• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
‘হিটস্ট্রোকে মারা যাচ্ছে দিনে লক্ষাধিক মুরগি’
চলমান তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোক করে সারাদেশে লাখ-লাখ মুরগি মারা যাচ্ছে। গড়ে প্রতিদিনে যার মূল্য দাড়ায় ২০ কোটি টাকা। এ অবস্থা চলমান থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সংকটে পড়তে পারে দেশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পোলট্রি খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার এ শঙ্কা প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন। এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।   পোলট্রি খামারিরা এখন উভয় সংকটে রয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরগির বাচ্চার সংকটে ২৮ থেকে ৩০ টাকা উৎপাদন খরচের মুরগির বাচ্চা খামারিদের দ্বিগুণ দামে ৮০ থেকে ৯০ টাকায় কিনতে হচ্ছে। এখন চলমান তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকের কারণে সারাদেশে প্রতিদিন প্রায় এক লাখ মুরগি মারা যাচ্ছে। এই ভয়ানক পরিস্থিতিতে, ডিম ও মুরগি উৎপাদন ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর গত ১০ থেকে ১২ দিনে সারাদেশে ১০ লাখের বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। এরমধ্যে ৮০ শতাংশই ছিল ব্রয়লার মুরগি। এতে মোট ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকায় দাঁড়াবে। এই অবস্থা চলতে থাকলে খামারগুলো বন্ধ হয়ে যাবে; ডিম ও মুরগির উৎপাদন কমে যাবে। এ সুযোগ কাজে লাগিয়ে কর্পোরেট ডিম ও মুরগি সরবরাহকারীরা ও তেজগাঁও-ভিত্তিক ডিম সিন্ডিকেট ডিম ও মুরগির সংকট তৈরি করা হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, জুন থেকে তারা দাম বাড়াতে শুরু করবে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডিম ও মুরগির দাম মারাত্মকভাবে বাড়বে।   এ থেকে উত্তরণের পথ দেখানো হয় বিজ্ঞপ্তিতে। সরকারের প্রতি পোল্ট্রি খামারিদের রক্ষা করার আহ্বান জানিয়ে মো. সুমন হাওলাদার বলেন, সরকারের পক্ষ থেকে খামারিদের মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে উৎপাদনে ধরে রাখতে হবে। সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে হবে। এতে করে বাজারে সংকট সৃষ্টি হবে না। 
২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৬

২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়। ১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন। ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ - আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়। ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা। ১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে । ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে। ২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন। ২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন । জন্ম: ০০৩২ - ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ড রাজা। ১৭১২ - ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম। ১৭৫৮ - জেমস মন্‌রো, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি। ১৭৯৫ - চার্লস স্টুর্ট, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার আবিষ্কারক। ১৮৩৮ - টবিয়াস আসের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত। ১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, তিনি ছিলেন একজন নিউজিল্যান্ডের চিত্রশিল্পী। ১৮৮৯ - আন্টোনিও ডে অলিভেরা সালাজার, তিনি ছিলেন পর্তুগিজ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১০০ তম প্রধানমন্ত্রী। ১৯০০ - ইয়ান হেন্ডরিখ ওর্ট, তিনি ছিলেন একজন ওলন্দাজ জ্যোতির্বিদ। ১৯০৬ - কুর্ট গ্যোডেল, তিনি ছিলেন একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ। ১৯০৮ - জন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যে। ১৯২৪ - কেনেথ কাউন্ডা, তিনি ছিলেন জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, তিনি ছিলেন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৩৭ - সাদ্দাম হুসাইন, তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। ১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৪৭ - হুমায়ুন আজাদ, তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক। ১৯৫৩ - রবার্তঅ।বলানো, তিনি ছিলেন চিলির লেখক ও কবি। ১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, তিনি ছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক। ১৯৮২ - কোয়েল মল্লিক, তিনি ভারতীয় বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী। ১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, তিনি স্প্যানিশ ফুটবলার। মৃত্যু: ১৭৪০ - প্রথম বাজিরাও, তিনি ছিলেন ভারতীয় সেনাপতি। ১৮১৩ - মিখাইল কুটুযোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল। ১৮৫৩ - লুডভিগ টিয়েক, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি। ১৯৩৬ - মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম) । ১৯৪৫ - বেনিতো মুসোলিনি, তিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক। ১৯৫৪ - লিওন জউহাউক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা। ১৯৭০ - এড বেগ্লেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, তিনি ছিলেন আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি। ১৯৯৯ - আলফ রামসে, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ। ২০১২ - মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।    
