• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
প্রথম দিনেই ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভাঙল দুর্বৃত্তরা
লালমনিরহাটে উদ্বোধনী দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টায় হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী রেল স্টেশনে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশ্যে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথিমধ্যে উপজেলার ঘুন্টি বাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। এতে করে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ হতাহত হয়নি। একজন সাধারণ যাত্রী হিসেবে বলতে চাই, দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি। এটা কাম্য নয়। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।
১৩ মার্চ ২০২৪, ১২:৩২

হাতে মদের গ্লাস ও নারী নিয়ে যা জানালেন শিক্ষক আসিফ
শরিফ থেকে শরীফা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে চারিদিকে তোলপাড় চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ শিক্ষকের বেশকিছু পুরনো ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলোতে আসিফকে কয়েকজন মেয়ের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। একটি ছবিতে তার হাতে মদের গ্লাস দেখা যায়। সেই ছবিটি নিয়েই তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।  তবে এ বিষয়ে আসিফ বলেছেন, আমার হাতে যে গ্লাসগুলো নিয়ে কথা হচ্ছে সেটা আসলে আপেল জুস। আপনি যদি ইউনিভার্সিটির ছবি চেক করেন, দেখবেন ওটা আমার স্কলারশিপ পাওয়ার অনুষ্ঠান। ওখানে ওয়াইনের গ্লাসে জুস দিয়েছে। আমি জীবনে অ্যালকোহল টাচ করে দেখিনি।  সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে এসে তিনি ওই ছবির বিষয়ে এসব কথা জানান। মেয়েদের সঙ্গে ছবির বিষয়ে তিনি বলেন, আমি মেয়েদের গায়ে হাত দেওয়া পছন্দ করিনা। ছবি তোলার সময়ও দূরত্ব বজায় রাখি। আর ছবির মেয়েগুলোর মধ্যে একজন আমার বোন, আরেকজন আমার খালা। এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দুটি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দেয়ার পরামর্শ দেন এই শিক্ষক। সেমিনারে তিনি সপ্তম শ্রেণির পাঠ্যবই ছিঁড়ে সমালোচনা করেন। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।    এই ঘটনার পর রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় নিজের ফেসবুকে মাহতাব লেখেন, আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে যে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। এপরই এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।
২৬ জানুয়ারি ২০২৪, ২০:০৬

ফের পার্টিতে মদের গ্লাস হাতে ভাইরাল শাহরুখ পুত্র
নতুন বছরকে বরণ করে নিতে যে যার মতো ব্যস্ত। বলিউডে কেউ সারারাত পার্টিতে মেতেছেন, কেউ শহর ছেড়ে উড়ে গেছেন অন্যত্র। ঠিক এমন সময়ই গেল বছরের শেষ সন্ধ্যায় শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে দেখা গেল একেবারে অন্যভাবে! কেননা এদিন সন্ধ্যায় বন্ধুবান্ধবের সঙ্গে এক নামি হোটেলে পার্টি করতে দেখা যায় এই স্টারকিডকে; যার বেশ কিছু ছবি এখন সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল! ২০২১ সালে মাদককাণ্ডের পর থেকে দেড়-দু’বছর নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন আরিয়ান। খুব বেশি বাড়ির বাইরেও বেরোতেন না তিনি। তবে ২০২৩ সালটা মন্দ যায়নি তার। তার পরিচালিত প্রথম বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন বাবা শাহরুখ খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’-এর কাজও চলছে জোরকদমে। তাই বছরশেষে খোশমেজাজে দেখা গেল আরিয়ানকে। একদম বাদশাহি কায়দায় চলল বর্ষবরণের উদযাপন। এদিন এই পার্টিতে আরিয়ান খানকে দেখা গেছে বার কাউন্টারের কাছে মদের গ্লাস হাতে দাঁড়িয়ে। সেই সঙ্গে বার থেকে শটস হাতে তুলে এক ঢোকেই মদ পান করতে দেখা যায় তাকে। এসময় তার পরনে ছিল কালো টি-শার্ট আর ডেনিমের জ্যাকেট। আর এই ভিডিও দেখেই নিন্দুকেরা কটাক্ষ করতে ছাড়েনি আরিয়ানকে। ‘বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান’ বলে বিদ্রুপ করেছেন। আবার কেউ লিখেছেন, ‘ছি, আরিয়ান মদ খায়’। অপর এক জনৈক লেখেন, ‘শাহরুখের আরও নজর দেওয়া উচিত ছেলের উপর’। জানা গেছে, এই পার্টি নাকি আয়োজন করেছিল আরিয়ানের নিজস্ব লিকুয়ার সংস্থা। গত বছর ডিসেম্বরেই জানা গিয়েছিল মদের ব্যবসায় নামছেন আরিয়ান। একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করেছেন আরিয়ান। সেই ব্র্যান্ডের পার্টি ছিল এ
০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়