• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
রেলের ভাড়া বাড়ানোকে অযৌক্তিক মনে করে তা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম রেলস্টেশনে এ মানববন্ধন করে জেলার রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি প্রভাষক আব্দুল কাদের, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি কলামিস্ট নাহিদ হাসান, জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, চাষী নুরন্নবী সরকার, আব্দুল গফুর, আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, রাজধানীর সঙ্গে দূরত্বের কারণে এমনিতেই দরিদ্রতম ও সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রামবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুরো রংপুর বিভাগের মানুষকে নাটোর, চাটমোহর ঘুরে আসতে হয়। তার ওপর এখন থেকে বাড়তি ভাড়াও গুনতে হবে তাদের। তারা আরও বলেন, মালামাল পরিবহন ও গোডাউনের সঙ্গে বিচ্ছিন্ন করে রেলকে লোকসানি খাতে পরিণত করা হয়েছে। এ ছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ ৫ হাজার টাকার বাতি ২৭ হাজার টাকায় কিনেছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের ওপর। বক্তারা দাবি করেন, আগে রেলওয়ের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব, মালামাল ক্রয়ের তালিকা প্রকাশ করতে হবে। তারপর ভাড়া বৃদ্ধি করা হবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হোক। এ ছাড়া বগুড়া-সিরাজগঞ্জ লাইন চালু হলে রেলপথে বাড়তি ১২২ কিলোমিটার পথ কমে আসত জানিয়ে দ্রুত তা চালুর দাবি জানান বক্তারা। গত ২২ এপ্রিল এক গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ১৯৯২ সালে রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। পরে ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ বাতিল করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ ছিল। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু এই দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও রেলওয়ে সূত্রে জানা গেছে, রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫১০ ও ৯৭২ টাকা থেকে বৃদ্ধি করে যথাক্রমে ৬৪৫ ও ১২৩৭ টাকা করা হয়েছে। অন্যদিকে ঢাকা-রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৫০৫ ও ৯৬৬ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ৬৩৫ ও ১২১৪ টাকা। ঢাকা-চিলাহাটি রুটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার (স্নিগ্ধা) শ্রেণির ভাড়া ৪৯৫ ও ৯৪৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ৬২০ ও ১১৮৫ টাকা। আগামী ৪ মে থেকে ট্রেনের এই বাড়তি ভাড়া কার্যকর হবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
২৫ এপ্রিল ২০২৪, ২৩:১৬

কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি পাগলা কুকুর নারী- শিশুসহ দশজনকে কামড়িয়ে আহত করেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে উপজেলা সদরের পানিমাছকুটি ও পার্শ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন (৩৬), মীম আক্তার (১১), মুবিন (৫), নুরনাহার বেগম (৩৬), মোহাম্মদ আলী (১৫), আশিক (৯), চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী (৬৯) ও আনছার আলীসহ (৫১) অজ্ঞাত আরও দু’জন। আহতরা সবাই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে পাগলা কুকুরটি উপজেলার পানিমাছকুটি গ্রামে প্রবেশ করে। কুকুরটির মুখ দিয়ে লালা পড়ছিল। পথচারীদের দু-একজন কুকুরটিকে দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। কিন্তু লোকজন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে উপজেলার ব্র্যাক মোড় হয়ে চন্দ্রখানা কদমতলা অভিমুখে যাওয়ার সময় কুকুরটি পশ্চিম পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের হাছেন বাবুর্চির দুটি গরুকে কামড়িয়ে আহত করে। এরপর কিছুদূর গিয়ে চন্দ্রখানা কদমতলা এলাকায় কয়েকজনকে কামড়িয়ে দেয়। এ সময় লোকজন ঘেরাও করে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন। ওই এলাকার বেলাল মিয়া ও রফিকুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরকেও কামড়িয়েছে। এখন তো সেগুলোও পাগল হয়ে মানুষসহ গরু-ছাগলকে কামড় দেবে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই। তাই তাদেরকে জরুরি ভিত্তিতে জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ১৪:২৯

কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে লাগাতার কয়েকদিনের তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। খুব প্রয়োজন না হলে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  শুক্রবার (১৯ এপ্রিল) রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস দুপুরে জানিয়েছে, এদিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। তবে এ তাপমাত্রা গত এক সপ্তাহ ধরে ৩৪ থেকে ৩৭ ডিগ্রিতে ওঠানামা করছে। এছাড়াও সামনে জেলার তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ জানান, এরকম রোদে ঘর থেকে পারতপক্ষে বাইরে সতর্কতা অবলম্বন করে যেতে হবে। ছাতা কিংবা গায়ে কাপড় পরে যেতে হবে। ঘন ঘন পানি পান করাসহ বিশ্রামে থাকতে হবে। এদিকে, জেলায় লাগাতার তাপদাহের কারণে জেলা প্রশাসন স্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে ভাবছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।  কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রামে তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে। সেজন্য সকলেই সতর্ক থাকতে হবে। জেলার মানুষকে সচেতন করতে তাদের কাছে আমরা দ্রুত কিছু স্বাস্থ্য সম্পর্কিত সতর্কতা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমি দ্রুত আবহাওয়া অফিসে খোঁজখবর নিয়ে সাধারণ মানুষকে ম্যাসেজ দেওয়ার ব্যবস্থা করা হবে। লোকজন যেন প্রয়োজন ছাড়া এই রোদে ঘর থেকে বের না হন এবং প্রচুর পরিমাণে পানি পান করেন ইত্যাদি। জেলায় প্রতিদিন তাপপ্রবাহ বাড়ছে। 
১৯ এপ্রিল ২০২৪, ১৮:১২

কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে এক কিশোর মারা গেছেন। তার নাম সোহাগ (১২)। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোহাগ তার ভাই, খালাতো বোন ও কয়েকজন বন্ধুকে নিয়ে তিস্তায় গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অন্যরা তীরে চলে আসতে পারলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২ ঘণ্টা পর নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩ এপ্রিল ২০২৪, ২৩:০৪

কুড়িগ্রামে ১০ টাকায় শাড়ি-লুঙ্গীর হাট
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এ সময়ে কুড়িগ্রামের নদী-ভাঙ্গন ও চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষসহ ছিন্নমূল মানুষের আত্মসম্মান বজায় রেখে মাত্র ১০টাকায় শাড়ী ও লুঙ্গি এবং মাত্র ২ টাকায় ব্লাউজ পিছ কেনার সুযোগ করে দিলো ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি সেচ্ছসেবী প্রতিষ্ঠান। ইতিমধ্যে নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ও সদরের কলেজ মোড়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছে। নাম দেয়া হয়েছে ১০ টাকায় শাড়ী-লুঙ্গির হাট। এই কার্যাক্রমের সুবিধার আওতায় এসেছে ৩ হাজার নিম্নবৃত্ত মানুষ। বুধবার সকালে নাগেশ্বরী উপজেলা কচাকাটা কলেজে বসে এই ১০ টাকার শাড়ী লুঙ্গী বিক্রির হাট। এখানে কেদার,বল্লভেরখাষ ও কচাকাটা ইউনিয়নের কয়েকশত নিম্ন আয়ের মানুষ আসেন কাপড় কিনতে। এখানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইফনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ গোলজার হোসেন প্রমূখ।  শাড়ী-লুঙ্গি কিনতে আসা কচাকাটা ইউনিয়নের আছিরণ বেওযা জানান, ঈদে নুতুন কাপড় কেনা ছিলো স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবে পরিণত হলো আজ। এখানে এসে আমি ১০ টাকায় একটা শাড়ী কিনেছি। যে শাড়ী বাজারে কমপক্ষে পাচশ টাকা দাম। আমি অনেক খুশি। একই ইউনিয়নের রহিম মিয়া জানান, ঈদে বউকে একটা নুতুন শাড়ী দেওয়ার ইচ্ছা থাকলেও টাকার অভাবে তা দেয়া হয়নি। আজ ১০টাকায় একটা শাড়ী কিনলাম। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, নিম্ন আয়ের মানুষ যেন সম্মানের সাথে ঈদ-আনন্দ উপভোগ করতে পারে সেই তাগিত থেকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ফুল দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের দরিদ্র মানুষের জন্য নানাবিধ কাজ করে আসছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ বলেন, ফাইট আনটি লাইট সংস্থাটি ঈদ উপলক্ষে নিম্মবৃত্তদের ১০ টাকায় শাড়ী ও লুঙ্গি এবং মাত্র ২ টাকায় ব্লাউজ পিছ বিতরণ কার্যক্রমটি প্রশংসনীয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।  
০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৬