২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৫

২৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম মৃত্যু ও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়- ঘটনাবলি : ১৭৯২ - প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়। ১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। ১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়। ১৯০১ - যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়। ১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা। ১৯৬৬ - ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৭১ - ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস। ১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮২ - ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে। ১৯৮৯ - ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন। জন্ম : ১৫৯৯ - অলিভার ক্রমওয়েল, ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ। ১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার। ১৮৪৯ - ফেলিক্স ক্লাইন, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৮৫০ - লুইসে আদলফা লি বেয়াউ, জার্মান সুরকার। ১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার। ১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ১৯০৯ সালে নোবেলজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী। ১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৮৯২ - বিশিষ্ট বাঙালি শিক্ষাব্রতী জিতেন্দ্রমোহন সেন ।   ১৮৯৮ - ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবি। ১৯০০ - ভোল্‌ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী। ১৯০০ - গ্লাডউইন জেব, ইংরেজ রাজনীতিবিদ, কূটনীতিক এবং জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল। ১৯০৩ - আন্দ্রেই কোলমোগোরোভ, রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৯১৮ - গেরারড ডে. ভাউচউলেউরস, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী। ১৯২১ - ক্যারেল অ্যাপেল, ডাচ চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক। ১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৩৮ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৪৫ - বিজোরন উল্ভায়েউস, সুইডিশ গায়ক, গীতিকার ও প্রযোজক। ১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী। ১৯৪৭ - হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ, ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার। ১৯৪৯ - ডমিনিকুয়ে স্ট্রস-কাহন, ফরাসি অর্থনীতিবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৫৫ - পারভিজ পারাস্তুই, ইরানী অভিনেতা ও গায়ক। ১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ। ১৯৬৩ - ডেভিড উইলিয়াম মোয়েস, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ। ১৯৬৪ - ফিওনা ব্রুস, ব্রিটিশ সাংবাদিক। ১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৭০ - জেসন ফুসলান, আমেরিকান অভিনেতা। ১৯৭৬ - রেইনার সচুটলের, জার্মান সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ। ১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। ১৯৮২ - মার্কো রাসো, ইতালিয়ান ফুটবলার। ১৯৮২ - মন্টি পানেসর, ইংরেজ ক্রিকেটার। ১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার। ১৯৯৩ - রাফায়েল ভারানে, ফরাসি ফুটবলার। মৃত্যু : ১০৭৭ - প্রথম গেযা, হাঙ্গেরির রাজা। ১৪৭২ - লেওন বাতিস্তা অ্যালবার্তি, ইতালীয় লেখক, কবি ও দার্শনিক। ১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ। ১৮০০ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি। ১৮৪০ - সিম্যান ডেনিস পইসন, ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। ১৮৭৮ - আন্না সেওয়েল, ইংরেজ লেখক। ১৯১১ - এমিলিও সালগারি, ইতালিয়ান লেখক। ১৯২০ - ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ। ১৯৪০ - প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান। ১৯৪৮ - ধ্রুপদী রাগসঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী। ১৯৬৮ - বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল। ১৯৬৮ - বড়ে গুলাম আলী খান, ভারতীয় গায়ক। ১৯৭২ - জর্জ স্যান্ডার্স, ইংরেজ অভিনেতা। ১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক। ১৯৭৬ - ক্যারল রিড, ইংরেজ পরিচালক ও প্রযোজক। ১৯৮৮ - ভালেরি সলানাস, আমেরিকান লেখক। ১৯৯০ - ডেক্সটার গর্ডন, আমেরিকান স্যাক্সোফোননিস্ট, সুরকার এবং অভিনেতা ১৯৯২ - য়ুটাকা অযাকি, জাপানি গায়ক। ১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। ২০০০ - লুচিন্‌ লে ক্যাম, ফরাসি গণিতবিদ। ২০০১ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী। ২০০৭ - লেস জ্যাকসন। ২০০৭ - আর্থার মিল্টন, ইংলিশ ফুটবলার এবং ক্রিকেটার। ২০১২ - লুই লি ব্রকিয়, আইরিশ চিত্রকর। ২০১৪ - টিটো ভিলানোভা, স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।    
