনদীতে যায়। সন্ধ্যায় বাড়িতে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফ নদী থেকে আরসা সংগঠনের সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। তিনদিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে। অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি। এ ব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, দুইজন চাকমা যুবক বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।  টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে সে বিষয়টি যাচাই করা হচ্ছে।
১৯ মে ২০২৪, ০৮:৩৭

ইরানে দুই নারীসহ সাতজনের ফাঁসি কার্যকর
ইরান দুই নারীসহ সাতজনের ফাঁসি কার্যকার করেছে। বিভিন্ন অপরাধের দায়ে তাদের ফাঁসি দেওয়া হয়। শনিবার (১৮ মে) এসব ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। তাছাড়া আরও এক ইহুদি নাগরিককেও ইরান ফাঁসিতে ঝুলাতে পারে বলে দাবি করেছে নরওয়েভিত্তিক অলাভজনক সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এক বিবৃতিতে আইএইচআর বলেছে, ফাঁসি কার্যকর করা এক নারীর মধ্যে একজন হলেন পারভিন মুসাভি। দুই সন্তানের মা ও ৫৩ বছর বয়সী এই নারী মাদক-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। আরেক নারী হলেন ফাতেমেহ আবদুল্লাহি (২৭)। স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ফাঁসি কার্যকর করা হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, মুসাভি চার বছর ধরে কারাগারে ছিলেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, পাঁচ কেজি পরিমাণ মাদকের একটি প্যাকেজ বহন করার জন্য এই নারীকে ১৫ ইউরোর সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। আইএইচআর জানিয়েছে, চলতি বছরের এই পর্যন্ত ইরান কমপক্ষে ২২৩টি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আর সেগুলোর মধ্যে শুধু মে মাসেই কার্যকর হয়েছে অন্তত ৫০টি। তাছাড়া এপ্রিল মাসে ছয়জন নারীসহ ১১৫ জনকে ফাঁসি দিয়েছি ইরান। সংস্থাটি আরও বলেছে, ২০১৫ সালের পর গত বছরে সবচেয়ে বেশি ফাঁসি কার্যকর করে ইরান। এদিকে, ইরানে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের এক যুবককে সোমবার (২০ মে) ফাঁসি দিতে পারে ইরান। আইএইচআর বলেছে, ওই যুবকের নাম আরভিন ঘহরেমানি (২০)। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল। তাছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকিতে রয়েছেন কামরান শেখেহ নামক কুর্দি নাগরিক। ২০০৯ থেকে ২০১০ সালের জানুয়ারির মধ্যে একই মামলায় কামরান শেখেহসহ সাত কুর্দি নাগরিককে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ। গ্রেপ্তারের প্রায় দেড় দশক পরে গত মাসে তাদের মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানে ইহুদী সম্প্রদায়ের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এরপরও ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠী ইরানেই রয়েছে।
১৮ মে ২০২৪, ২১:২২

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলায়। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। তারা পেশায় ধান কাটা শ্রমিক।  বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার নোয়াবাবাড়ি গ্রামে সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর খেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৮ মে ২০২৪, ১২:১৩

যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা
পাবনা চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা আলিফ ইয়ামান পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি। শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। আহত দুই বোন হলেন, মিম (২০) ও লাম (২০)। তারা পৌর সদরের আরাজি উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই বোনের বাবা রেজাউল করিম। লিখিত অভিযোগে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম তাকে গিয়ে বলে গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার জমজ বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পায়েল ও তার বাবা-মা মিলিয়ে যমজ দুই বোনকে বেধড়ক মারধর করে। পরে চিৎকার-চেঁচামেচি শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত চাটমোর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল বলেন, আমার মায়ের সঙ্গে ওরা দুই বোন মারামারি করছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদেরকে মারিনি। এ বিষয়ে চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা ছাত্রলীগে নেই। যদি সে দোষী সাব্যস্ত হয়, আমি তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাই।  চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ মে ২০২৪, ০৮:৩৭

চার বিভাগে আরও দুই দিনের হিট অ্যালার্ট
সারা দেশে বইছে তাপপ্রবাহ; গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এই পরিস্থিতিতে দেশের চার বিভাগে নতুন করে আরও দুই দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে জ্বলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে; ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়; ২৪ ডিগ্রি সেলসিয়াস।
১৮ মে ২০২৪, ০৮:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়