• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
গলফ কার্টে চড়ে ওমরাহ করার সুযোগ
বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য কাবা শরীফে তাওয়াফ করতে স্মার্ট গলফ কার্টের ব্যবস্থা করেছে সৌদি আরব। দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে গলফ কার্টগুলো মক্কার গ্র্যান্ড মসজিদে নেওয়া হয়েছে। গলফ কার্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এগুলো মসজিদের ছাদে সুন্দরভাবে চলতে পারে। প্রতিদিন বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। একেকটি গলফ কার্টে একসঙ্গে ১০ জন বসতে পারবেন। গলফ কার্টে চড়তে প্রত্যেককে খরচ করতে হবে ২৫ রিয়াল। এদিকে গলফ কার্টে চড়ে ওমরাহ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গলফ কার্টে বসে আছেন ওমরাহকারীরা। আর সেটি তাদেরকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছে। কাবা তাওয়াফের জন্য ২০১৪ সাল থেকেই গলফ কার্ট চালুর পরিকল্পনা করছিল সৌদি আরব। দেশটির প্রয়াত বাদশা আব্দুল্লাহ ওমরাহকারীদের সুবিধার্থে গলফ কার্ট চালুর নির্দেশনা দিয়েছিলেন।
২২ মার্চ ২০২৪, ১৯:১৩

এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
চার দিনব্যাপী ‘এনডিই ইনফ্রাস্ট্রাকচার ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে এই উদ্বোধন করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানে আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়