• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
‘শেকড়’ সিনেমার গল্পটা দুর্দান্ত: দিলারা জামান
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। ৮১ বছর বয়সেও যিনি কাজ করে চলেছেন ক্লান্তিহীন। সম্প্রতি নির্মাতা প্রসূন রহমানের ‘শেকড়’ ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সিনেমার অন্যান্য কলাকুশলীর সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন এই গুণী অভিনেত্রী। সেখানে তিনি বলেন, অনেক ভাল একটা কাজ হতে যাচ্ছে ‘শেকড়’। গল্পটা দুর্দান্ত। চেষ্টা করবো ভালোভাবে কাজটি শেষ করার। দিলারা জামান আরও বলেন, নতুন ও আগামীর প্রজন্মের মাঝে ইতিহাস-সংস্কৃতি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই সিনেমার মাধ্যমে দর্শক সেরকম কিছু পাবে। ‘শেকড়’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন এফ এস নাইম ও আইশা খান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াকে দেখা যাবে।
০২ মে ২০২৪, ২৩:৪৯

নতুন সিনেমায় দিলারা জামান
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নাটক-সিনেমায় কখনও তাকে দেখা গেছে মমতাময়ী মায়ের চরিত্রে, আবার কখনো ভিন্ন কোনো ভূমিকায়। বিশেষ করে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় এই অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের দাদি হিসেবে। ধারাবাহিকতা বজায় থাকবে আসছে কোরবানি ঈদেও। ‘জংলি’ সিনেমায় তাকে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীর দাদির চরিত্রে।   এরই মধ্যে এম রাহিম পরিচালিত এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন দিলারা জামান।  তিনি বলেন, ‘জংলি’ সিনেমার গল্পটি খুবই ভালো। সঙ্গে আমার চরিত্রটিও সুন্দর। আশাকরি, এই সিনেমাটি সবার ভালো লাগবে। উপভোগ্য হবে। দিলারা জামান আরও বলেন, বাইরে প্রচণ্ড গরম। তাছাড়া আমার বয়সও হয়েছে। তাই চাইলেও আর আগের মতো সেভাবে শুটিং করতে পারছি না। তবে যেসব গল্প ভালো লাগে, যে কাজগুলোর প্রতি ভালো লাগা জন্মায় সেগুলোই করার চেষ্টা করছি। ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। এখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
২৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়