কুড়িগ্রামে একই পরিবারের ৭ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকসহ তার পরিবারের সাত জন অচেতন হয়ে পড়লে শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।  অসুস্থ অন্যরা হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা মজিরন বেওয়া, স্ত্রী চায়না বেগম, কন্যা আখি ও তিন বোন শাহেদা, শাহেরা, ছকিনা বেগম। ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার (৬ মার্চ) সকালে বাড়িতে খাবার খেয়ে চেয়ারম্যান ভূরুঙ্গামারীতে যান। সেখানে দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে কুড়িগ্রামে নিয়ে চিকিৎসা করানো হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে বাড়িতে আনা হয়। এ সময় বাড়ির সকলকে অসুস্থ অবস্থায় দেখা যায়। আজ সকাল থেকে সবার অবস্থা খারাপ হতে থাকে। কেউ সারাদিন ঘুমে অচেতন আবার কেউ চোখ খুলে তাকাতে পারছেন না। চেয়ারম্যানও আবার অসুস্থ হয়ে পড়েন। তিনি কথা বলতে পারলেও চোখ খুলে তাকাতে পারছেন না। একা হাটতেও পারছেন না। সন্ধ্যায় অসুস্থ সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।   কেদার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর মন্ডল জানান, খবর পেয়ে আমরা পরিস্থিতি দেখতে এসেছি। এখানে বাড়ির ভিতরে কেউ ১০ থেকে ১৫ মিনিট থাকলেই অসুস্থ্যবোধ করছেন। হয়তো কেউ অসৎ উদ্দেশ্যে চেতনানাশক ছিটিয়েছেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সায়েম জানান, খবর পাওয়া মাত্র তাদেরকে হাসপাতালে আনতে এম্বুলেন্স পাঠানো হয়েছে। চিকিৎসা দিলেই তারা সুস্থ হয়ে যাবেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেউ খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে থাকতে পারে অথবা ঘরে চেতনা নাশক ছিটাতে পারে।  কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে কেউ খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
০৮ মার্চ ২০২৪, ২২:১৭

কুড়িগ্রামে দৈনিক সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রেসক্লাবে জাতীয় দৈনিক পত্রিকা সময়ের আলো’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার (২ মার্চ) দুপুরে কুড়িগ্রামের প্রেসক্লাবের সৈয়দ শামছুল হক মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সময়ের আলোর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি, আরটিভি কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সাবেক সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলার ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক খমির উদ্দিন আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টিউটর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সময়ের আলোর কুড়িগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা। এ সময় অন্যান্যের মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, হুমায়ুন কবির সূর্য, ফজলে ইলাহী স্বপন, মিজানুর রহমান মিন্টু, শাহীন আহমেদ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।   
০২ মার্চ ২০২৪, ২০:৫৭

কুড়িগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত
কুড়িগ্রামে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধরলা সেতুর পশ্চিম পাড়ের কাছে ট্যানারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭) নামের ওই ২ স্কুলছাত্র দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ সরকার। জানা যায়, সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী। সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, সাদিক ও হিমু দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে তারা ধরলা সেতুর উদ্দেশ্যে রওনা হয়। সেতুর পশ্চিমে ট্যানারিপাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ওসি (তদন্ত) মো. আবু সাইদ সরকার বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮

কুড়িগ্রামে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশের ‘লিটল ফ্রি লাইব্রেরি’
কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার চরাঞ্চলে সকল শ্রেণি পেশার মানুষের জন্য ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা পুলিশ। আর এমন লাইব্রেরি পেয়ে এলাকার জ্ঞানপিপাসু মানুষসহ সকল পেশার মানুষ অত্যন্ত খুশি। তারা কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে ধন্যবাদ ও স্বাগত জানিয়েছেন। এ ধরনের লিটল ফ্রি লাইব্রেরি রয়েছে জেলার নদনদী চরাঞ্চলের হাট-ঘাট প্রত্যন্ত এলাকায় প্রায় অর্ধশত। এ লাইব্রেরিগুলো স্থাপন করে ওইসব এলাকায় প্রতিদিন জ্ঞানের আলো ছড়াচ্ছে। সম্প্রতি সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় ও বউ বাজার এলাকায় নতুন করে লিটল ফ্রি লাইব্রেরির আয়োজন করে জেলা পুলিশ। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় ব্যক্তি মো. আখতারুজ্জামান বাবু বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কারণ আসলেই এটি একটি পুলিশের ব্যতিক্রম আয়োজন। এই লাইব্রেরি স্থাপন হওয়ার কারণে উঠতি বয়সী ছেলে মেয়েরা অবসর সময়টাতে বই পড়ে দেশ ও মুক্তিযুদ্ধের বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে।  বউ বাজার এলাকার শিক্ষক সেলিম রেজা বলেন, চরাঞ্চলে শিক্ষার হার অনেক কম। এসব এলাকা তো একদম প্রত্যন্ত। এখানে আশেপাশে কোনো লাইব্রেরি নেই। বই পড়ার সুযোগও নেই তেমন এ জায়গায়।কুড়িগ্রাম জেলা পুলিশ এমন বই পড়ার যে উদ্যোগটি নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, লিটল ফ্রি লাইব্রেরি আমাদের পুলিশি কার্যক্রমের বাইরে একটি ব্যতিক্রমী বই পড়ার প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে সুদূরপ্রসারী করতে সহায়ক ভূমিকা পালন করবে এ লাইব্রেরি। আমরা চাই জেলার প্রত্যন্ত চরের সম্মানিত নাগরিক বৃন্দ অবসরে আষাঢ়ে গল্প না করে বই পড়ে জ্ঞান অর্জন করবেন। তিনি আরও বলেন, মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমূহ সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করতে সক্ষম হবেন এখানকার নাগরিকগণ। প্রসঙ্গত, লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু ,সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যতমুখী বই সমূহ রাখা হয়েছে পাঠকদের জন্য। ভবিষ্যতে আরও অন্যান্য বই এ লাইব্রেরিতে যেমন সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে তেমনি এমন লাইব্রেরি জেলা জুড়েই পর্যায়ক্রমে স্থাপন করার পরিকল্পনা রয়েছে পুলিশ প্রশাসনের।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