২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৯

জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
জনগণের জানমাল রক্ষার্থেই বিএনপি যেদিন সমাবেশ ডাকে, সেদিন আওয়ামী লীগও নিজেদের কর্মসূচি দেয় বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। বিএনপির সমাবেশের দিনেই আওয়ামী লীগেরও সমাবেশ থাকে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে জনগণকে রক্ষায় কর্মসূচি দেয় আওয়ামী লীগ। বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের আশঙ্কা থেকে যায়। জনগণের জানমাল রক্ষায় সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব আছে।  তিনি বলেন, আমরা মাঠে থাকলে বিএনপি নিজেদের অপকর্ম করার ক্ষেত্রে মানসিকভাবে চাপে থাকবে। সেজন্যই আমরা কর্মসূচি দিই। বিএনপির চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে জনগণের স্বার্থে আমাদের কর্মসূচি থাকা উচিত। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের অংশগ্রহণের ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাশাপাশি প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।  ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে। এখনও মন্ত্রী-এমপিদের অনেক স্বজন বলেছেন যে, ‘আমরা বিষয়টি আরও আগে জানলে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো।’ কিন্তু  নির্বাচন হওয়া পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। এখানে কেউ নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দলে। সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের দলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয় আছে। দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। চূড়ান্ত পর্যায়ে যারা প্রার্থীতা প্রত্যাহার করবে না তাদের ব্যাপারে সময়মতো দল সিদ্ধান্ত নেবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।
২৪ এপ্রিল ২০২৪, ১৬:০৫

২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়। ১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন। ১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন। ১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে। ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। ১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে। ১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। ১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু। ১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়। ১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। ১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়। ১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়। ১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়। ২০১৩ - বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে। জন্ম: ৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম। ১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার। মৃত্যু: ১৯৭২ - যামিনী রায়,চিত্রশিল্পি। ২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী। দিবস: বিশ্ব মেধা সম্পদ দিবস। রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)।
২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৮

২৩ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন। ১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান। ১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন। ১৮৯৬ - নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত। ১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। ১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়। ১৯৬১ - চল্লিশের দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন। ১৯৬৮ - নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এই দিনে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করে। ১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়। ১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়। ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়। ১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়। ১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন। ১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।   