• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
‘লিপস্টিক’-এর হল সংখ্যা বৃদ্ধি, যা জানালেন আদর আজাদ
কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’। এতে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। নতুন খবর হলো, ঈদের তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটির হলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। আর এ নিয়ে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিনেমার চিত্রনায়ক আদর আজাদ। তিনি বলেন, তৃতীয় সপ্তাহে এসে ‘লিপস্টিক’-এর সিনেমা হলের সংখ্যা বেড়েছে। খুবই ভালো লাগছে। প্রথম যখন সিনেমার গল্পটা পড়ি, তখনই মনে হয়েছে দারুণ কিছু হবে। এই সিনেমা দেখতে দর্শক হলে যাবে। আদর আজাদ আরও বলেন, একটি সিনেমার প্রধান আকর্ষণ গল্প। দর্শক পছন্দ করবে, এমন রসদ আছে আমাদের ‘লিপস্টিক’-এ।  আর সে কারণেই হলমুখী হচ্ছে দর্শক। আমাদের টিমের এই আত্মবিশ্বাসটা ছিল, হল বাড়বে। এখন সেটাই হচ্ছে। বর্তমানে দেশের ৩২টি সিনেমা হলে চলছে ‘লিপস্টিক’। আশা করি, এই সংখ্যা আরও বাড়বে।  এ সময় এই চিত্রনায়ক সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের এই পথচলায় সংবাদমাধ্যমের বেশ সহযোগিতা পেয়েছি। সে কারণে আমরা কৃতজ্ঞ। সিনেমাটি নিয়ে কোনো প্রতিবন্ধকতা বা পলিটিকসের শিকার হতে হয়েছে কি না, জানতে চাইলে আদর আজাদ বলেন, পলিটিকস সব জায়গাতেই আছে। সেটা হোক নিজের পরিবার কিংবা বন্ধুবান্ধবদের মধ্যে। কিন্তু কী লাভ হলো, পলিটিকস করে তো কেউ হলের সংখ্যা কমাতে পারেনি। তাই এসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার নেই। 
২৯ এপ্রিল ২০২৪, ১২:০৪

ফেসবুক পেজ হ্যাক, উদ্ধারের পর যা জানালেন হানিফ সংকেত
জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকারদের কবলে পড়েছিল। তবে বেশিক্ষণ তারা পেজটি নিজেদের দখলে রাখতে পারেনি। খুবই অল্প সময়ের মধ্যে হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেন।  রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় হ্যাকাররা হানিফ সংকেতের পেজে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করে।  ১ কোটিরও বেশি অনুসারীর ফেসবুক পেজটি ফিরে পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান হানিফ সংকেত। এক পোস্টে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এই পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে; যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’ জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ প্রসঙ্গত, জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। পাশাপাশি নাটক নির্মাণেও সাফল্য রয়েছে তার। 
২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪১

লঙ্কা সিরিজে ভরাডুবির কারণ জানালেন সুজন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি দেখছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। শনিবার (২৭ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে সুজনের ভাষ্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, পুরো কম প্রস্তুতি সম্পন্ন একটি দল খেলেছে। ওইখানে যে সফলতা আসবে না; এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। ছেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে। লাল বলের চর্চাটা কমে যাচ্ছে। আমরা বিপিএল, ডিপিএল শেষ করলাম। এরপর আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট খেলি, আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল? ডিপিএলে খেলছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’ এদিকে দলের এমন ভরাডুবির পেছনে টিম ম্যানেজমেন্টের দায়ও দেখছেন বিসিবির এই পরিচালক। তার মন্তব্য, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। দুটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল, লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন তারা করেননি, তারা জানে। শ্রীলঙ্কা সিরিজ দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। এটা আমাদের প্রস্তুতির অভাব। আশা করি, বিসিবি থেকে উদ্যোগ নেওয়া হবে; আমাদের লাল বলের প্লেয়াররা হয়তো প্রিমিয়ার লিগের পর একটা বিশ্রাম নিয়ে রাজশাহী বা বগুড়া চলে যাবে লম্বা ট্রেনিং ক্যাম্পের জন্য। ওইটা যদি হয়, তাহলে বলতে পারি সামনে যেসব টেস্ট ম্যাচ হবে সেখানে আমরা ঘুরে দাঁড়াব।’ উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজে দারুণ লড়াই করলেও ২-১ ব্যবধানে হেরে যায় শান্তর দল। সাদা বলে সিরিজে জমজমাট লড়াই করলেও লাল-বলে পাত্তাই পায়নি টাইগাররা। তালগোল পাকিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই ব্যর্থ ছিল তারা। ফলে ২-০ ব্যবধানে সিরিজটা হেরেছে টাইগাররা।
২৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১

