• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
তপ্ত রোদের সঙ্গে ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা
রাজধানীর হাতিরঝিল, গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র দাবদাহে একটু প্রশান্তির আশায় বসে আছেন কিছু মানুষ। পাশেই গরমে হাঁসফাঁস করছিল কয়েকটি কুকুর। হঠাৎ সাদা রঙের একটি কুকুর উঠে দাঁড়ায়। নেমে যায় ঝিলের পানিতে। কিছুক্ষণ ডুবসাঁতার দিয়ে আবার উঠে এলো ফুটপাতে।  ইট-পাথরের এই শহরে তপ্ত রোদে টিকতে না পেরে তৃষ্ণার্ত কুকুরগুলো এভাবেই বসে হাঁপাচ্ছে। একটু ছায়ার আশায় বড় কোনো গাড়ি কিংবা গাছের নিচে আশ্রয় নিচ্ছে। বোবা এই প্রাণীগুলো ছায়া পেলেও পায় না তৃষ্ণার জল। ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই চিত্র।  হাতিরঝিল এলাকায় আগে এসব কুকুরকে কিছু স্বেচ্ছাসেবী খাবার ও পানি দিতেন, কিন্তু তীব্র এ এ গরমে এখন আর তাদের দেখা যাচ্ছে না। তবে এর মাঝেও নগরীর এই প্রাণীগুলোর প্রতি কিছু মানুষের ভালোবাসার দেখা মেলে। এদেরই একজন ফুটপাতের এক দোকানি। তার মতো নগরীতে আরও কিছু মানুষ আছেন যারা অবলা তৃষ্ণার্ত এসব প্রাণীকে নিয়মিত খাবার ও পানি দিয়ে যাচ্ছেন।   সবাই যাতে নিজেদের বাসার বারান্দা কিংবা সামনের রাস্তায় ছোট একটি পাত্রে খাবারের উচ্ছিষ্ট অংশ ও পানি রেখে দেন নগরবাসীর প্রতি এমন আহ্বান জানালেন রাইট টক বাংলাদেশের সভাপতি আল আমিন তৌহিদ। তিনি বলেন, এতে ক্ষুধা ও তৃষ্ণা মিটবে পাখি, কুকুর ও বিড়ালসহ অবলা প্রাণীর।
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়