জন্ম: ১৭৭৫ -   উইলিয়াম টার্নার, তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট। ১৭৯১ -   জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি। ১৮৫৮ -   মাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৬৭ -   জোহানেস ফিবিগের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী। ১৮৯১ -  রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক সের্গেই প্রোকোফিভ ইউক্রেনের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৯৩ -  মৃত্তিকাবিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৮৯৭ -   লাস্টের বি. পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী। ১৮৯৯ -   বারটিল অহলীন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। ১৯০২ -   হাল্ডর লাক্সনেস্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি। ১৯১৮ -   মরিস দরুন, তিনি ছিলেন ফরাসি লেখক। ১৯২৮ -   শার্লি টেম্পল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক। ১৯৪১ -   রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী। ১৯৪১ -   পাভো লিপোনেন, তিনি ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী। ১৯৫৪ -   মাইকেল মুরে, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী। ১৯৫৫ -   জুডি ডেভিস, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ১৯৬২ -   জন হান্নাহ, তিনি স্কটিশ অভিনেতা ও প্রযোজক। ১৯৬৮ -   টিমোথি ম্যাকভেই, তিনি ছিলেন আমেরিকান সন্ত্রাসী, ওকলাহোমা শহরের হামলার ঘটনার সহ-অপরাধী। ১৯৭৭ -   কাল পেন্‌, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা। ১৯৮৯ -   নিকলে ভাইডিসোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।   মৃত্যু: ০৭১১ -  তৃতীয় চিল্ডেবেরট, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা। ১৬১৬ -  উইলিয়াম শেক্সপিয়র, তিনি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও নাট্যকার। ১৬১৬ -  মিগেল দে থের্ভান্তেস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৮৫০ -  উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। ১৯১৫ -  রুপার্ট ব্রুক, তিনি ছিলেন ইংরেজ কবি। ১৯৫১ -  চার্লস জি. ডাওস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট। ১৯৬৮ -  বড়ে গোলাম আলী খাঁ, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী। ১৯৭৫ -  উইলিয়াম হার্টনেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা। ১৯৮১ -  জোসেপ প্লা ই কাসাডেভেল, তিনি ছিলেন কাতালান সাংবাদিক ও লেখক। ১৯৮৬ -  অটো লুডভিগ প্রেমিঙার, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯৮৭ -  কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার মৃত্যুবরণ করেন। ১৯৯০ -  পাউলেটে গডার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী। ১৯৯২ -  সত্যজিৎ রায়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর| ১৯৯৩ - শ্রীলঙ্কার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৯৭ -  ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার। ২০০৭ -  বরিস ইয়েল্টসিন, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ২০১৪ -  পাট্রিক স্টান্ডফরড, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও শিক্ষক।   দিবস: আজ আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস।
২৩ এপ্রিল ২০২৪, ০১:৫৮

২২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ রোববার, ২২ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৩৫৮ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন। ১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন। ১৬৬২ - লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়। ১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। ১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে। ১৮৯০ - কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯১২ - রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়। ১৯১৫ - প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে। ১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ। ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে। ১৯৪৮ - অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়। ১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৮৮ - টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়। জন্ম: ১৪৫১ - প্রথম ইসাবেলা, তিনি ছিলেন কাস্টাইল রানী। ১৫৯২ - উইলহেল্ম শিকার্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। ১৭০৭ - হেনরি ফিন্ডিং, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার। ১৭২৪ - ইমানুয়েল কান্ট, তিনি ছিলেন জার্মান নৃতত্ত্ববিদ, দার্শনিক ও শিক্ষাবিদ। ১৭৬৬ - গেরমাইনে ডি স্টায়েল, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক। ১৮৫৪ - অঁরি লা ফন্তেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান আইনজীবী। ১৮৭০ - ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি ছিলেন রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ১৮৭৬ - রবার্ট বারানি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ। ১৮৯৯ - ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ নাবকফ, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত সুইস পতঙ্গবিজ্ঞানী, লেখক ও সমালোচক। ১৯০৪ - রবার্ট ওপেনহেইমার, তিনি ছিলেন মার্কিন পদার্থবিদ। ১৯০৯ - রিতা লেভি-মোন্টালচিনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান স্নায়ু। ১৯১৬ - কানন দেবী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা। ১৯১৯ - ডোনাল্ড জেমস ক্র্যাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯২৯ - মাইকেল ফ্রান্সিস আটিয়া, তিনি ছিলেন ফিল্ডস পদক বিজয়ী একজন প্রথিতযশা ইংরেজ গণিতবিদ। ১৯৩৭ - জ্যাক নিকলসন, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক। ১৯৪৫ - গোপালকৃষ্ণ গান্ধী, তিনি ভারতীয় বুদ্ধিজীবী ও পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল। ১৯৫৭ - ডোনাল্ড টুস্ক, তিনি পোলিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী। ১৯৬০ - মার্ট লার, তিনি এস্তোনিয়ার, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী। ১৯৭৪ - চেতন ভগত, তিনি ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার। ১৯৭৭ - মার্ক ভ্যান বমমেল, তিনি ডাচ ফুটবলার। ১৯৮২ - কাকা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - ডেভিড লুইজ, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - জন অবি মিকেল, তিনি নাইজেরিয়া ফুটবল। ১৯৮৯ - জ্যাসপার কিলেসেন, তিনি ডাচ ফুটবলার। ১৪৫১ - প্রথম ইসাবেলা, তিনি ছিলেন কাস্টাইল রানী। ১৫৯২ - উইলহেল্ম শিকার্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। মৃত্যু: ৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)। ১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা, তিনি ছিলেন স্প্যানিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৮৩৩ - রিচার্ড ট্রেভিথিক, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও এক্সপ্লোরার। ১৮৯২ - এডউয়ারড লালো, তিনি ছিলেন ফরাসি বেহালাবাদক ও সুরকার। ১৯০৮ - হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ বণিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ১৯৩০ - হরিগোপাল বল, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা ও ত্রিপুরা সেনগুপ্ত তারা ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯৩৩ - হেনরি রয়েস, তিনি ছিলেন মোটর গাড়ির নকশাকার। ১৯৪৫ - কাথে কল্বিটয, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৮৬ - মিরকেয়া এলিয়াদ, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ ও লেখক। ১৯৮৯ - এমিলিও জিনো সেগরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ। ১৯৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। ১৯৯৮ - ইরাকে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী ৭০ বছর বয়সে নাজাফে শাহাদাত বরণ করেন। ২০০৬ - আলিডা ভালি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেত্রী।
২২ এপ্রিল ২০২৪, ০০:৪৬

জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে কলকাতার বিপক্ষে জার্সি বদলে ফেলার ঘোষণা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবুও শেষ রক্ষা হয়নি কোহলিদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বেঙ্গালুরুর। শেষ ওভারের নাটকীয়তায় ১ রানে হারের তিতো স্বাদ পেয়েছে তারা। এতে টানা সপ্তম হারের দেখা পেলো দলটি। রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ২২৩ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে পারে বেঙ্গালুরু। এতে ১ রানের জয় পায় কলকাতা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৭ বলে ১৮ রান করে কোহলি আউট হলে ৭ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন ডু প্লেসিস। এরপর বেঙ্গালুরু শিবিরে হাল ধরেন উইল জ্যাক এবং রজত পাতিদার। দুজনের ব্যাট থেকে আসে ১০২ রান। ৩২ বলে ৫৫ রান করে জ্যাক এবং ২৩ বলে ৫২ রান করে পাতিদার আউট হলে বিপাকে পড়ে বেঙ্গালুরু। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি গ্রিন (৬) এবং মাহিপাল লোমরোরও (৪)। সুয়াশকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন দিনেশ কার্তিক। দুজনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কোহলিরা। কিন্তু ১৮ বলে ২৪ রান করে সুয়াশ আউট লড়াই করতে থাকেন কার্তিক। শেষ ১২ বলে বেঙ্গালুরু লক্ষ্য দাঁড়ায় ৩১ রান। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে কার্তিক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু। ১৮ বলে ২৫ রান করেন তিনি।  ৬ বলে বেঙ্গালুরুর লক্ষ্য দাঁড়ায় ২১ রান। তবে ২৪ কোটি রুপির স্টার্কের চার বলে তিন ছক্কার হাঁকিয়ে চমক দেখান কারান শর্মা। তবে পঞ্চম বলে কারানকে দুর্দান্ত ক্যাচে আউট করেন স্টার্ক। পরের বলে জয়ের জন্য তিন দরকার থাকলেও ডাবল নিতে গিয়ে লকি ফার্গুসন রান আউট হলে ১ রানের জয় পায় কলকাতা। এতে টানা সপ্তম হারের স্বাদ পায় বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ দিন উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। হার্সিত রানা এবং সুনিল নারিন নেন দুটি করে উইকেট।  