• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
বন্ধুর মোটরসাইকেলে চড়ে কলেজছাত্রী নিহত
বগুড়ায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আফসানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ও মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২) নামের এক তরুণ আহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পীরগাছা-মহাস্থানগড় সড়কের পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে ও সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আক্তার। এদিন দুপুরে তার বন্ধু তাওসিসের সঙ্গে তিনি ঘুরতে বের হন। পীরগাছা এলাকায় তাওসিফের মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে আফসানার মৃত্যু হয়। স্থানীয়রা তাওসিফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিসাধীন রয়েছেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১১ মে ২০২৪, ১৯:১২

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিলেন কলেজছাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম মেঘলা আক্তার নিলুফা (১৯)। সোমবার (১৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম রেলপথের গোপীনাথপুর ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেঘলা আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকার মো. মুসলিম মিয়ার মেয়ে। তিনি কসবার গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ০৯:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়