কুড়িগ্রামে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজন ও তাদের সহায়তাকারী একজনকে আটক করেছে পুলিশ। অপর একজন সহায়তাকারী পলাতক রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার সাঞ্জুয়ারভিটা গ্রামের শাহালমের বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐ যুবতীকে। পরিবারের লোকজন জানান, বুধবার বিকাল তিনটার দিকে ওই যুবতী মায়ের সঙ্গে অভিমান করে বাশেরতল জামতলা গ্রামের নিজ বাড়ি থেকে বামনডাঙ্গা ইউনিয়নের অন্তাইয়ের পাড় গ্রামে খালার বাড়ি যাওয়ার জন্য বের হয়। বাড়ি থেকে বের হয়ে নাগেশ্বরীর ভাইভাই মোড় পার হলে পূর্ব পরিচিত মালভাঙ্গা গ্রামের মৃত নুরুন্নবী মিয়ার ছেলে খোকা মিয়ার সঙ্গে দেখা হয়। এ সময় খোকা মিয়া তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। উত্তরে ওই যুবতী বলে সে খালার বাড়িতে যাচ্ছে এবং সেখানেই রাতে থাকবে। এ সময় খোকা তাকে মোটরসাইকেলে পৌঁছে দেয়ার কথা বলে তার প্রতিবেশী মৃত আইনউল্লার ছেলে মূসা মিয়াকে ডেকে আনে। পরে মূসার মোটরসাইকেলে ওই যুবতীকে তুলে তারা সাঞ্জুয়ারভিটা গ্রামের শাহালমের বাড়িতে নিয়ে যায়। সেখানে যুবতীকে দুজনে পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ আছে শাহালম ও তার স্ত্রী খুশি বেগম নিজ বাড়িতে বহুদিন থেকে মেয়ে দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এদিকে ধর্ষণের শিকার যুবতীকে ওই দম্পতির হাতে তুলে দিয়ে দুইজনই চলে যায়। পরে যুবতীকে শাহালম ও তার স্ত্রী খুশি বেগম একটি ঘরে তালা দিয়ে বন্দি করে রাখে। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই যুবতির বাবা লোকজনের সহায়তায় শাহালমের বাড়ি হতে রাত ৮টার দিকে মেয়েকে উদ্ধার করে। ওই রাতেই যুবতির বাবা নাগেশ্বরী থানায় খোকা, মূসা, শাহালম ও শাহলমের স্ত্রী খুশি বেগমের নামে অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার ভোরে ধর্ষণের সঙ্গে জড়িত খোকা ও মূসাসহ ধর্ষণে সহায়তা করায় খুশি বেগমকে গ্রেপ্তার করে। তবে শাহালম পলাতক রয়েছে। মেয়ের বাবা জানান, খোকা ও মূসা আমার মেয়ের সম্পর্কে চাচা হয়। তাই ওদের মোটরসাইকেলে উঠেছে। তারা দুজন মেয়েটাকে নিয়ে নির্যাতন করেছে আবার ওখানেই বিক্রি করে দিয়েছে। আমার মেয়ের সামনেই অন্য ছেলেদের কাছ থেকে শাহালমের বউ ১০ হাজার টাকা নিয়েছে। মেয়ে সব কিছুই আমাকে জানিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন জানান, এ বিষয়ে চারজনের নামে মামলা হয়েছে। রাতেই এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই যুবক ধর্ষণের সঙ্গে জড়িত। অপরজন একজন নারী। তিনি সহায়তাকারী। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়