• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
ভোটকেন্দ্রে পুলিশকে মারধর, ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মারধরের সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন গোলজার হোসেন নামে এক সাংবাদিক।  বুধবার (৮ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলার শিকার গোলজার হোসেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এবং মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি। খোঁজ নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে মো. সোহেল নামে এক পুলিশ সদস্যকে মারধর করছিলেন আনারস প্রতীকের সমর্থক ও হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু এবং তার লোকজন। এ ঘটনার ছবি তুলছিলেন গোলজার হোসেন। এতে চেয়ারম্যান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন এবং মারধর করেন। সেইসঙ্গে কেন্দ্রের ভেতরে থাকা অন্তত ৭ জন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয় এ সময়। আহত গোলজার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল হকের সমর্থনে নিজের লোকজন নিয়ে জড়ো হচ্ছিলেন মনিরুল হক মিঠু। শৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কায় কেন্দ্রের দায়িত্বে থাকা মো. সোহেল নামে এক পুলিশ সদস্য সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলের ওপর হামলা চালায় মিঠু ও তার লোকজন। পাশ থেকে ঘটনাটির ছবি এবং ভিডিও করছিলেন গোলজার হোসেন। বিষয়টি বুঝতে পেরে ওই পুলিশকে রেখে গোলজারের ওপর হামলে পড়েন মিঠু ও তার লোকজন। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয় এ সময়। পরে উপস্থিত অন্য সাংবাদিকরা গিয়ে গোলজার হোসেনকে উদ্ধার করে ভোটকেন্দ্রের ভেতরে নিয়ে যান। এ অবস্থায় পুলিশের উপস্থিতিতেও তাদেরকে মারধরের জন্য তেড়ে যাচ্ছিলেন হামলাকারীরা। পুলিশ সদস্য মো. সোহেল রানা বলেন, কেন্দ্রের পাশে একটি দোকান ছিল। সেখানে আনারস প্রতীকের সমর্থকরা জড়ো হচ্ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমি তাদেরকে সরে যেতে বলি। সে সময় আনারস প্রতীকের সমর্থকরা আমার ওপর হামলা চালায়। সাংবাদিক ছবি তোলায় তাকেও মারধর করে তারা। ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হয় কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক রতন বৈরাগীর কাছে। কিন্তু এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। 
৩১ মিনিট আগে

গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন অভিনেত্রী
টালিউড অভিনেত্রী সায়নী ঘোষ। তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনে তৃণমূলের একজন প্রার্থী। সোমবার (৬ মে) নির্বাচনী প্রচারণার কাজে বের হলে এই অভিনেত্রীর গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। পরে অন্য গাড়ি করে এলাকা ছাড়েন সায়নী।  জানা যায়, তীব্র তাপপ্রবাহের পর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সোমবার বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি নামে। এমন আবহাওয়ার মধ্যেও হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার অব্যাহত রাখেন সায়নী। এ সময় তার র‍্যালির সামনেই ভেঙে পড়ে গাছের ডাল। তবে কেউ আহত হননি।  প্রসঙ্গত, এবার ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। সে অনুযায়ী গত ১৯ এপ্রিল প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফায় ভোট শুরু হয় ২৬ এপ্রিল। আজ (৭ মে) চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। এতে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৯৩টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা।
০৭ মে ২০২৪, ১১:১৭

কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
কুষ্টিয়া সদর উপজেলায় মাহবুবউল আলম হানিফ এমপির চাচাত ভাই আতাউর রহমানের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ মে) প্রচারণার শেষ সময়ে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এ চেয়ারম্যান প্রার্থী।  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাংবাদিকদের আবু আহাদ আল মামুন জানান, রাত সাড়ে ৮টার পর শহরের বড় স্টেশনের পেছনে তার নির্বাচনী অফিসে বসেছিলেন তিনি। হঠাৎ বেশকিছু লোকজন এসে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা এসে বলে, আতা ভাইয়ের বিরুদ্ধে ভোট করছিস, সাহস পেলি কোথায়। এই বলে তাকে কিলঘুসি ও লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। আহত অবস্থায় ফেলে গেলে পরে কর্মীরা মামুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, এর আগেও ভোট থেকে নাম প্রত্যাহারের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতার লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছিল। ঢাকার বাসায় গিয়েও খুঁজে এসেছেন। এ ছাড়াও রোববার কুষ্টিয়া শহরে প্রচার মাইক ভাঙচুর ও প্রচারকারীকে মারধর করেছে।   হামলার বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা বলেন, ‘মনে হচ্ছে তিনি মার খাওয়ার নাটক করেছেন। তার চশমা ঠিক আছে, মোবাইল হাতেই রয়েছে। তবে কেউ যদি হামলা করে থাকেন তার দায় আমি নেব না।’ কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বলেন, ‘আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক হাসপাতালে এসে তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আল মামুন তার ওপরে হামলাকারী কয়েকজনের নাম বলেছেন। তাদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টকারী এসব হামলাকারী সে যেই হোক না কেন দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’ উল্লেখ্য, প্রথম ধাপে ৮ মে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা আনারস প্রতীকে নির্বাচন করছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে আবু আহাদ আল মামুন।
০৭ মে ২০২৪, ১১:১৯

আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে ব্যাটে-বলের নৈপুণ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্স প্রশংসনীয়। তবে ব্যক্তি সাকিবের আচরণ নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। এবার নতুন বিতর্কে জড়াল এই তারকা ক্রিকেটারের নাম। আবারও মেজাজ হারিয়েছেন সাকিব। এর আগেও তিনি মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারার ঘটনা ঘটিয়েছেন।  সোমবার ( ৬ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচ নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় সাকিবের শেখ জামাল ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক। ওই ম্যাচ শুরুর আগে মাঠের পাশে দুই কোচের সঙ্গে আলাপ করছিলেন সাকিব। এ সময় এক ভক্ত ছবি তুলতে গেলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে একটি ইভেন্টে উপস্থিত হন সাকিব। তাকে দেখে ভক্ত-সমর্থদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। ভিড়ের মাঝে এক ভক্ত সাকিবের ক্যাপ খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই মেজাজ হারিয়ে ক্যাপ কেড়ে নিয়ে সেই ক্যাপ দিয়েই ভক্তকে কয়েকবার মারতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে এ বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে নির্বাচন করার সময় ভোট চলাকালীন নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব। তখন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-সমর্থকরা। অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তখন মানুষের ভিড়ে সাকিব ঠিকমতো হাঁটতে পারছিলেন না। সেই সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন সাকিব। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের চড় মারার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এনিয়েও অনেকে নেতিবাচক মন্তব্য করেন।
০৬ মে ২০২৪, ১৩:৪৯

কালবৈশাখীতে বসতঘরের ওপর গাছ পড়ে মা-ছেলের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার ৫ বছর বয়সী সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজিপাড়া ঘোনারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) এবং তার ছেলে তাইজুল ইসলাম (৫)। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজিপাড়া ঘোনারবাড়ি গ্রামে কৃষক আ. কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে আ. কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপ তারা এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রুপ তারার মা আহত হয়েছেন।
০৫ মে ২০২৪, ১২:২৫

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকের ভেতরে মারা গেছেন ট্রাকচালক মো. আব্দুল মান্নান (৬০)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ছাড়া পাশে থাকা একটি প্রাইভেটকারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। শনিবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ট্রাক চালকের মো. আব্দুল মান্নান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন। হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে ট্রাকটি আশপাশের গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে।
০৪ মে ২০২৪, ১৬:৪৭

বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের
দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।  সিরিজের প্রথমটিতে শুক্রবার (৩ মে) চট্টগ্রামে লড়ছে টাইগাররা। তবে পুরো সিরিজেই নজর রাখছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকরাও। পাশাপাশি দুই ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন বৈশ্বিক মহারণের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন এই পেস অলরাউন্ডার। তবে এই সিরিজ দিয়েই তার ফিটনেসের অবস্থা পরখ করা যাবে। অন্যদিকে চলতি সিরিজ দিয়ে লাল-সবুজের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। বিশ্বকাপে খেলতে এই সিরিজই তার কাছে নিজেকে প্রমাণের একমাত্র সুযোগ। তাই সাইফউদ্দিন এবং তামিম দুইজনের জন্যই এই সিরিজটি নিজেকে প্রমাণের বড় সুযোগ। অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে আছেন ওপেনার সৌম্য সরকার। ওপেনিংয়ে তার বিকল্প হিসেবেই বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন তানজিদ তামিম। সবমিলিয়ে এই তরুণে বিশেষ নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার (২ মে) সংবাদ সম্মেলনেও সাইফউদ্দিনকে নিয়ে আশার কথা জানিয়েছিলেন  বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর ভাষ্যমতে, ‘সাইফউদ্দিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন পর দলে এসেছে, ওর জন্য ভালো একটা সুযোগ। দলে লোয়ার-অর্ডার বা লোয়ার মিডল-অর্ডারে যারা ব্যাটিং করে– তাসকিন, তানজিম, সাইফউদ্দিন, রিশাদ, এমনকি শরিফুল; সবাই মোটামুটি ব্যাটিং করতে পারে। কম্বিনেশনের দিক থেকে আমরা ভালো একটা অবস্থানে আছি। সাইফউদ্দিনের জন্য অবশ্যই বড় সুযোগ, যদি ম্যাচ খেলার সুযোগ পায়। নিজের সেরাটা দিতে পারলে দলের ভালো হবে।’ বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্তর মন্তব্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ খেললাম বা এখন যে দল আছে, এখান থেকে প্রায় সবাই-ই বিশ্বকাপে যাবে; যদি সুস্থ থাকে। ২-১টা এদিক-সেদিক হতে পারে। অধিনায়ক হিসেবে আমি চাই প্রত্যেক জায়গার ক্রিকেটারদের যেন ফোকাস থাকে। ভালোভাবে প্রস্তুত হয়ে যেন বিশ্বকাপে যেতে পারি।’ উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে আছে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ৭ জুন টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে শান্তর দল।
০৩ মে ২০২৪, ২১:০১

এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। অনুমান করা হচ্ছে, সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সে কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুড়ে মারেন। ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে। জানা গেছে, ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়েদ খানের। তখন একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।
৩০ এপ্রিল ২০২৪, ২০:২৪

ভোটের ওপর আস্থা ফিরেছে মানুষের: ইসি আলমগীর
ভোটের ওপর দেশের মানুষের আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ইসি আলমগীর বলেন, ‘ভোটার উপস্থিতির ক্ষেত্রে আপনারা দেখেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন হয়েছে সেখানে এই তীব্র গরমের মধ্যেও ৬০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেয়া যায়। আমার ভোট আমি দিতে পারবো।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি ভালো পরিবেশ পায় তাহলে তারা ভোটকে উৎসব হিসেবে মনে করে। সেই উৎসবের অংশ হিসেবে আমরা মনে করি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে। হ্যাঁ, গরমের কারণে মানুষের একটু কষ্ট হবে। তারপরেও মানুষ ভোট দিতে আসবে।’ এ সময় নির্বাচনে প্রার্থীদের পক্ষে যেকোনো ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে মন্ত্রী, এমপি ও সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কোনো কর্মকর্তাদের প্রতি সতরকবার্তাও উচ্চারণ করেন নির্বাচন কমিশনার।  তিনি বলেন, ‘কোনো মন্ত্রী, এমপি বা সরকারের বিভিন্ন পদে অধিষ্ঠিত বড় কোনো কর্মকর্তার আত্মীয়-স্বজন প্রার্থী হলে তারা তাদের পক্ষে প্রচার চালাতে পারেন না বা পক্ষ অবলম্বন করতে পারেন না। তারপরেও যদি তারা এ কাজ করেন তাহলে প্রার্থীর যেমন প্রার্থিতা বাতিল হবে, ঠিক একইভাবে ওই মন্ত্রী, এমপি বা কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ মতবিনিময় সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ এপ্রিল ২০২৪, ১৫:২০

ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় তিনটি ভারতীয় কোম্পানিসহ এক ডজনেরও বেশি সংস্থা, ব্যক্তি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো। ইরানের এ বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এর সঙ্গে জড়িত থাকায় তিনটি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাহারা থান্ডারকে এই প্রচেষ্টার সমর্থনে ইরানের বাণিজ্যিক কার্যক্রমের তদারকিকারী প্রধান ফ্রন্ট কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে, সাহারা থান্ডারকে সমর্থন করার জন্য ভারতভিত্তিক তিনটি কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলো— জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট। শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড। চলতি মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরাইলকে লক্ষ্য করে তিনশত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর ইরানের ওপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ড্রোন প্রযুক্তি ও উৎপাদন সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানিকে লক্ষ্য করে ১৯ এপ্রিল এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
২৬ এপ্রিল ২০২৪, ১৮:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়