এছাড়াও ভারুণ চক্রবর্তী ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনিল নারিন। তবে দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সল্ট। ১৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। ১৫ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন নারিনও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাঘুভানশি। ৪ বলে ৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ভেঙ্কাতিশ আইয়ারকে (১৬) সাজঘরে ফেরান ক্যামরুন গ্রিন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। তবে ৩৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। পরের বলেই গ্রিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন আইয়ার। শেষ দিকে জুটি গড়েন আন্দ্রে রাসেল এবং রামানদ্বীপ সিং। রাসেলের ২০ বলে ২৭ রান এবং রামানদ্বীপের ৯ বলের অপরাজিত ২৪ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ২২২ রানের বড় পুঁজি পায় কলকাতা।
২১ এপ্রিল ২০২৪, ২০:২৮

১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
চলতি মাসের (এপ্রিল) প্রথম ১৯ দিনে প্রবাসীরা ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি। রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ কোটি ৮১ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার এবং মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।
২১ এপ্রিল ২০২৪, ২০:৩৭

খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
দুই দিনে ময়মনসিংহ জেলায় পৃথক পৃথক ঘটনায় চারটি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজন কিশোর, একজন পুরুষ ও একজন নারী রয়েছে। এমন খুনাখুনিতে অশান্ত শিক্ষা, সংস্কৃতির এই জনপদ। এ নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১৬ ও ১৭ এপ্রিল ময়মনসিংহ মহানগরসহ জেলার গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলায় এসব খুনের ঘটনা ঘটে। এর মধ্যে নগরীতে তুচ্ছ ঘটনায় খুন হয় এক কিশোর। গত ১৬ এপ্রিল রাতে ময়মনসিংহ নগরীর মীরবাড়ী রেললাইনে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে খুন হয় মো. সামিউল সামি (১৫) নামে এক কিশোর। এ ঘটনায় নগরীর ইটাখলা এলাকার বাসিন্দা ও নিহতের বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ১৭ এপ্রিল পৃথক পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো এই মামলার এক আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।     ঈশ্বরগঞ্জে গাছের ডাল কাটা নিয়ে মারামারিতে বৃদ্ধ খুন : গত ১৬ এপ্রিল সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমুড়িয়ারচর গ্রামে গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মারামারিতে মারাত্মক জখম হন মো. আব্দুল গণী (৬০) নামের এক বৃদ্ধ। এ ঘটনার একদিন পর গত ১৭ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বৃদ্ধ। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। এনিয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান। গৌরীপুরে তুচ্ছ ঘটনায় কিশোর খুন :    গত ১৭ এপ্রিল বিকেলে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে তুচ্ছ ঘটনায় খুন হয় মো. মোফাজ্জল হোসেন (১২) নামে এক কিশোর। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।  গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে চেয়ারে বসে ছিল কিশোর মোফাজ্জল হোসেন। এ সময় একই এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মোবারক হোসেন (১৪) মোফাজ্জলকে চেয়ার থেকে উঠতে বলে। কিন্তু মোফাজ্জল চেয়ার থেকে না উঠায় তাকে কিল-ঘুষি দিয়ে অণ্ডকোষে লাথি মারে মোবারক। এতে ঘটনাস্থলেই মারা যায় এই কিশোর। এ ঘটনায় অভিযুক্তকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। খুব দ্রুত আসামি গ্রেপ্তার করা হবে, সে লক্ষে পুলিশের অভিযান চলমান আছে বলেও জানান ওসি। নান্দাইলে নারীকে কুপিয়ে ধানখেতে ফেলে রাখে দুর্বত্তরা: গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নান্দাইল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারিআনি পাড়া এলাকায় নাজমা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে খুন করে ধান খেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই নারী স্থানীয় আব্দুল মান্নানের স্ত্রী।   নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া জানান, চার সন্তানের জননী নাজমা আক্তার গতরাতে পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া শেষে রাত ১০টার দিকে বাড়ির পাশে দোকানে পান কিনতে বের হয়। কিন্তু বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়ে পাশের ধানখেতে ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ পায়।   এ ঘটনায় ১৮ এপ্রিল সকালে নিহতের ভাই মো. কামরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও খুনিদের গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ। 
১৯ এপ্রিল ২০২৪, ১২:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়