• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক জাহিদ
ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। শনিবার রাজধানীর সোয়ারীঘাটের বুড়িগঙ্গা মঞ্চে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ শেষে এ কমিটি গঠন করা হয়।  দুই বছরের এই কমিটির সহ-সভাপতি হয়েছেন বাসসের ঈহিতা জলিল, আজকের পত্রিকার মো. আয়নাল হোসেন, এশিয়ান টিভির লাবন্য ভূঁইয়া।  এছাড়া যুগ্ম সম্পাদক পদে মানবজমিনের রাশিম মোল্লা, অর্থ সম্পাদক পদে বিটিভির মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসির লিটন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে আজকের পত্রিকার মো. হুমায়ুন কবীর নির্বাচিত হয়েছেন।  কমিটির অন্যরা হলেন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুর রশিদ, ক্রীড়া সম্পাদক পদে এনটিভির কুশল ইয়াসির, সাংস্কৃতিক সম্পাদক পদে চ্যানেল আইয়ের অনজন রহমান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ডিবিসির আফসানা জাহান নীলা, কল্যাণ সম্পাদক পদে মো. আবুল কাশেম, নারী সম্পাদক পদে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা।  কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন আরটিভির মমিন হোসেন, সংগ্রামের কামরুজ্জামান হিরু, বাংলা ভিশনের দিপন দেওয়ান, বাংলা নিউজের এসএমএ  কালাম, চ্যানেল টোয়েন্টি ফোরের রেদোয়ান শুয়েব, যমুনা টিভির রাশেদ নিজাম, একুশে টেলিভিশনের আবু হুরায়রা তামিম, মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু, আরটিভির শাহাবুদ্দিন শিহাব, বাংলা নিউজের দেলোয়ার হোসেন বাদল, এখন টিভির শাহরিয়ার জামান দ্বীপ, দৈনিক সংবাদ প্রতিদিনের মিঠুন সরকার নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া, উপদেষ্টা করা হয়েছে ৭১ টিভির হেড অব নিউজ  শাকিল আহমেদ, শামীম সিদ্দিকী, আকতার হোসেন, কেএম বাবর আশরাফুল হক, বরুণ ভৌমিক নয়ন, কামরুজ্জামান খান ও সাইদুজ্জামান রওশনকে।
২১ এপ্রিল ২০২৪, ১২:৪২

কোয়ান্টাম ফিজিক্সে অভূতপূর্ব সাফল্য পেলেন বাংলাদেশি গবেষক
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘ ১৫ বছর গবেষণার পর কোয়ান্টাম ফিজিক্সের কঠিন এক সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন। আর এই গবেষণার নেতৃত্বে ছিলেন একজন বাংলাদেশি গবেষক। তার নাম এম জাহিদ হাসান। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নেচার ফিজিক্স জার্নালে প্রকাশিত সংখ্যায় এই তথ্য জানানো হয়।  এম জাহিদ হাসান ইতিমধ্যেই কোয়ান্টাম ফিজিক্স গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। তিনি প্রিন্সটনের ল্যাবরেটরি ফর টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেক্ট্রোস্কোপির নেতৃত্ব দেন। এ ছাড়া জাহিদ হাসান ক্যালিফোর্নিয়ার লরেন্স বার্ক্লে ন্যাশনাল ল্যাবরেটরির একজন ভিজিটিং ফ্যাকাল্টি সায়েন্টিস্ট এবং কোয়ান্টাম ফেনোমেনা ইন টপোলজিক্যাল ম্যাটেরিয়ালস ক্ষেত্রে তার গবেষণার জন্য বেটি অ্যান্ড গর্ডন মুর ফাউন্ডেশন থেকে ইপিআইকিউএস-মুর ইনভেস্টিগেটর হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকরা বিসমাথ ব্রোমাইড নামের মাত্র কয়েক ন্যানোমিটার প্রশস্ত একটি বস্তু ব্যবহার করেন এবং কোয়ান্টাম কোহেরেন্স নামের একটি ঘটনা পর্যবেক্ষণ করতে সক্ষম হন আগের তুলনায় বেশি তাপমাত্রায়।  কোয়ান্টাম কোহেরেন্স হলো- কোয়ান্টাম মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ ধারণা। কোয়ান্টাম মেকানিক্সের অন্যান্য ধারণাগুলো হলো- সুপারপজিশন ও এনট্যাংগলমেন্ট। এগুলো বুঝতে হলে কোয়ান্টাম কোহেরেন্স জরুরি। কিন্তু কোয়ান্টার কোহেরেন্স পর্যবেক্ষণ করতে খুবই কম তাপমাত্রা (প্রায় পরম শূন্য) প্রয়োজন হতো। কিন্তু প্রিন্সটন ইউনিভার্সিটির এই গবেষণায় সাফল্য প্রমাণ করে যে, এর চেয়ে বেশি তাপমাত্রাতেও কোয়ান্টার কোহেরেন্স পর্যবেক্ষণ সম্ভব।  বিসমাথ ব্রোমাইড ছিল এই গবেষণার তুরুপের তাস। বেশি দূরত্বে ও বেশি তাপমাত্রায় কোয়ান্টাম কোহেরেন্স ধরে রাখতে তা সক্ষম। প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষকরা অতীতের এক পরীক্ষায় বিসমাথ ব্রোমাইড তৈরি করেছিলেন। কিন্তু এই প্রথম করা হলো কোয়ান্টাম কোহেরেন্স পর্যবেক্ষণে এর কার্যকারিতা পরীক্ষা।  গবেষণাটির সাফল্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা তা ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং এবং কম বিদ্যুৎ ব্যবহার করে এমন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে কাজে আসতে পারে। এ ছাড়া কোয়ান্টাম ফিজিক্স গবেষণা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও এর গুরুত্ব অপরিসীম। এক সময়ে সাধারণ ইলেকট্রনিক ডিভাইসগুলোর বদলে ইলেকট্রনের কোয়ান্টাম বৈশিষ্ট্য ব্যবহার করে এমন ডিভাইস সর্বজনীনভাবে ব্যবহার হবে, ফলে বিশাল পরিমাণে বিদ্যুৎ খরচ কমে আসবে বলে আশা গবেষকদের।
০২ মার্চ ২০২৪, ১৬:৫৮