মিরাজ কেন বাদ, জানালেন পাপন
দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। আগামী জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচক প্যানেল। এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ধারণা করা হচ্ছে, আসন্ন বৈশ্বিক মহারণ থেকেও বাদ পড়তে যাচ্ছেন তিনি। তবে ঠিক কী কারণে অভিজ্ঞ মিরাজকে বিবেচনায় নেওয়া হয়নি, সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মিরাজকে বাদ দেওয়ার পেছনে দিলেন খোঁড়া যুক্তি। মিরাজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার সুযোগও দেখছেন না, বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মিরাজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  পাপনের ভাষ্যমতে, ‘আমি জানতাম না। কিন্তু এখানে বেসিক জিনিসটা হচ্ছে, তারা যখন দলটা নির্বাচন করে, আপনি এখন এখানে কার কথা বলবেন, ১৫ জনের দলে বা ১৭ জনের দলের মধ্যে খেলবে কিন্তু ১১ জন। এই ১১ জন যখন আপনারা ঠিক করেন, আপনাদেরই যদি প্রশ্ন করি বলবেন, এখানে বাকিরা খেলবে না। এখন আপনি কি মনে করেন মিরাজের মতো ছেলেকে না খেলিয়ে বসিয়ে রাখা উচিত।  ক্রীড়ামন্ত্রীর মন্তব্য, আমি বলছি যাদের নিয়ে খেলানোর সম্ভাবনা আছে, তারা আছে কিনা; সেটা দেখেন, বেস্ট ইলেভেন। সেরা একাদশে আপনি যদি নিজেরাই সাজাতে চান, তাহলে আপনি দেখবেন; স্কোয়াড ঠিক আছে! আপনি যদি এখন অতিরিক্ত প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, সেটার ভিতরে যদি মিরাজকে ধরেন, এটা তো দুঃখজনক। এটায় মিরাজকে ধরা উচিত না। তার যেকোনো সময় যেকোনো ফরম্যাটে সেরা একাদশে খেলতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে এই মুহূর্তে সে হয়তো আসে নাই। কিন্তু সে সবসময় প্রস্তুত থাকবে। আমাদের যদি দরকার হয়, সে যাতে ওইখানে গিয়ে জয়েন করতে পারে।  এ সময়ে বছরজুড়ে সিরিজের প্রসঙ্গও যোগ করেন তিনি। পাপনের দাবি, আরেকটা কথা যে পরিমাণ খেলা ক্রিকেটে এখন সারা বছর ধরে, এটা কারোর পক্ষেই সব খেলা সম্ভব না। ওডিআই, টি-টোয়েন্টি আর টেস্ট; অনেক খেলা। আমরা বছরে যেখানে খেলতাম, দুই বা তিনটা সিরিজ, এখন আমাদের ১৫ থেকে ১৬টা খেলতে হচ্ছে। তাই সবাই যেসব ফরম্যাটে খেলবে, বিষয়টা সেটা না। মিরাজ যদি টেস্ট এবং ওয়ানডেতে মনোযোগ দেয়, তাহলে ভালো। কিন্তু টি-টোয়েন্টিতে খেলবে না। এমন কোনো কথা নেই। যখন দরকার হবে, অবশ্যই খেলবে।  
২৮ এপ্রিল ২০২৪, ১০:৫২

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিসমাহ। ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে দলটির টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নেন তিনি। পরের বছরই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৬ রানের পাশাপাশি ৮০টি উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক। ক্যারিয়ারে কোনো শতক না পেলেও ৩৩টি ফিফটি করেছেন তিনি।  অবসর নিয়ে বিসমাহর ভাষ্য, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অবসর বার্তায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মন্তব্য, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সবসময়ই মনে থাকবে।’
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩১

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত জাতিসংঘ চীনা ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।  চাইনিজ ক্যালিগ্রাফ সংস্কৃতি কেন্দ্র প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে জাতিসংঘের চীনা ভাষা দিবস। বাংলাদেশের চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট ও আধুনিক ভাষা ইন্সটিটিউট।    এসময় কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, আজকের এই আয়োজনে চীনের ক্যালিগ্রাফি, গান, পেইন্টিং,কবিতা নিয়ে কথা বলতে এখানে সবাই একত্রিত হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতির নান্দনিকতা তুলে ধরতে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের মানুষকে চীনা ভাষা শিখতে আহ্বান জানাই। পাশাপাশি এ দেশের তরুণ গবেষকদের চীনে আসার আমন্ত্রণ জানাই, যাতে করে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে দূত হিসেবে তারা কাজ করতে পারে।  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সায়েদুর রহমান জানান, ভাষাগত সীমানা অতিক্রম করে ২০১০সালে জাতিসংঘের পাবলিক ইনফরমেশন বিভাগ প্রথম এই দিবসটি উদযাপন করে, যার লক্ষ্য হল বহুভাষিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিনিময় বাড়ানো।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক  ইয়াং হুই বলেন, আমাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধা যা আজ অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের জাতির মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকুক’।  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিউটের চীনা ভাষা শিক্ষক এবং শান্ত-মরিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষার শিক্ষক মাশার্ল আর্ট শৈলী পরিবেশন করেন।   এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষক দ্যা গেইম অফ হ্যাপি চাইনিজ শিরোনামে চীনা ভাষার ক্লাস নেন। পাশাপাশি আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও কনফুসিয়াস ইন্সটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৫

জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
বিশ্বকাপে শক্তিশালী দল তৈরি করতে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। যার জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। যেখানে নাম নেই সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের। তবে জিম্বাবুয়ের সিরিজের সাকিবের না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক। এবার মুখ খুললেন সাকিব নিজেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব বলেন, আমেরিকায় থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয়, দেশে থাকলে সময় পাই না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় যে, মানুষ কত রকম চিন্তা করতে পারে।  ‘যা হয়েছে বিসিবি আর আমার আলোচনার মধ্যেই হয়েছে। কারণ, আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি। বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কী অবস্থায় থাকতে হবে, সে প্রস্তুতিটা নিতে পারি।’ জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে এই টাইগার অলরাউন্ডার বলেন, জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব। ‘আসলে কোচ-অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর আলোচনা।’ এর আগে প্রধান এই নির্বাচক লিপু বলেছিলেন, সাকিব বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে ডিপিএলে একটা-দুইটা ম্যাচ খেলার। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন। সেখানে স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপর অবশ্যই চাইব যে টি-টোয়েন্টি ম্যাচ যেহেতু পাঁচটা, শেষের দিকে তিনি যেন খেলেন।  
২৫ এপ্রিল ২০২৪, ১৬:৩৯

কাজলের সঙ্গে কথা না বলার কারণ জানালেন রানি মুখার্জি
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। একসময় দুজনেই দাপিয়ে বেড়িয়েছেন বিটাউনে। শুধু সহকর্মীই নন, সম্পর্কে খালাতো বোন তারা। দুজনেই মুখার্জি বাড়ির মেয়ে হলেও তাদের মধ্যে খুব একটা মধুর সম্পর্ক ছিল না।  ক্যারিয়ারের শুরু থেকেই কাজল-রানির মধ্যে তেমন ভাব ছিল না। তবে বর্তমানে পাল্টে গেছে দুই বাঙালি কন্যার সম্পর্কের সমীকরণ। এবার কাজলের সঙ্গে কথা না বলার কারণ জানালেন রানি।   সম্প্রতি ‘কফি উইথ করন’ শোতে হাজির হয়েছিলেন কাজল-রানি। মূলত সেখানেই দুই বোনের মাঝে দূরত্বের কারণ খোলাসা করেন তারা। এ সময় দুজনেই জানান, দুই বোনের মধ্যে দূরত্বের তেমনও কোনো বড় কারণ ছিল না।   রানি বলেন, সব পরিবারেই মতপার্থক্য থাকে। কিন্তু যদি মতপার্থক্যের কোনো যুক্তিসঙ্গত কারণই না থাকে তাহলে কেনইবা অহেতুক এর জন্য সম্পর্কে দূরত্ব তৈরি হবে! জানা গেছে, শুধুমাত্র যোগাযোগের অভাবেই নাকি তাদের সম্পর্ক ঠিক ছিল না বলে কাজল-রানির। দুজনেরই বাবার মৃত্যুর পরই বন্ধুত্ব গাঢ় হয়েছে তাদের।   অভিনেত্রী আরও বলেন, কারণ আমরা সবাই ছোট ছিলাম। আর অনেক ছোট থেকেই পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিল কাজল। এরপর ওরা থাকত শহরে, আর আমরা থাকতাম জুহুতে। তাই খুব একটা দেখাও হতো না দুজনের।  বোনের কথায় সায় দেন কাজল বলেন, সত্যি তেমন কোনো কারণ ছিল না। খুব স্বাভাবিক দূরত্ব। আসলে সে সময়টায় আমাদের কাছে কাজই প্রথম গুরুত্ব পেত।  এর আগে একটি ইন্টারভিউতে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন, তিনি রানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই যোগাযোগ করেছিলেন। তবে কাজলের চেয়ে বোন তানিশার সঙ্গে তার সম্পর্ক যে বেশি খোলামেলা সেটা স্বীকার করেছেন রানি।   
২৫ এপ্রিল ২০২৪, ১৫:০০

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শামসুন নাহার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আগামীকাল শুক্রবার বা শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। এর আগে, ২০ এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করে মাউশি। এর ফলে আগামী ২৮ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা।  এরপর তীব্র তাপদাহের কারণে বন্ধ ঘোষণা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস। পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে বলেও জানানো হয়। এ ছাড়া তীব্র গরমের কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ ছাড়া জবি সব ধরনের পরীক্ষা চলতি সপ্তাহের জন্য স্থগিত করে। এদিকে সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে আরও তিনদিন হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৫১

লোডশেডিং নিয়ে যা জানালেন বিদ্যুৎসচিব
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান বলেছেন, তাপপ্রবাহ কমে গেলে লোডশেডিং আর থাকবে না। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তবে তাপপ্রবাহ কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। বোরো আবাদের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে বলেও জানান হাবিবুর রহমান। দেশের বিভিন্ন চরের মধ্যে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন হলে আগামীতে লোডশেডিং কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ এপ্রিল ২০২৪, ২১:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়