• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম

আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৩:০০
সাংবাদিকদের নাস্তার প্যাকেটে টাকার খাম
ফাইল ছবি

লোকসানে পড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) সোমবার (৬ মে) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত হন।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান ব্যাংকটি নিয়ে সাংবাদিকদের ইতিবাচক খবর প্রকাশের আশা প্রকাশ করেন। এরপরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিটিং আছে বলে সেখান থেকে বেরিয়ে যান তিনি।

এরপরই সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের হাতে নাস্তার প্যাকেট তুলে দেন ব্যাংক কর্মকর্তারা। সেই প্যাকেট খুলতেই দেখা যায়, এর ভেতরে পাঁচ হাজার টাকা লেখা খাম।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাংবাদিক জানান, সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের টাকা দেওয়া একটি ব্যাংকের জন্য খুবই বিব্রতকর।

উল্লেখ্য, ব্যাংকটি ২০২২ সালে তিন হাজার ২৮৫ কোটি টাকা এবং ২০২৩ সালে এক হাজার ৪৯৭ কোটি টাকা লোকসানের মুখে পড়ে। ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। এটি ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের ২৮ দশমিক ৯২ শতাংশ।

মন্তব্য করুন

daraz
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
রাজনৈতিক প্রভাব এড়াতে বড় সংস্কার আসছে ব্যাংকিং খাতে
X
Fresh