অবশেষে বড় পর্দায় নাম লেখাচ্ছেন মেহজাবীন
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। যেকোনো চরিত্রেই খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন তার ভক্তরা। অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বড় পর্দায় নাম লেখাচ্ছেন মেহজাবীন।  বছরের শুরুতেই বড় পর্দায় অভিষেকের ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন। তবে কবে, কীভাবে বড় পর্দায় অভিষেক ঘটাবেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এই অভিনেত্রী।  বুধবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রথম চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন মেহজাবীন। ওই পোস্টারে দেখা যায়— এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে।  মেহজাবীনের প্রথম সিনেমার নাম ‘সাবা’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মাকসুদ হোসেন। অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্রযোজনাও করছেন মেহজাবীন। সিনেমাটির গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। সিনেমায় মেহজাবীন ছাড়া আরও অভিনয় করতে দেখা যাবে— রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ারকে।   প্রসঙ্গত, মেহজাবীন অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘আরারাত’। গেল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে সিরিজটি। এটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রোজী সিদ্দিকী।    
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাহিদ হাসান
চলতি সপ্তাহে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি।   মঙ্গলবার (৩০ জানুয়ারি) শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নিয়ে যাওয়া হয় জাহিদকে। অভিনেতার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, শীতকালে জাহিদ ভাইয়ের শ্বাসকষ্ট হয়। এটা বড় কোনো ব্যাপার নয়। এখন তিনি সুস্থ। বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।  পরে গত ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।  প্রসঙ্গত, অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

জাহিদ হাসানের সর্বশেষ অবস্থা জানালেন স্ত্রী মৌ
হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিনেতার স্ত্রী মৌ গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যারা নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে জাহিদ হাসানের জন্য দোয়া চাই। জাহিদ হাসানের অসুস্থতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। ঠান্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:০৩

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান
হাসপাতালে ভর্তি হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক জাহিদ হাসান। রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে তাকে চলতি সপ্তাহে ভর্তি করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের ‘সি’ ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে। হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান। জানা যায়, শীতের কারণে এ অভিনেতা বেশ বেকায়দায় পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এর পরপরই তাকে সেখানে আনা হয়। প্রসঙ্গত, অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।
২৯ জানুয়ারি ২০২৪, ২১:০৬

মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
মানিকগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মোট ৭২ হাজার ৯৭৮ ভোটের মধ্যে পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট এবং জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় জাহিদ মালেক বলেন, গেল এক মাস শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ উৎসাহ নিয়ে প্রচার-প্রচারণা করেছে। সেখানে নৌকা প্রতীকে ব্যাপক সাড়া পেয়েছি। সারাদেশের মতো মানিকগঞ্জ-৩ আসনেও অনেক উন্নয়ন হয়েছে। প্রসঙ্গত, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। 
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়